বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে পথ অবরোধ বাসিন্দাদের


দিনহাটা অক্টোবর: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে মৃত অলক নিতাই দাসের বাড়িতে গিয়ে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বিরুদ্ধে। এর জেরে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা প্রায় ঘন্টা পাঁচেক পথ অবরোধ করে দিনহাটা বলরামপুর রোড রাজ্য সড়ক   যদিও বিষয়টি অস্বীকার করেছে উদয়ন গুহ। স্থানীয় বাসিন্দারা জানান,  দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্র মৃত অলক নিতাই দাসের বাড়িতে সোমবার সকালে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বেশ কিছু লোকজন নিয়ে প্রবেশ করেন মৃত অলক নিতাই দাস এর বাবা এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিধায়ক উদয়ন গুহ অলক নিতাই দাস এর বাবাকে দিনহাটা থানায় দায়ের করা এফ আই আর তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু ছেলের মৃত্যুর প্রকৃত তদন্তের দাবি করে  কুড়ি জনের নামে দায়ের করা এফআইআর তুলতে অস্বীকার করলে বিধায়ক উদয়ন গুহ তাকে হুমকি দেন বলে সাংবাদিকদের জানান। পরবর্তীতে বিষয়টি এলাকার বাসিন্দারা জানতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন। এদিন বেলা একটা থেকে স্থানীয় বাসিন্দারা অলক নিতাই দাস এর বাড়ির সামনে দিনহাটা বলরামপুর রোড রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তীতে পুলিশি আশ্বাসের পর বেলা চারটে নাগাদ পথ অবরোধ তুলে নেন উত্তেজিত এলাকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন,  একেবারই অবাস্তব কথা। আমি যখন গেছিলাম তখন অনেক লোক ছিল। তিনি আরো বলেন, "আমি মৃতের পরিবার কে বলি যারা প্রকৃত দোষী তারা কেউ ছাড়া পাবেন না। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে প্রয়োজনে আরো গ্রেফতার করবে ঘটনার মূল অভিযুক্ত রা ছাড় পাবেন না বলে আমি বলি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.