নিশীথের যোগদান বিজেপি তে , তৃণমূলে শুরু হতে পারে ভাঙ্গন মত তথ্য বিজ্ঞ মহল এর

শিরোনাম ২৪ ডেস্ক: বিজেপিতে যোগ দিলেন কুচবিহারের প্রাক্তন দাপুটে যুব নেতা নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার রাজধানী দিল্লির বিজেপি কার্যালয়ে তৃণমূল যুব কংগ্রেসের ৩০০ জন কর্মী সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগদান করেন একদা অভিষেক ব্যানার্জি ঘনিষ্ট নিশীথ প্রামাণিক । গত মুকুল রায়ের হাত ধরে তৃণমূল শিবিরে ভাঙ্গন শুরু হয়েছে বেশকিছু দিন ধরে। এবার কুচবিহারের জেলা সহ উত্তরবঙ্গের একটা বিরাট অংশে রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকদের থেকে শুরু করে নেতাদের একটা বিরাট অংশ নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপি তে যোগদান করবে বলে মনে করছে তথ্য বিজ্ঞ মহল। গত পঞ্চায়েত নির্বাচনে কিছুটা ফিল্মী কায়দায় তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রতীক এ প্রার্থীদের জেতায় দলেরই কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশিত প্রামানিক। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় কোচবিহার জেলার বিভিন্ন এলাকা। ভোট পর্ব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি গঠন সবটাই নিশীথ প্রামাণিক করেছিলেন ।

দেখুন দলে যোগদানের ভিডিও 

পরবর্তীতে জেলার এই প্রতিবাদী যুব নেতা কে বহিষ্কার করে তৃণমূল যুব কংগ্রেস । দল বহিষ্কার করলেও কর্মী সমর্থকরা দলের সেই সিদ্ধান্ত  মানতে পারেনি। বৃহস্পতিবার দেশের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে কথা বলেন নিশীথ প্রামাণিকের সঙ্গে বলে জানা গেছে। তারপরেই কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায় সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে নিশির প্রামাণিক সহ মোট 300 জন তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করেন। নিশীথ প্রামাণিক বলেন , উন্নয়নের নাম করে পশ্চিমবঙ্গের ক্ষতি করছে এক শ্রেণীর মানুষ। উত্তরবঙ্গের চা শিল্প মুখ থুবড়ে পড়ে গেছে কিন্তু কোন হেলদোল নেই রাজ্য সরকারের।  বেকার সমস্যায় জর্জরিত হয় দিল্লি , গুজরাট বা মুম্বাইয়ে চলে যেতে হচ্ছে শিক্ষিত ছেলেদের।   তিনি আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় তিনি বিজেপি তে যোগদান করেন। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ রেখে বিজেপির হাতকে আরো শক্ত করার জন্য এদিন তিনি  বিজেপি তে যোগদান করেন বলে উল্লেখ করেন । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.