শিরোনাম ২৪ , 2 মার্চ: বিজেপির বাইক মিছিল কে ঘিরে সাজো সাজো রব দিনহাটায় । লোকসভা নির্বাচনকে পাখির চোখ রেখে রবিবার ভারতীয় জনতা পার্টির তরফে এক বাইক মিছিলের প্রস্তুতি দেখা যায়।हिन्दी मैं परने के लिए इहा क्लिक करो...
দিনহাটা শহর কুচবিহারের বিজেপির কর্মী-সমর্থকেরা। বিজেপি সূত্রের দাবি রবিবার বিজেপির তরফে এক বিরাট বাইক রেলি দিনহাটা শহর সহ মহকুমার বিভিন্ন রাস্তায় পরিক্রমা করবে। বেশ কিছুদিন দিনহাটা মহকুমা শহর কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় বিজেপির তরফে তেমন কোনো পরিকল্পনা না থাকলেও নিশিথ প্রামানিক সদ্য বিজেপিতে যোগদান করার পরেই কার্যত ফের কিছুটা হলেও চাঙ্গা হয়ে উঠেছে বিজেপির কোচবিহার জেলার একাংশ। এদিকে নিশীথ প্রামাণিক তৃণমূল ছেড়ে বিজেপিতে তিনশো জন শাসক দলের পঞ্চায়েত ও পদাধিকারী সহ যোগদানের পরে কোচবিহার জেলায় নিশীথ প্রামাণিক অনুগামী রা বিজেপি তে যোগদানের জন্য মরিয়া হয় উঠেছে । পাশাপাশি নিশীথ প্রামাণিক বিজেপি তে যোগদানের পর জেলা সহ উত্তরবঙ্গের গেরুয়া শিবিরে খুশির হাওয়া বইছে ।
