Header Ads

পূজার প্রাক্কালে ২০০০দু:স্থ কে বস্ত্র দান

শিরোনামঃ 24 ডেস্ক: শারদীয়া দূর্গা পূজা প্রাক্কালে ২০০০ দুস্থ ব্যক্তির হাতে নতুন বস্ত্র তুলে দিল পানিশালা যুব তৃণমূল কংগ্রেস কমিটি। শনিবার সন্ধ্যায় কোচবিহার 1 ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার 2200 পরিবারকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় হলে যুব তৃণমূল সূত্রে জানা গেছে। এদিনের এই মুরিদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপ কোচবিহার জেলা  তৃণমূল যুব কংগ্রেস এর সাধারণ সম্পাদক নিশীথ প্রামানিক, দিনহাটা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল রহমান , জেলা পরিষদ সদস্য কৃষ্ণকান্ত বর্মন , তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহ্বায়ক নারায়ণ শর্মা সহ প্রমূখ । এদিন বস্ত্রদান শেষে নিশীথ প্রামাণিক বলেন , দুর্গা পুজো সকলের উৎসব । এই উৎসবে কেউ নতুন কাপড় পড়ে অনন্দ করবে আবার কেউ আত্মিক অভাবে পড়তে পারবে না তা মেনে নেওয়া যায় না । সেই কারণেই এদিন বস্ত্র দান করা হয়।

No comments

Powered by Blogger.