শিরোনাম 24 ডেস্ক, ২৮ জুন: একাধিক মামলায় অভিযুক্ত সিতাই এর প্রশান্ত বর্মন কে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে তাই থানার পুলিশ সিতাই বাজার পার্শস্থ একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে প্রশান্ত বর্মন কে। সে নিজেকে বিজেপির সিতাই এর নেতৃত্ব হিসেবে পরিচয় দিলেও বিজেপির জেলা নেতৃত্ব এ বিষয়ে কিছু উল্লেখ করেনি। জানা গেছে, সিতাই এর বিভিন্ন এলাকা থেকে প্রশান্ত বর্মন এর নামে অভিযোগ জমা পড়ায় শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকালে অভিযুক্ত প্রশান্ত বর্মন কে পুলিশের যেই প্রিজন ভ্যান করে সিতাই থানা থেকে দিনহাটা কোর্টে নিয়ে আশা হচ্ছিল সেই প্রিজন ভ্যান সিতাই থানা চত্বরে আটকে দেয় তার কিছু অনুগামী। দীর্ঘক্ষন চলে তার অনুগামীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা। নিঃশর্ত মুক্তির দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় প্রশান্তর অনুগামীরা। পরবর্তীতে বিক্ষোভকারীদের সরিয়ে প্রশান্ত কে দিনহাটা কোর্টে নিয়ে আসা হলে তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। জানা গেছে, সিতাই এর বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রামাণিকের গাড়িতে হামলা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিন প্রশান্তর গ্রেপ্তারের পর সিতাই এর বেশ কিছু জায়গায় আবির খেলতে দেখা যায় সাধারণ মানুষকে। এলাকার বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে সিতাই এ নানা রকমের ঝামেলা অশান্তি সৃষ্টি করছিল প্রশান্ত বর্মন। পাশাপাশি সিতাই এর তৃণমূল কংগ্রেসের বিধায়ক জগদীশ বসুনিয়ার সঙ্গে যোগসাজশ করে সিতাই কে উত্তপ্ত করার কথা উল্লেখ করে এলাকার বাসিন্দারা। যদিও এই বিষয়ে সিতাই এর বিধায়ক জগদীশ বসুনিয়া ও প্রশান্ত বর্মন এর কোন বক্তব্য পাওয়া যায়নি।

