শিরোনাম ২৪ , দিনহাটা: সরকারী অনুষ্ঠানে মন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রনাম করলেন সাংসদ । বৃহস্পতিবার দিনহাটার শালমারা হাই স্কুলের মাঠে সাবেক ছিটমহলের বাসিন্দাদের হাতে তাদের জমির কাগজ তুলে দেয় কোচবিহার জেলা প্রশাসন। সাবেক ছিট বাসিন্দাদের জমির পাট্টা বিলি অনুষ্ঠানে ই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় কোচবিহারের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় কে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলের জল্পনা এখন তুঙ্গে। দীর্ঘদিন ধরেই সাংসদ পার্থ প্রতিম রায় সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সম্পর্ক তলানীতে। সামনে লোকসভা নির্বাচন। তারি প্রাক্কালে সংসদের এহেন কর্মকাণ্ড কে ঘিরে কোচবিহার জেলা রাজ্য রাজনীতির জল্পনা তুঙ্গে। বিরোধীদের মতে লোকসভা নির্বাচনে কোচবিহারের থেকে নিজের টিকিট পাকা করতেই জনসমক্ষে সরকারি অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই কোচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায় এর নাম না করেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন তাকে যেন কেউ কাকা বলে না ডাকে। প্রয়োজনে মামা , জ্যাঠা বলে ডাকলে তার কোন আপত্তি নেই। কারণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কে কাকা বলেই ডাকতেন কোচবিহারে সাংসদ পার্থ প্রতিম রায়। কাকা ভাইপোর বিবাদ কোচবিহার জেলায় এমন কেউ নেই যে জানে না। সম্পর্ক ভালো করে লোকসভা নির্বাচনের আগে নিজের আসন পাকা করতেই এ দিন কাকা রবীন্দ্র নাথ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করেন ভাইপো পার্থ প্রতিম রায় বলে মনে করছে জেলার তথ্য বিজ্ঞ মহল । যদিও এ বিষয়ে দুজনের মধ্যে কারুরই কোন মন্তব্য পাওয়া যায়নি।

