কর্তব্যরত অবস্থায় নেতার হাত থেকে উপহার নিলেন আই সি, উল্টো পুরান বললেন বিধায়ক


দিনহাটা , ৩০ জানুয়ারিঃ ডিউটিতে থাকা কালিন থানার ভেতরে শাসক দলের এক নেতার হাত থেকে উপহার নেওয়ার ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় । মঙ্গলবার রাতে তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি নুর আলম হোসেন দিনহাটা থানার আই সি সঞ্জয় দত্তর জন্মদিন উপলক্ষ্যে তাঁর হাতে একটি বড় প্যাকেট তুলে দেওয়া সহ কেক খাইয়ে দেওয়ার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । যদিও বিষয়টি নিয়ে দিনহাটা থানার আই সি সঞ্জয় দত্ত কিছু বলতে না চাইলেও তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি নুর আলম হোসেন বলেন , আমি জেলা পরিষদের কর্মাধক্ষ্য একজন সরকারি লোক । সরকারি অফিসারকে সরকারি ব্যাক্তি শুভেচ্ছা জানিয়েছে । এটা তে কোন অন্যায় হয়নি বলে তিনি জানান । এ বিষয়য়ে দিনহাটার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক উদয়ন গুহ বলেন, জন্মদিন কে কিভাবে পালন করবে সেটা তাঁর ব্যাক্তিগত বিষয় । কিন্তু যে কথা না বললেই নেই যেটা অনেক সিনেমাতে দেখেছি রাজনৈতিক ব্যাক্তি দের জন্মদিন বা কোন অনুষ্ঠানে সরকারি আধিকারিকরা উপস্থিত হন । সেটার উল্টো পুরান ও যে ঘটে এদিনের ঘটনা সেটার উদাহরন বলে তিনি উল্লেখ করেন । দিনহাটা এসডিপিও উমেশ জি খন্ডোয়াল বলেন , বিষটি সর্ম্পকে এখনো কিছু জানা নেই ।   বিষয়টি নিয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন ,  রাজ্যের থানা গুলো এখন আর থানা নেই শাসক দলের পার্টি অফিসে পরিনত হয়েছে । বিজেপি নেতা সুদেব কর্মকার আর বলেন ,  শাসক দলের ব্লক সভাপতি থানায় এসে আইসি সাহেব এর জন্মদিন পালন করাটাই স্বাভাবিক কারন ইনারা এখন শসক দলের মহকুমা সভাপতির দায়িত্ব পালন করছে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.