শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটাঃ বিশ্ব কুষ্ঠ নির্মুল দিবস পালিত হল দিনহাটা মহকুমা হাসপাতালে । বুধবার দিনহাটা মহকুমা হাসপাতালে বিশ্ব কুষ্ঠ নির্মুল দিবস পালিত হয় । এদিন এই বিশ্ব কুষ্ঠ নির্মুল দিবস উৎযাপন চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা
মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তথা
এলাকার স্বনামধন্য চিকিৎসক উজ্জ্বল আচার্য , হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মিঠুন বনিক, পি. এইচ. এন. মীনা বনিক, অর্চনা রায় সরকার, সারদা প্রসন্ন ঘোষ সহ প্রমুখ । এদিন এই অনুষ্ঠানে
উপস্থিত সকলেই বিশ্ব কুষ্ঠ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করার পাশাপাশি এই রোগ প্রতিরোধের
জন্যে কি করতে হবে তা নিয়েও আলোচনা হয় । দিনহাটা মহকুমা হাসপাতালের
ভারপ্রাপ্ত সুপার ডাঃ উজ্জ্বল আচার্য বলেন , কুষ্ঠ রোগের মত ভয়াবহ রোগের থাবা যাতে ক্রমশ মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে
আমরা সতর্কতামূলক একটি অনুষ্ঠান করা হয় । কুষ্ঠ রোগীদের সাথে সাধারন মানুষের ভেদাভেদ
দূর করার বিভিন্ন প্রয়াস তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে । Wednesday, 30 January 2019
বিশ্ব কুষ্ঠ নির্মুল দিবস পালিত হল দিনহাটা মহকুমা হাসপাতালে
শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটাঃ বিশ্ব কুষ্ঠ নির্মুল দিবস পালিত হল দিনহাটা মহকুমা হাসপাতালে । বুধবার দিনহাটা মহকুমা হাসপাতালে বিশ্ব কুষ্ঠ নির্মুল দিবস পালিত হয় । এদিন এই বিশ্ব কুষ্ঠ নির্মুল দিবস উৎযাপন চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা
মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তথা
এলাকার স্বনামধন্য চিকিৎসক উজ্জ্বল আচার্য , হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মিঠুন বনিক, পি. এইচ. এন. মীনা বনিক, অর্চনা রায় সরকার, সারদা প্রসন্ন ঘোষ সহ প্রমুখ । এদিন এই অনুষ্ঠানে
উপস্থিত সকলেই বিশ্ব কুষ্ঠ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করার পাশাপাশি এই রোগ প্রতিরোধের
জন্যে কি করতে হবে তা নিয়েও আলোচনা হয় । দিনহাটা মহকুমা হাসপাতালের
ভারপ্রাপ্ত সুপার ডাঃ উজ্জ্বল আচার্য বলেন , কুষ্ঠ রোগের মত ভয়াবহ রোগের থাবা যাতে ক্রমশ মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে
আমরা সতর্কতামূলক একটি অনুষ্ঠান করা হয় । কুষ্ঠ রোগীদের সাথে সাধারন মানুষের ভেদাভেদ
দূর করার বিভিন্ন প্রয়াস তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে । কর্তব্যরত অবস্থায় নেতার হাত থেকে উপহার নিলেন আই সি, উল্টো পুরান বললেন বিধায়ক
দিনহাটা , ৩০ জানুয়ারিঃ ডিউটিতে থাকা কালিন থানার ভেতরে শাসক দলের এক নেতার হাত
থেকে উপহার নেওয়ার ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় । মঙ্গলবার রাতে তৃণমূলের
দিনহাটা ১ ব্লক সভাপতি নুর আলম হোসেন দিনহাটা থানার আই সি সঞ্জয় দত্তর জন্মদিন
উপলক্ষ্যে তাঁর হাতে একটি বড় প্যাকেট তুলে দেওয়া সহ কেক খাইয়ে দেওয়ার ছবি ভাইরাল
হয় সোশ্যাল মিডিয়ায় । যদিও বিষয়টি নিয়ে দিনহাটা থানার আই সি সঞ্জয় দত্ত কিছু বলতে
না চাইলেও তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি নুর আলম হোসেন বলেন , আমি জেলা পরিষদের
কর্মাধক্ষ্য একজন সরকারি লোক । সরকারি অফিসারকে সরকারি ব্যাক্তি শুভেচ্ছা জানিয়েছে
। এটা তে কোন অন্যায় হয়নি বলে তিনি জানান । এ বিষয়য়ে দিনহাটার বিধায়ক তথা তৃণমূল
কংগ্রেসের রাজ্য সম্পাদক উদয়ন গুহ বলেন, জন্মদিন কে কিভাবে পালন করবে সেটা তাঁর
ব্যাক্তিগত বিষয় । কিন্তু যে কথা না বললেই নেই যেটা অনেক সিনেমাতে দেখেছি রাজনৈতিক
ব্যাক্তি দের জন্মদিন বা কোন অনুষ্ঠানে সরকারি আধিকারিকরা উপস্থিত হন । সেটার উল্টো
পুরান ও যে ঘটে এদিনের ঘটনা সেটার উদাহরন বলে তিনি উল্লেখ করেন । দিনহাটা এসডিপিও
উমেশ জি খন্ডোয়াল বলেন , বিষটি সর্ম্পকে এখনো কিছু জানা নেই । বিষয়টি
নিয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন , রাজ্যের থানা গুলো এখন আর থানা নেই শাসক দলের
পার্টি অফিসে পরিনত হয়েছে । বিজেপি নেতা সুদেব কর্মকার আর বলেন , শাসক দলের ব্লক সভাপতি থানায় এসে আইসি সাহেব এর
জন্মদিন পালন করাটাই স্বাভাবিক কারন ইনারা এখন শসক দলের মহকুমা সভাপতির দায়িত্ব
পালন করছে ।Tuesday, 29 January 2019
চির নিদ্রায় চলে গেলেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী
শিরোনাম ২৪ ডেস্কঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ । মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮৮ বছর । বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও সোয়াইন ফ্লু, পার্কিনসন ও অ্যালঝাইমার্সেও আক্রান্ত হয়েছিলেন বাজপেয়ী সরকারের প্রাক্তন এই মন্ত্রী। বেশ কিছু দিন ধরেই দিল্লির একটি হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি । মঙ্গলবার সকালে ওই হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি । কর্ণাটকের ম্যাঙ্গালোরে ১৯৩০ সালের ৩০শে জুন জন্মগ্রহণ করেন জর্জ ফার্নান্ডেজ ৷ প্রথম জীবনে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন । পরবর্তীতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের মধ্যে দিয়ে তাঁর রাজনীতিতে প্রবেশ । ১৮৮৯ থেকে ১৯৯০ তিনি ছিলেন রেলমন্ত্রী। মূলত তাঁর উদ্যোগেই কোঙ্কন রেলওয়ের চালু হয় । ১৯৯৮ সাল থেকে ২০০৪ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে তিনি ছিলেন প্রতিরক্ষামন্ত্রী । অপারেশন বিজয় ও পোখরান পরমানু পরিক্ষা চলা কালিন তিনি ছিলেন দেশের প্রতিরক্কা মন্ত্রী । প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে ।Thursday, 17 January 2019
নেতা ছাড়া জন্মদিন পালন করলো অনুগামীরা
দিনহাটা , ১৭ জানুয়ারি : নেতা ছাড়াই জন্মদিন পালন করলো তার অনুগামীরা । বৃহস্পতিবার সন্ধ্যায় জন্মদিন পালনের উদ্দেশ্যে ব্যাপক ভীড় জমে দিনহাটার ডাকবাংলো মোড়ের সামনে । জানা গিয়েছে , এদিন সন্ধ্যায় যুবক নেতা নিশীথ প্রামাণিকের জন্মদিন পালন করে তার অনুগামীরা ।
বিশেষ কারণ বশত দিনহাটার এই নেতা অনুপস্থিত থাকলেও তার অনুগামীরা সাড়ম্বরে তার জন্মদিন পালন করে । এদিন তৃণমূল যুব কংগ্রেসের নেতা অর্জুন চক্রবর্তী , রফিক লেবু , আইনজীবী রতন কুমার কানু সহ আটিয়া বাড়ি 1 ,2 অঞ্চল কমিটি কর্মী সমর্থরা উপস্থিত ছিল বলে যুব নেতা রফিক লেবু জানান ।
বিশেষ কারণ বশত দিনহাটার এই নেতা অনুপস্থিত থাকলেও তার অনুগামীরা সাড়ম্বরে তার জন্মদিন পালন করে । এদিন তৃণমূল যুব কংগ্রেসের নেতা অর্জুন চক্রবর্তী , রফিক লেবু , আইনজীবী রতন কুমার কানু সহ আটিয়া বাড়ি 1 ,2 অঞ্চল কমিটি কর্মী সমর্থরা উপস্থিত ছিল বলে যুব নেতা রফিক লেবু জানান ।
Wednesday, 16 January 2019
খোইনীর গুদামে আটক স্ত্রী কন্যা কে খাবার দিতে যাওয়ায় ঝামেলার অভিযোগ
দিনহাটা, 15 জনুয়ারি: পাঁচ দিন ধরে দুই মহিলাকে গুদাম ঘরে আটকে রাখার অভিযোগ উঠল এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে । জদীও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ করে এলাকার বাসিন্দা রা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , কুকুর ও কড়া বাড়ি এলাকার কবুল ব্যাপারীর একটি খৈনির গুড়ামে কবুল ব্যাপারের স্ত্রী ও কন্যা কে গত 11 তারিখ থেকে আটকে রাখে এলাকার কিছু দুষ্কৃতী ও কিছু বাসিন্দারা বলে অভিযোগ । জডিও এলাকার বাসিন্দারা বলেন , স্থানীয় একটি মেয়ে কে অপহরণের অভিযোগ উত্তেজিত জনতা গুডামে তালা ঝুলিয়ে দেয়। কবুল ব্যাপারী বলেন , আমি গত আগস্ট মাসে আমার গুদামের সংলগ্ন একটি জায়গা কিনি। তারপর এক মহিলা জোর পূর্বক আমার নতুন জায়গার বাড়িতে ঢুকে পড়ে। তবুও এট দিন আমি কিছুই বলিনি । তিনি বলেন , পরবর্তীতে ওই মহিলা সাথে কিছু সমস্যা হলে আমার নাম জরিয়ে দেয়। তারপর গত 11 তারিখ আমার খইনির গুদামের গেটে তালা লাগায় কিছু দুষ্কৃতী। পড়ে আমার স্ত্রী ও কন্যা গেলে তাদের জোর পূর্বক ভেতরে বন্দী করে রাখে। এদিন সকালে আমার স্ত্রী ও কন্যার জন্য খাবার নিয়ে গেলে ঝামেলা করে এলাকার বাসিন্দারা । পরে পুলিশ গিয়ে তালা খুলে দিলেও পরে আবার তালা লাগিয়ে দেয় তারা বলে তিনি জানা ।
Monday, 14 January 2019
ফের গোষ্ঠী কোন্দলের জেরে আহত এক
শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা: শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দলে নতুন করে উত্তপ্ত হলো দিনহাটা । রবিবার মধ্য রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 নম্বর ব্লকের ভেটাগুড়ি এলাকায়। এই ঘটনায় মুল তৃণমূলে এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে যুব তৃনমূলের বিরুদ্ধে। যদিও যুব তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে ভিত্তি বলে উড়িয়ে দিয়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে আহত ওই মূল তৃণমূল কর্মীর নাম নবীনূর রহমান রহমান (৩৮)। হাসপাতালের বেডে শুয়ে আহত তৃণমূল কংগ্রেস কর্মী নবীনূর রহমান অভিযোগ করে বলেন, রবিবার মধ্যরাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ভেটাগুড়ি শ্রীধাম স্কুলের সামনে বাস বাটাম ও পিস্তলের বাট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে এদিন ভোরে আহত ওই তৃণমূল কংগ্রেস কর্মী নবীনূর রহমান কে দিনহাটা থানার পুলিশ উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে বলে তিনি জানান। ঘটনাটি ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় স্থানীয় যুব তৃণমূল নেতা সঞ্জীব বর্মন। তিনি বলেন দলকে কালিমালিপ্ত করে দলের বদনাম করার উদ্দেশ্যে কেউবা কারা এই রকম অভিযোগ করছে বলে তিনি সাফ জানিয়ে দেন।
https://www.youtube.com/watch?v=9h1dw9OtbGc&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=9h1dw9OtbGc&feature=youtu.be
Sunday, 13 January 2019
রাতে দিনহাটার রাস্তায় চললে সাথে রাখতে হবে পরিচয় পত্র
শিরোনাম ২৪, দিনহাটা, ১৩ জানুয়ারিঃ রাতে দিনহাটা শহর কে আর
কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে দিতে বিশেষ উদ্যগ নিল দিনহাটা থানা । পাশাপাশি শহরের
রাস্তায় বেশী রাতে চলাফেরা করলে সাথে রাখতে হবে সচিত্র পরিচয়পত্র । শনিবার রাতে
দিনহাটা শহরের পাঁচ মাথা মোড়ে দিনহাটা এসডিপিও উমেশ খন্ডোয়াল পুলিশের নাইট পেট্রোল
পার্টির হাতে নতুন পাঁচটি বাইসাইকেল , ট্রেকশ্যুট সহ অন্যান্য সামগ্রী তুলে দেন ।
পুলিশের সাইকেল প্রদান অনুষ্ঠানে দিনহাটা এসডিপিও উমেশ খন্ডোয়াল সহ উপস্থিত ছিলেন
দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত , দিনহাটা থানার মেজবাবু রাজু সোনার , সাব
ইন্সপেক্টর রাজু রায় , বিপুল চক্রবর্তী , দিনহাটা ব্যাবসায়ী সমিতির সম্পাদক রানা
গোস্বামী সহ দিনহাটা থানার পুলিশ কর্মীরা ।এদিন
সাইকেল প্রদান অনুষ্ঠানে দিনহাটা দিনহাটা এসডিপিও উমেশ খন্ডোয়াল, দিনহাটা
ব্যাবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী সহ দিনহাটা থানার পুলিশ কর্মীরা সাইকেল চালিয়ে
শহরের বিভিন্ন রাস্তায় ঘুরতে দেখা যায় । দিনহাটা এসডিপিও উমেশ খন্ডোয়াল বলেন ,
দিনহাটা মহকুমা শাসক ও ১ ব্লক সমষ্ঠী উন্নয়ন আধিকারিক দিনহাটা থানা কে পাঁচটি
সাইকেল প্রদান করে । সেই সাইকেলেই এখন
থেকে দিনহাটা পৌরসভা এলাকার বিভিন্ন রাস্তায় সন্ধ্যা থেকে ভোর পরযন্ত
পেট্রোলিং করবে পুলিশ কর্মীরা । তিনি বলেন , রাত দশটার পর শহরের রাস্তায় কাউকে
চলাফেরা করতে দেখলে সেই ব্যাক্তিকে আটক করতে পারে কর্তব্যরত পুলিশ কর্মীরা ।
সেকারনে রাতে চলাফেরার ক্ষেত্রে সরকারি সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতা মুলক বলেও
তিনি উল্লেখ করেন । দিনহাটা ব্যাবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন , সাইকেল
নিয়ে নজরদারিতে বাসিন্দাদের পাশাপাশি বিশেষ
করে ব্যাবসায়ীদের বিশেষ উপকার হবে । কারন দিনহাটা চওড়াহাট বাজারের অধিকাংশ রাস্তা
সংকৃর্ণ হওয়ায় মোটর বাইক নিয়ে পরযন্ত যাওয়ার উপায় নেই । সেকারনে পুলিশ যদি সাইকেল
নিয়ে সেই সব রাস্তা গুলিতে যায় তবে সংশ্লিষ্ঠ এলাকার ব্যাবসায়িরা নিচ্ছিন্তে থাকতে
পারবে । পাশাপাশি রাতে শহরের রাস্তায় চলাচলের ক্ষেত্রে পুলিশের কড়া পদক্ষেপ কেও
তিনি সাধুবাদ জানান ।
Thursday, 3 January 2019
মন্ত্রী কে পায়ে হাত দিয়ে প্রনাম করলেন সাংসদ
শিরোনাম ২৪ , দিনহাটা: সরকারী অনুষ্ঠানে মন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রনাম করলেন সাংসদ । বৃহস্পতিবার দিনহাটার শালমারা হাই স্কুলের মাঠে সাবেক ছিটমহলের বাসিন্দাদের হাতে তাদের জমির কাগজ তুলে দেয় কোচবিহার জেলা প্রশাসন। সাবেক ছিট বাসিন্দাদের জমির পাট্টা বিলি অনুষ্ঠানে ই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় কোচবিহারের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় কে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলের জল্পনা এখন তুঙ্গে। দীর্ঘদিন ধরেই সাংসদ পার্থ প্রতিম রায় সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সম্পর্ক তলানীতে। সামনে লোকসভা নির্বাচন। তারি প্রাক্কালে সংসদের এহেন কর্মকাণ্ড কে ঘিরে কোচবিহার জেলা রাজ্য রাজনীতির জল্পনা তুঙ্গে। বিরোধীদের মতে লোকসভা নির্বাচনে কোচবিহারের থেকে নিজের টিকিট পাকা করতেই জনসমক্ষে সরকারি অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই কোচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায় এর নাম না করেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন তাকে যেন কেউ কাকা বলে না ডাকে। প্রয়োজনে মামা , জ্যাঠা বলে ডাকলে তার কোন আপত্তি নেই। কারণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কে কাকা বলেই ডাকতেন কোচবিহারে সাংসদ পার্থ প্রতিম রায়। কাকা ভাইপোর বিবাদ কোচবিহার জেলায় এমন কেউ নেই যে জানে না। সম্পর্ক ভালো করে লোকসভা নির্বাচনের আগে নিজের আসন পাকা করতেই এ দিন কাকা রবীন্দ্র নাথ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করেন ভাইপো পার্থ প্রতিম রায় বলে মনে করছে জেলার তথ্য বিজ্ঞ মহল । যদিও এ বিষয়ে দুজনের মধ্যে কারুরই কোন মন্তব্য পাওয়া যায়নি।






