Friday, 28 June 2019

একাধিক মামলায় গ্রেফতার সিতাই এর প্রশান্ত

শিরোনাম 24 ডেস্ক, ২৮ জুন: একাধিক মামলায় অভিযুক্ত সিতাই এর প্রশান্ত বর্মন কে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে তাই থানার পুলিশ সিতাই বাজার পার্শস্থ একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে প্রশান্ত বর্মন কে। সে নিজেকে বিজেপির সিতাই এর নেতৃত্ব হিসেবে পরিচয় দিলেও বিজেপির জেলা নেতৃত্ব এ বিষয়ে কিছু উল্লেখ করেনি। জানা গেছে, সিতাই এর বিভিন্ন এলাকা থেকে প্রশান্ত বর্মন এর নামে অভিযোগ জমা পড়ায় শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকালে অভিযুক্ত প্রশান্ত বর্মন কে পুলিশের যেই প্রিজন ভ্যান করে সিতাই থানা থেকে দিনহাটা কোর্টে নিয়ে আশা হচ্ছিল সেই প্রিজন ভ্যান সিতাই থানা চত্বরে আটকে দেয় তার কিছু অনুগামী। দীর্ঘক্ষন চলে তার অনুগামীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা। নিঃশর্ত মুক্তির দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় প্রশান্তর অনুগামীরা। পরবর্তীতে বিক্ষোভকারীদের সরিয়ে প্রশান্ত কে দিনহাটা কোর্টে নিয়ে আসা হলে তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। জানা গেছে, সিতাই এর বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রামাণিকের গাড়িতে হামলা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিন প্রশান্তর গ্রেপ্তারের পর সিতাই এর বেশ কিছু জায়গায় আবির খেলতে দেখা যায় সাধারণ মানুষকে। এলাকার বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে সিতাই এ নানা রকমের ঝামেলা অশান্তি সৃষ্টি করছিল প্রশান্ত বর্মন। পাশাপাশি সিতাই এর তৃণমূল কংগ্রেসের বিধায়ক জগদীশ বসুনিয়ার সঙ্গে যোগসাজশ করে সিতাই কে উত্তপ্ত করার কথা উল্লেখ করে এলাকার বাসিন্দারা। যদিও এই বিষয়ে সিতাই এর বিধায়ক জগদীশ বসুনিয়া ও প্রশান্ত বর্মন এর কোন বক্তব্য পাওয়া যায়নি।

সিতাই এ বিজেপি নেতা গ্রেফতার, উল্লাস জনতার


শিরোনাম 24 ডেক্স, 28 জুন: গতকাল মধ্যরাতে একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় প্রশান্ত বর্মন নামে এক যুবক। জানা যায় তিনি বিজেপি নেতা যদিও জেলা বিজেপির তরফে তা স্বীকার করেনি। শুক্রবার সকাল থেকেই সিতাই এর বেশ কিছু এলাকায় চলে আবির খেলা। আবিরের রঙে মেতে উঠতে দেখা যায় আট থেকে আশি। জানা গেছে, গতকাল মধ্যরাতে সিতাই এর  বিজেপি নেতা প্রশান্ত বর্মন কে  পুলিশ না না রকমের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। যদিও বিজেপির জেলা নেতৃত্ব প্রশান্ত বর্মন এর বিষয় মুখ খুলতে চায়নি। স্থানীয় বাসিন্দারা বলেন, সিতাই এর তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া র হয়ে সিতাই এ কাজ করতো প্রশান্ত বর্মন । দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে। গতকাল মধ্যরাতে সিতাই থানার পুলিশ বিভিন্ন রকম অভিযোগের ভিত্তিতে প্রশান্ত বর্মন কে গ্রেফতার করা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা বলে উল্লেখ করেন।

Thursday, 27 June 2019

সাংবাদিককে খুনের অভিযোগ সরকারি আধিকারিকের বিরুদ্ধে


শিরোনাম ২৪ ডেস্কঃ সত্য ধামাচাপা দিতে সাংবাদিক কে পুড়িয়ে মারল সরকারি আধিকারিক ।মধ্যপ্রদেশের সাগর জেলার শাহগড় এলাকার কৃষি দফতরের আধিকারিক আমন চৌধুরির বাড়ির বাইরে হিন্দি দৈনিকের সিনিয়র জার্নালিস্ট চক্রেশ জৈনের অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় পরবর্তীতে তিনি মারা যান। অভিযোগ বেআইনি কার্যকলাপ ধামাচাপা দিতে নির্ভিক সাংবাদিক চক্রেশ জৈন কে পুড়িয়ে মেরেফেলে ঐ সরকারি আধিকারিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বুধবার সকালে কৃষি দফতরের আধিকারিক আমন চৌধুরির বাড়ির বাইরে শরীরের ৯০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় পরে থাকতে দেখে এলাকার লোকেরা । পরবর্তিতে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় সাংবাদিক চক্রেশ জৈন এর ।
 সাংবাদিকের পরিবারের অভিযোগ
, একটি মামলার ব্যাপারে কাজের সুবাদে আমন চৌধুরির সঙ্গে চক্রেশের বছর দুয়েক আগে যোগাযোগ হয়আমনের বেআইনি কার্যকলাপ নিয়ে ওই মামলা হয়কিছুদিন পরেই ওই মামলার শুনানি ছিলসেই ব্যাপারেই আমনের বাড়িতে চক্রেশ কে ডেকে পাথানো হয় এরপরই আমনের বাড়ির বাইরে থেকে তাঁর আধপোড়া দেহ উদ্ধার হয়স‌ত্যিটা যাতে সামনে না চলে আসে, তার জন্যই চক্রেশকে পুড়িয়ে মারা হয়েছে বলে উল্লেখ করে পরিবারের লোকেরা অন্যদিকে ওই সরকারি আধিকারিকের দাবি, সকাল আটটা নাগাদ চক্রেশ তাঁর বাড়িতে যানকথা চলার মাঝেই নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন চক্রেশআধিকারিকের এই কথা উরিয়ে দিয়ে এলাকার পুলিশ আধিকারিক বলেন ,  সাংবাদিক আত্মহত্যা করেন নি , তাকে খুন করা হয়েছে ।  পুলিশের এখ শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সাংবাদিকের পরিবার আমন চৌধুরি ও আরও একজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেনপ্রাথমিক তদন্তে অনুমান, পুড়িয়েই মারা হয়েছে চক্রেশ জৈনকেঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানা

Sunday, 23 June 2019

শপথ গ্রহণের তিন দিনের মাথায় চাপা পোড়া ফাইল খোলাল নিশীথ

 কোচবিহার 23 শে জুন: শপথ গ্রহণ পর্ব শেষ হতেই কোচবিহার বিমানবন্দর পুনরায় চালু করার উদ্যোগ নিল সাংসদ নিশিথ প্রামানিক। এদিন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে দীর্ঘ ক্ষণ বৈঠক করতে দেখা যায় কুচবিহারের তরুণ সংসদ নিশিথ প্রামাণিককে। জানা গিয়েছে, শপথ গ্রহণ পর্বের তিন দিনের মাথায় কোচবিহার বিমানবন্দর সংক্রান্ত ফাইল খুলে পুনরায় বিমানবন্দর চালু করার এই উদ্যোগকে সাধুবাদ জানাই কোচবিহার উত্তরবঙ্গের বাসিন্দারা। পূর্বেও কয়েকবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কোচবিহার কলকাতা উড়ান পরিষেবা চালু হলেও পরবর্তীতে কিছুদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। পাশাপাশি কোচবিহার বিমানবন্দর ব্যবহার না করায় বেশ কিছু ত্রুটি নজর পড়ে সাংসদের। কার্যত এই বিষয়ে এদিন বিজেপির এই তরুণ সাংসদ সহ বিজেপি নেতৃত্ব কোচবিহার বিমানবন্দর পরিদর্শনে যায়। সম্প্রতি 3 দিন আগে দিল্লির লোকসভায় শপথ গ্রহণ নিতে দেখা যায় কোচবিহারের সাংসদ নিশিথ প্রামাণিককে। তার 72 ঘন্টা পেরোতে না পেরোতেই কাজ শুরু করে দিয়েছে সাংসদ নিশিথ প্রমানিক। এদিন তিনি বলেন, কোচবিহারের মূল সমস্যা বেকারত্ব। তার কারণ ভৌগলিক গত অবস্থার কারণে কোচবিহারে গড়ে ওঠেনি ইন্ডাস্ট্রিয়াল হাব বা কোন কোম্পানি। পাশাপাশি কোচবিহার সহ উত্তর বঙ্গের বিপুল অংশের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এই কোচবিহার বিমানবন্দর থেকে নিয়মিত বিমান ওঠানামা করবে। এর ফলে বাইরের থেকে ব্যবসায়ীরা এসে কোচবিহারের তাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটানোর পাশাপাশি বেকারত্ব কিছুটা কমবে বলে তিনি মনে করেন। তরুণ সাংসদ নিশিত প্রামানিক বলেন, কোচবিহার জেলার মানুষ আমাকে তাদের সেবা করার যে সুযোগ করে দিয়েছে তার একচুলও ঘাটতি কোনদিনও হতে দেবো না। পাশাপাশি উদ্যমী সাংসদের এহেন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে কোচবিহার জেলার আপামর বাসিন্দারা।  নিশীথ প্রামাণিকের এই উদ্যোগকে ঘিরে কার্যত সাজো সাজো রব জেলা জুড়ে। এয়ারপোর্ট অথরিটি সূত্রে জানা গিয়েছে, দিল্লির লোকসভায় সংসদ নিশীথ প্রামাণিকের অনুরোধে দুদিন আগে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর নির্দেশে কোচবিহার এয়ারপোর্টের চাপা পড়া ফাইল পুনরায় খুলে এয়ারপোর্ট চালু করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে চলেছে সংশ্লিষ্ট দপ্তর বলে জানা গিয়েছে।

Thursday, 20 June 2019

সৌজন্যমূলক সাক্ষাৎকার করে ফেরার পথে হামলার অভিযোগ সিতাইয়ে

শিরোনাম ২৪ ডেস্ক , ২০ জুন: বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা মহকুমার সিতাই এর বিভিন্ন এলাকা। জানা গিয়েছে বুধবার রাতে স্থানীয় বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রামাণিকের নেতৃত্বে পরিমল রায়, মহিলা মোর্চার নেত্রী মিনা বর্মন সহ প্রমূখ বিজেপি কর্মী সমর্থকরা সিতাই এর আদাবাড়ি সংলগ্ন এলাকার বিজেপি কর্মী
 গোপাল বর্মন এর বাড়িতে সৌজন্য সাক্ষাৎকারে যায়।
 অভিযোগ, সে সময় স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত বর্মন এর নেতৃত্বে বেশ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। ঘটনার জেরে কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়। পাশাপাশি বিজেপি কর্মী গোপাল বর্মন এর বাড়ি ভাংচুরসহ বিজেপি নেতৃত্ব র একাধিক গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে বিজেপি নেতা প্রশান্ত বর্মন কে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। সিতাই এর বিজেপি নেতৃত্ব নুরমহমদ প্রামানিক পরিমল রায় সহ প্রমুখ বলেন, গতকাল সন্ধ্যায় তৃণমূলের চক্রান্তে র শিকার হয়ে প্রশান্ত বর্মন সহ প্রায় 70 জনের একটি দল আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। ঘটনার জেরে গোপাল বর্মন, রবীন্দ্র নাথ বর্মন গুরুতর আহত অবস্থায় সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। বিষয়টি সিতাই থানায় জানানো হয়েছে। তারা বলেন এরপর পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি ও দেন।

Sunday, 16 June 2019

সিতাই এ পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে গর্জে উঠল বিজেপি

শিরোনাম 24 ডেস্ক: সিতাই ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের পুলিশি সন্ত্রাসে বিরুদ্ধে মনোবল চাঙ্গা করতে উদ্যোগ নিল নেতৃত্ব। শনিবার সকাল থেকে রাত্রি প্রায় দশটা পর্যন্ত চলে এই কর্মসূচি। সিতাই এর বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রামানিক ও পরিমল বর্মন সহ প্রমুখের  নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মী কে নিয়ে সিতাই ব্লকের বিভিন্ন জায়গায় সভা করতে দেখা যায়। এদিনের এই সচেতন সভায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় সিতাই এর লড়াকু বিজেপি নেতা নুর মহাম্মদ প্রামাণিককে। তিনি বলেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে সিতাই থানার পুলিশ অভিযান না চালিয়ে বেছে বেছে বিজেপি কর্মীদের হেনস্তা করছে ও মারধর চালাচ্ছে। সম্প্রতি সিতাই এর তৃণমূল কংগ্রেসের বিধায়ক জগদিশ বসনিয়ার বাড়ি ভাঙচুর এর ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের না ধরে তিনজন নিরপরাধ বিজেপি কর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে। অবিলম্বে ধৃত 3 বিজেপি কর্মী কে ছাড়ার দাবি করতে দেখা যায় নূর মোহাম্মদ প্রামাণিককে। পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে নূর মোহাম্মদ প্রামাণিক পরিমল বর্মন সহ প্রমূখ নেতৃত্ব ধৃত 3 বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি সহ সব ভাবে সহযোগিতার আশ্বাস তাদের দিতে দেখা যায়।
 সম্প্রতি, তৃণমূলের রাজ্য নেতৃত্বে একটি দল কর্মীদের মনোবল চাঙ্গা করতে কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় পরিদর্শনে আসেন। বেশ কিছুদিন ধরে সিতাই এর বিধায়ক জগদীশ বসুনিয়া সিতাই এ না থেকে অন্যত্র থাকছিলেন। পাঁচ সদস্যের ওই দলের সাথে সিতাই এর বিধায়ক জগদীশ বসুনিয়া কে সিটাইতে নিয়ে ঢুকবে জানতে পেরে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকে। যদিও পরবর্তীতে পাঁচ সদস্যের ওই দল সহ জগদিশ বসুনিয়া সিতাই এ যায় না। সেদিন সন্ধ্যায় বিধায়ক জগদীশ বসুনিয়ার বাড়িতে পুলিশি পাহারা থাকা সত্ত্বেও ব্যাপক ভাঙচুর চলে বলে অভিযোগ। জগদীশ বসু নিয়া বলেন, বিজেপি রাজনীতির নাম করে সিতাই এ উত্তেজনা ছড়াচ্ছে। পাশাপাশি  বিজেপি কর্মীরা তার বাড়ি ভাঙচুর করেছে বলে তিনি উল্লেখ করেন।   অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে থাকায় ঘটনার দিন রাতেই তিন বিজেপি কর্মীকে সিতাই থানার পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে সাধারন বিজেপি কর্মীদের ওপর পুলিশি অত্যাচার বাড়তে থাকে বলে এদিন নূর মোহাম্মদ প্রামাণিক সহ পরিমল বর্মন ও একাধিক বিজেপি নেতৃত্ব উল্লেখ করে।  এমনকি পরবর্তীতে কোন বিজেপি কর্মীকে পুলিশ হেনস্থা করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান।

Tuesday, 4 June 2019

তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন ধরাতে উদ্যোগ নিল কোচবিহারের সাংসদ

শিরোনাম২৪ ডেস্ক:  বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের হাত ধরে দলবদল প্রধানসহ 28 জন পঞ্চায়েত সদস্যের। সোমবার রাতে কোচবিহার ভেটাগুড়ি তে তরুণ সাংসদ নিষেধ প্রামাণিককে এক সংবর্ধনা সভার আয়োজন করে বিজেপি। সেই সংবর্ধনা মঞ্চে থেকেই কার্যত ভেটাগুড়ি নিজেদের দখলে নেয় ভারতীয় জনতা পার্টি। এদিনের এই সংবর্ধনায় উপস্থিত ছিল, কোচবিহারের বিজেপির জেলা সহ-সভাপতি ব্রজ গোবিন্দ বর্মন , অশোক মন্ডল সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদিনের এই সংবর্ধনা সভায় নাম না করে তৃণমূলের একাধিক নেতৃত্বে র উদ্দেশ্যে সভার মাঝেই তীব্র কটাক্ষ করতে দেখা যায় সদ্য নির্বাচিত দাপুটে বিজেপি নেতা তথা তরুণ সাংসদ নিশিথ প্রামাণিককে।

ভিভিও দেখার জন্য এখানে ক্লিক করুন।

 বক্তব্য রাখতে গিয়ে নিশিথ প্রামাণিক বলেন, অনেক লম্বা চওড়া তৃণমূলের নেতা ভেটাগুড়ি র পবিত্র মাটিকে সন্ত্রাসের আঁতুড়ঘর বানানোর চেষ্টা করলেও  ভেটাগুড়ির মানুষ সেই চেষ্টা রুখে দেয়। বক্তব্য শেষ এরপর তৃণমূল কংগ্রেস ছেড়ে গ্রাম প্রধান সহ 28 জন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেস ছেড়ে নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করে। এদিকে রাজ্যে যখন মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছেড়ে একের পর এক নেতৃত্ব বিজেপিতে যোগদান করছে ঠিক তখনই কুচবিহারের অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বকে নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যুক্ত হতে দেখা যাচ্ছে বলে তথ্য বিজ্ঞ মহল এর মত। যদিও নিশিথ প্রামানিক বলেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান হচ্ছে তাদের বিজেপির দলীয় নেতৃত্বের নির্দেশ অনুসারেই নেওয়া হচ্ছে। এমনকি ভবিষ্যতে কুচবিহার জেলার একাধিক বিধায়ক সহ রাজ্যজুড়ে আরো সাংসদ ও বিধায়ক বিজেপিতে যোগদান করবে বলে তিনি সাফ জানিয়ে দেন।

Sunday, 2 June 2019

সিতাই থেকে দুই হাজার বাইক র‍্যলি গিয়ে অভিনন্দন জানলো সাংসদ কে

শিরোনাম ২৪ ডেস্ক : নিশীথ প্রামানিক জ্বরে ভুগছে কোচবিহার জেলা। কোচবিহার লোকসভার এই "সেলিব্রেটি" সংসদ কে ঘিরে আট থেকে আশি সকলের উন্মাদনা চোখে পড়ার মতো। তরুণ সংসদ নিশীথ প্রামানিক লোকসভা নির্বাচনে জয়লাভের পর দিল্লী থেকে ফেরার পর চলছে একের পর এক সংবর্ধনা জ্ঞাপন। কখনো দেখা যাচ্ছে 2000 মোটর বাইক রেলি করে গিয়ে সংবর্ধনা দিচ্ছে। আবার কখনো বা দূরদূরান্ত থেকে পায়ে হেঁটে এসে একবার ছুঁয়ে দেখতে চাইছে নিশীথ প্রামাণিককে। হাজার হাজার লোকের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি আলিঙ্গন করতে দেখা যাচ্ছে সদ্য নির্বাচিত এই তরুণ সংসদ কে। কার্যত নিজের নাওয়া-খাওয়া ভুলে ভোরবেলা থেকে শুরু করে রাত্রি তিনটে পর্যন্ত চলে লোকের ভিড়। এত কিছুর মধ্যেও খোশমেজাজে দেখা যায় নিশীথ প্রামাণিককে। কখনো বয়স্ক মানুষের পায়ে হাত আবার কখনো বা শিশু কিশোরদের কোলে তুলে খোশমেজাজে চলছে গল্প। এরই মধ্যে কোচবিহারের সিতাই থেকে নূর মোহাম্মদ প্রামাণিকের নেতৃত্বে 2000 বাইক সহ প্রায় 500 গাড়ি ভর্তি দলীয় কর্মী সমর্থকরা নিশীথ প্রামাণিকের লাটাগুড়ির বাড়িতে গিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়ে আসে। পাশাপাশি উত্তরবঙ্গে বিভিন্ন এলাকা থেকে সংবর্ধনা জানাতে আসে নিশীথ প্রামাণিকের ভক্তরা। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেছিল সিতাই বিধানসভা তে ৩৬হাজারের বেশী ভোটে এগিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এর পরেই শুরু হয় বিজেপি তৃণমূল সংঘর্ষ। ভাঙচুর হয় উভয় দলের নেতাকর্মীদের বাড়ি। ঘটনার জেরে গুরুতর জখম হয় এক বিজেপি কর্মী। সিতাই এর তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেও স্থানীয় বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রামানিক অভিযোগ অস্বীকার করে। পরবর্তীতে দিল্লি থেকে নিশিথ প্রামাণিক ফিরে আসার পর কিছুটা হলেও স্বস্তির হাওয়া বইতে শুরু করে সিতাইয়ে।


ভিদিও দেখতে এখানে ক্লিক করুন
 

 এসবের মধ্যে ও এই দাপুটে নেতা প্রভাব একচুলও কমেনি। কখনো তাকে দেখা যায় অটোগ্রাফ দিতে আবার কখনো বা কর্মী-সমর্থকদের সাথে সেলফি তে।  " মানুষের জন্য করে গেছি, মানুষের জন্য করে যাব। সব সময় সবার পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকার চেষ্টা করব।" বলে উল্লেখ করেন বিজেপি র এই তরুণ সাংসদ। পাশাপাশি সাংসদ নিশীথ প্রামানিক বলেন , মানুষের এই ভালোবাসা আজীবন ধরে রাখার চেষ্টা চালিয়ে যাবো।