Header Ads

নয়া নিয়ম নিয়ে ভাবনা চিন্তা কমিশনের

 


শিরোনাম ২৪ ডেস্ক, 
আবির ভট্টাচার্যঃ সুষ্ঠ ভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেশ কিছু পদক্ষেপ ভাবতে শুরু করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোটের পরিচয় পত্রর বদলে আধার কার্ড সহ বেশ কিছু নির্বাচনী আইন সংশোধনের পথে হাটছে কেন্দ্র।

জানা গিয়েছে, ভোটার কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ করা হবে। ভোটারের সম্মতি নিয়ে তবেই ভোটার আধারের সংযুক্তি প্রক্রিয়া চলবে। পাশাপাশি নির্বাচনী আইন কে লিঙ্গনিরপেক্ষ করতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, সার্ভিস অফিসার দের ক্ষেত্রে এবার কোন মহিলা অফিসার এর স্বামী তার হয়ে ভোট প্রদান করতে পারবেন। যদিও বর্তমানে আইন অনুযায়ী এখন শুধুমাত্র কোন পুরুষ অফিসারের স্ত্রী ভোট দেওয়ার সুযোগ পান। সে ক্ষেত্রে মহিলা সার্ভিস অফিসারের স্বামীকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় না।

  আগামী বছর শুরুতেই অর্থাৎ ১ লা জানুয়ারি থেকে ১৮ বছর বয়সী প্রথমবারের ভোটাররা নাম তোলার জন্য চার বার সুযোগ পাবেন। একগুচ্ছো নয়া প্রকল্পের বাস্তবায়ন হলে নকল ভোটারের বিষয়টি সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার পাশাপাশি সাধারন ভোটারের ব্যাপক সুবিধে হবে বলে আশাবাদী নির্বাচন কমিশন।

 

No comments

Powered by Blogger.