Header Ads

দিনহাটায় উপস্থিত সিআইডি (CID) -র কর্মীরা


শিরোনাম 24 ডেস্ক, দিনহাটা ১১ ই আগস্ট: দিনহাটা র কৃষি মেলা এলাকায় বোমা নিষ্ক্রিয় করলো criminal investigation department  ( সি আই ডি) এর বোম স্কোয়াডের কর্মীরা।  কিছুদিন আগে দিনহাটা ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নুর আলম হোসেনের বাড়ির সামনে থেকে দুটো তাজা বোমা উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। এদিন দিনহাটা দমকল কেন্দ্র স্বাস্থ্য পরিষেবা ও দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক উমেশ জি খন্ড আল এর উপস্থিতিতে বোমা দুটি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াডের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে উৎসুক জনতার ভিড় উপচে পড়ে দিনহাটা কৃষি মেলা মাঠ এলাকায়। বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খন্ড আল বলেন, কিছুদিন আগে দিনহাটা থানার পুলিশ দুটো তাজা বোমা উদ্ধার করে। এদিন criminal investigation department  ( সি আই ডি)এর বোম স্কোয়াডের কর্মীরা ওই দুটি তাজা বোমা নিষ্ক্রিয় করে বলে তিনি জানান।

No comments

Powered by Blogger.