আসরাফুল খানের হত্যাকান্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে মিছিল করলো তৃণমূল যুব কংগ্রেস
শিরোনাম ২৪ ডেস্কঃ ৯ ডিসেম্বর, কোচবিহারঃ আসরাফুল খানের হত্যাকান্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে মিছিল করলো তৃণমূল যুব কংগ্রেস। সংগঠনের পক্ষথেকে পৃথক পৃথক ভাবে দুটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ মিছিল শহর পরিক্র
মাকেলে “আফরাজুল হত্যা
মধ্য যুগীয় বর্বরতা” বলে দাবী করে। এদিনের পৃথক পৃথক দুটি মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ প্রতিম রায় ও তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, সংগঠনের জেলা সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ঘনিষ্ঠ নিশীথ প্রামাণিক , তৃণমূল যুব কংগ্রেস নেতা অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল যুব কংগ্রেস নেতা আরিফ হোসেন, অজয় রায় , বাদল সরকার প্রমুখ। যুব সংগঠনের এদিন পৃথক পৃথক মিছিল দুটি কোচবিহার শহরের রাস মেলার মাঠ থেকে ও শহরের গুঞ্জবাড়ি এলাকা থাকে শুরু করে পুরো শহর পরিক্রমা করে। পৃথক পৃথক ভাবে দুটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা কালে যুব কর্মীদের উপস্থিতি ছিলচোখে পড়ার মতো। সাংসদ পার্থ প্রতিমা রায় ,জেলা যুব নেতা নিশীথ প্রামাণিক বলেন, মালদহের বাসিন্দা আফরাজুল খানের মৃত্যুর প্রতিবাদে অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে সমস্ত রাজ্যে জুরেই মিছিল হচ্ছে। এদিন কোচবিহারেও এই প্রতিবাদে মিছিল হয় বলে তারা জানান।

Post a Comment