কোচবিহার, ১১ডিসেম্বর: নিশীথ প্রমাণিক কে বহিস্কার কাণ্ডে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক উত্তেজনা দেখা যায়। মঙ্গলবার দিনহাটার পর উত্তেজনা ছড়ালো মেখলিগঞ্জ এ। এদিন সন্ধ্যায় মেখলিগঞ্জ এর বিভিন্ন রাস্তায় তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের প্রতিবাদ মিছিল কে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা যায়। কয়েক হাজার যুব কর্মী কে নিয়ে এই প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিল শেষে মেখলিগঞ্জ বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে যুবর কর্মী-সমর্থকদের রাস্তায় বসে পড়তে দেখা যায়। বিক্ষোভকারীদের দাবি কোচবিহার জেলার তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে পুনরায় নিশীথ প্রামাণিককে বহাল রাখতে হবে। নইলে যুবর কর্মী-সমর্থকরা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন। তথ্য বিজ্ঞ মহলের মতে, কোচবিহার জেলার অন্যতম রাজনৈতিক নেতা নিশীথ প্রামাণিক ওরফে বিট্টু। লোকসভা ভোটের প্রাক্কালে শাসকদলের এহেন সিদ্ধান্ত দলকে অনেকটাই সমস্যায় ফেলতে পারে বলে তাদের মত। যদিও রাজ্য নেতৃত্বের আদেশ মেনে চলবেন বলে সাফ জানিয়ে দেন যুবনেতা নিশীথ প্রামানিক। নিশীথ প্রামাণিক আরো বলেন, প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত । দলের নির্দেশ কোনদিন ঐ অমান্য করিনি। এমন কি দলের রাজ্য নেতৃত্ব যা আদেশ দেবেন তা মাথা পেতে নেব।

