Header Ads

৭১ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তা প্রান্তিক মহকুমা দিনহাটায়


শিরোনাম ২৪, ১৩ আগস্টঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া  নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হহয়েছে কোচবিহার জেলার সীমান্তবর্তী মহকুমা দিনহাটা সহ গোটা কোচবিহার জেলা কে দেশের ৭১ তম  স্বাধীনতা দিবসে যাতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারনেই এই নিরাপত্তা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে   স্বাধীনতা দিবসে নিরাপত্তার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি  দিনহাটা মহকুমায় ঢোকা এবং বেড়নোর রাস্তা গুলির  নাকা চেকিং পয়েন্ট গুলোতে নিরাপত্তা  বাড়ানো হয়    ।কেন্দ্রীয় গয়েন্দা দপ্তরের এক আধিকারিক বলেন , অন্যবারের তুলনায় এবার স্বাধীনতা দিবসে বেশী নিরাপত্তার প্রয়োজন । কারন আসামের এন আর পি- র জেরে এ রাজ্যে বড় কোন নাশকতা হতে পারে । পাশাপাশি  গোয়েন্দা দপ্তরের ওই কর্তা আরো বলেন ,  ভারত বাংলাদেশে সীমান্তবর্তী আন ফেঞ্চ এলাকা দিয়ে যে কোন সময়েই ভারতে ঢুকে পড়তে পাড়ে দুষ্কৃতিকারীরা । সে কারনে সীমান্তবর্তী দিনহাটা মহকুমা সহ কোচবিহার জেলাকে কড়া নিরাপত্তার চাদড়ে মুরে ফেলা হয়েছে বলে পুলিস সূত্রে জানা গেছে  । কোচবিহার থেকে দিনহাটা শহড়ে ঢোকার মুখে শিমূলতলা গোসানিমারি থেকে দিনহাটা শহরের প্রবেশের মুখে পেটলা সহ শহরে প্রবেশের নাকা পয়েন্ট গুলিতে সুরক্ষা ব্যাবস্থা অরো কঠোর করা হয়েছে । এদিন দিনহাটার শিমুল তলার নাকা পয়েন্টে পুলিশের  উদ্যগে  শহরমুখি সব গাড়িকেই কড়া  তল্লাশি অভিযান চালাতে দেখা যায় । 
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


No comments

Powered by Blogger.