Header Ads

দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদহের হরির হাটে রক্ত দান শিবির

শিরনাম ২৪ ডেস্ক , দিনহাটা,২৬ ডিসেম্বরঃ “ রক্ত দান জীবন দান ” এই স্লোগান কে সামনে রেখে দিনহাটার সীমান্ত গ্রাম হরির হাট এলাকায় আয়োজিত হলো রক্তদান শিবির। মঙ্গলবার দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদহের হরির হাটে গীতালদহ জন জাগরন মঞ্চের উদ্যগে সেচ্ছায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।ইউনাইটেড ক্লাব ও দিনহাটা ব্লাডগ্রুপ সোসাইটির যৌথ সহযোগিতায় এদিনের  এই সেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক নিশিথ প্রামাণিক, দিনহাটা ১ পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য জিল একরাম, দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির সভাপতি দেবেশ কান্তি সরকার, সম্পাদক উত্তম সাহা, সঞ্জয় মিশ্র, নারায়ন শর্মা, মজনু রহমান প্রমুখ। এদিনের রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে রক্তদানের গুরুত্বের কথা তুলে ধরেন সকলে। এদিনের শিবিরে কোচবিহার এম জে এন ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় তিন জন মহিলা সহ মোট ৩২ জন রক্ত দান করেন। এদিনের শিবির কে ঘিরে স্থানীয় এলাকার বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । NEWS SHERONAAM 24

No comments

Powered by Blogger.