Header Ads

আর্থিক সহযোগিতা সহ খাদ্য সামগ্রী ও দুই ছাত্রীর শিক্ষা ভার গ্রহণ করল বিবর্তন

বিবর্তনের পক্ষ থেকে ওকড়াবাড়ি এলাকার বেশ কয়েকটি পিছিয়ে পড়া পরিবারগুলির হাতে যাবতীয় খাদ্য সামগ্রী সহ অর্থ সাহায্য করা হলো। সংস্থার তরফ থেকে ডা: উজ্জ্বল আচার্য বলেন, ওকড়াবাড়ি এলাকায় বেশ কয়েকটি পরিবার আর্থিকভাবে পিছিয়ে পড়ার কথা জানতে পেরে বিবর্তনের পক্ষ থেকে আর্থিক সাহায্য সহ যাবতীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
পাশাপাশি সংস্থার তরফ থেকে পঞ্চম ও দশম শ্রেণীর দুই ছাত্রীর পড়াশোনার যাবতীয় দায়িত্ব বিবর্তনের তরফ থেকে পালন করা হবে বলে তিনি উল্লেখ করেন। ইতিপূর্বেই দিনহাটা সহ কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় বিবর্তন এর তরফ থেকে সমাজসেবামূলক কাজের থেকে শুরু করে করোনা র এই আবহের মধ্যে লকডাউন এর জেরে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবার গুলিকে সাহায্য করা হয়েছিল। মঙ্গলবার দিনহাটা 1 ব্লকের ওকড়াবাড়ি এলাকায় এদিন ফের দুস্থ পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী সহ অত্যাবশ্যকীয় জিনিস তুলে দেওয়া র এই মহান কর্মকাণ্ডকে বাহবা দিচ্ছে এলাকার গুণীজনেরা। সংগঠনের প্রায় সকল সদস্যদের উপস্থিতিতে এদিন সংস্থার কর্ণধার তথা এলাকার বিশিষ্ট চিকিৎসক উজ্জ্বল আচার্য সহ সংগঠনের সদস্যরা চাল ডাল তেল নুন থেকে শুরু করে যাবতীয় খাবারসহ 1000 টাকা তুলে দেন দুস্থ পরিবার গুলির হাতে।

No comments

Powered by Blogger.