Wednesday, 12 February 2020

প্রতিবেশীর হাত টুকরো করে দেওয়ায় উত্তেজিত জনতা ভাঙচুর করল বাড়ি

শিরোনাম 24: জমী বিবাদ কে কেন্দ্র করে দুই হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল  প্রতিবেশী দুই ভাইয়ের উপর। এদিন দুপুরে দিনহাটা 2 ব্লকের আবুতারা স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা হবেন শীলের দুই হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী হারাধন দাস ও প্রাণধন দাসের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত হারাধন ও প্রাণধন বাবুদের পৈত্রিক জমি কিনেছিলেন প্রতিবেশী ভবেন শীল। তা নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পরিবারের বিবাদ চলছিল। আজ সকালে ভবেন বাবু তার জমিতে কাঠ কাটার সময় অভিযোগ প্রতিবেশী দুই ভাই হারাধন দাস ধারালো অস্ত্র নিয়ে এসে ভবেন বাবুর দুই হাত কেটে দেয়। পরবর্তীতে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কুচবিহার এমজিএম হাসপাতালে রেফার করা হয়। এদিকে অভিযুক্তদের বাড়ি ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত এলাকার বাসিন্দারা। পরবর্তীতে সাহেবগঞ্জ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত দুই ভাই বর্তমানে পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

No comments:

Post a Comment