আবির ভট্টাচার্য, দিনহাটা: পরিবারের তরুণদের সাথে চড়ুইভাতি করা ওদের হয়ে ওঠে না ওদের। সচরাচর চড়ুইভাতি তে কেউ নিতেও চায় না কারণ ওরা যে বৃদ্ধ - বৃদ্ধা। বয়সের ভারে শুধু ঘর আর বিছানাই সঙ্গী। এমনই ষাটোর্ধ্ব বৃদ্ধ - বৃদ্ধাদের সঙ্গী করে পিকনিক করে নজির গড়লেন জেলা পরিষদের কর্মাধক্ষ্য নূর আলম হোসেন। অভিনব এই পিকনিকের আনন্দে গা ভাসাতে দেখা গেলো কয়েকশো বৃদ্ধ - বৃদ্ধা কে। জানা গিয়েছে , দিনহাটা 1 ব্লকের শৌলমারী এলাকায় রবিবার রাতে এলাকারই বৃদ্ধ - বৃদ্ধাদের নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা তথা কোচবিহার জেলা পরিষদের কর্মাধক্ষ্য নূর আলম হোসেন চড়ুইভাতি র আনন্দে মাতলেন। দীর্ঘদিন পর চড়ুইভাতি র আয়োজনে শামিল হতে পেরে ব্যাপক খুশি দেখা গেলো ওই বৃদ্ধ - বৃদ্ধা দের। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা নূর আলম হোসেন বলেন, ষাটোর্ধ্ব বৃদ্ধ - বৃদ্ধাদের সঙ্গী করে চড়ুইভাতি র মতন আনন্দে শামিল হতে পেরে খুবই ভালো লাগলো। তিনি আরো বলেন, শতাধিক বৃদ্ধ - বৃদ্ধাদের সঙ্গী করে চড়ুইভাতি আয়োজন করা হয়েছিলো দিনহাটার শৌলমারী এলাকায়। ভবিষ্যতে এমন নজিরবিহীন চড়ুইভাতি আরো হবে বলে তিনি জানিয়েছেন।
Monday, 11 January 2021
Thursday, 7 January 2021
সাংবাদিক নিগ্রহ এর প্রতিবাদে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে দিনহাটা প্রেসক্লাব
আবির ভট্টাচার্য, দিনহাটা: ময়নাগুড়িতে সাংবাদিক নিগ্রহ করার প্রতিবাদে দিনহাটা প্রেস ক্লাবের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হল দিনহাটা মহকুমা শাসকের কাছে। প্রসঙ্গত সম্প্রতি ময়নাগুড়ি এলাকার সাংবাদিককে থাপ্পড় মারে শাসকদলের বিধায়ক অনন্তদেব। এই ঘটনার প্রতিবাদে এদিন দিনহাটা প্রেস ক্লাবের সকল সদস্য রা দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেয়। এদিন মহকুমা শাসকের দপ্তরে সংগঠনের তরফে উপস্থিত ছিলেন, হরিপদ রায়, সুমন মন্ডল, আবির ভট্টাচার্যী, প্রসেনজিৎ সাহা, প্রশান্ত সাহা, রাহুল দেব বর্মন, মিল্টন সরকার সহ প্রমুখ। ডেপুটেশন জমা দিয়ে দিনহাটা প্রেস ক্লাবের তরফ এ হরিপদ রায় বলেন, সাংবাদিককে নিগ্রহ মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এর উপর আক্রমণ। নিন্দনীয় এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।নেওয়া যায় বর্তমান গণতন্ত্রের কি অবস্থা। বিষয়টিতে অতি শীঘ্রই অভিযোগ পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দুয়ারে সরকার পালিত হলো গিতালদহে
আবির ভট্টাচার্য, দিনহাটা: রাজ্য সরকারের নির্দেশ মেনে দিনহাটা এক ব্লকের গীতালদহ 1 ও গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি পালিত হল। এদিন সরকারি প্রতিনিধিরা ও গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকা প্রধান উপপ্রধান সহ সকলেই উপস্থিত ছিল বলে জানা গেছে। এদিন গীতালদহ এলাকার স্কুল মাঠে দুয়ারে সরকার কর্মসূচি পালন হয়। গীতালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা দিনহাটার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা আবু আল আজাদ বলেন, দুয়ারে সরকার কর্মসূচি সরকারের নির্দেশ মেনে পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে সীমান্ত সংলগ্ন এই গ্রাম পঞ্চায়েত এলাকার দূর-দূরান্ত থেকে মানুষ তাদের নানান জরুরী কাজ নিয়ে হাজির হয়।কম বেশী সকলেরই জরুরী কাজ এই দোয়াটি সরকার কর্মসূচির মাধ্যমে পূরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের মানুষের জন্য নানান উন্নয়ন মূলক কাজ ও সহযোগিতা করে যাচ্ছে তা বিগত দিনে কেউ করতে পারেনি। এই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের উপকার হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
Sunday, 3 January 2021
সিতাই এ পথ সভা করলেন বিধায়ক
আবির ভট্টাচার্য, সিতাই: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে দিনহাটা মহকুমার সিতাই বিধানসভার এলাকার পাগলারহাট এলাকায় পথসভা করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, রবিবার সিতাই বিধানসভার চামটা গ্রাম পঞ্চায়েতের পাগলারহাট এলাকায় পথসভা করে সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন এই পথসভা কে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম লক্ষ করা যায়। বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ছাড়াও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিল। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন উন্নয়নমূলক কাজ কেউ করতে পারবেন না। সাধারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি পদক্ষেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়াও তিনি তৃণমূল সরকারের উন্নয়নের নানান দিক তুলে ধরেন। পাশাপাশি তিনি এদিনের এই সভা থেকে কৃষি আইন সহ কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি তোপ দাগেন। রেলে কে বেসরকারিকরণ করা ছাড়াও বিজেপি সরকারের কৃষি বিল এর প্রতি তাকে সোচ্চার হতে দেখা যায়।



