Header Ads

নিহত ছাত্রের আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালিয়ে স্মরণ সভা আয়োজিত হলো আটিয়া বাড়িতে


দিনহাটা 7 অক্টোবর: দিনহাটা কলেজের ছাত্র হত্যা ঘটনা য় তৃণমূল যুব কংগ্রেসের তরফে মোমবাতি জ্বালিয়ে স্মরণ সভা আয়োজিত হল আটিয়াবাড়ী 1 গ্রাম পঞ্চায়েতে এলাকায়। শনিবার রাতে দিনহাটা 1 ব্লকের আটিয়াবাড়ী 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের তরফে নিহত কলেজ ছাত্রের আত্মার শান্তি কামনায় এই স্মরণ সভা আয়োজন করা হয় বলে উদ্যোক্তরা জানিয়েছেন। তৃণমূল যুব কংগ্রেসের নেতা রফিক লেবু, সুব্রত বর্মন, আসাদুল হকসহ প্রমূখ এই স্মরণ সভায় উপস্থিত ছিল। এদিনের স্মরণসভায় উদ্যোক্তারা দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্র নিতাই অলক দাস এর জিবন চারনা করেন।

No comments

Powered by Blogger.