শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা: শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দলে নতুন করে উত্তপ্ত হলো দিনহাটা । রবিবার মধ্য রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 নম্বর ব্লকের ভেটাগুড়ি এলাকায়। এই ঘটনায় মুল তৃণমূলে এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে যুব তৃনমূলের বিরুদ্ধে। যদিও যুব তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে ভিত্তি বলে উড়িয়ে দিয়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে আহত ওই মূল তৃণমূল কর্মীর নাম নবীনূর রহমান রহমান (৩৮)। হাসপাতালের বেডে শুয়ে আহত তৃণমূল কংগ্রেস কর্মী নবীনূর রহমান অভিযোগ করে বলেন, রবিবার মধ্যরাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ভেটাগুড়ি শ্রীধাম স্কুলের সামনে বাস বাটাম ও পিস্তলের বাট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে এদিন ভোরে আহত ওই তৃণমূল কংগ্রেস কর্মী নবীনূর রহমান কে দিনহাটা থানার পুলিশ উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে বলে তিনি জানান। ঘটনাটি ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় স্থানীয় যুব তৃণমূল নেতা সঞ্জীব বর্মন। তিনি বলেন দলকে কালিমালিপ্ত করে দলের বদনাম করার উদ্দেশ্যে কেউবা কারা এই রকম অভিযোগ করছে বলে তিনি সাফ জানিয়ে দেন।
https://www.youtube.com/watch?v=9h1dw9OtbGc&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=9h1dw9OtbGc&feature=youtu.be
