Header Ads

গ্রেফতার নিশীথ প্রামানিক

শিরোনাম 24 ডেস্ক, 18 ডিসেম্বর: গ্রেফতার হলো নিশীথ প্রামাণিক সহ দুই জন সাংসদ। রাজ্যজুড়ে এন আর সি ও সি এ বি নিয়ে চলছে ব্যাপক উত্তেজনা। এরইমধ্যে মালদার উত্তেজনাপূর্ণ এলাকাগুলি পর্যবেক্ষণে যায় নিশীথ প্রামানিক আরো একজন সাংসদ। এদিন সকালে বিজেপির তরফ এ একটি বিরাট মিছিল মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় ক্ষতিগ্রস্থদের দেখতে ও সাধারণ মানুষকে আশ্বস্ত করতে যায়। সে সময় হরিশ্চন্দ্রপুর এ ঢোকার মুখে এক বিরাট ব্যারিকেড দিয়ে রাখে মালদা জেলা পুলিশ। সেই বেরিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়ানো মাত্রই পুলিশ কুচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক ও সাংসদ খগেন মুর্মু সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক কে পুলিশ গ্রেপ্তার করে। মালদা জেলা পুলিশের তরফ থেকে দুইজন সাংসদসহ বিজেপি কর্মীদের গ্রেফতার করে ইংরেজবাজার থানায় নিয়ে আসা হয়।

উত্তেজনার  পারদ ক্রমেই বেড়ে চলেছে ইংরেজবাজার থানা চত্বরে। কয়েক হাজার কর্মী সমর্থক ইতিমধ্যেই হয়ে গেছে মালদার ইংরেজবাজার থানা এলাকায়। বিস্তারিত পরবর্তীতে আসছে ..

No comments

Powered by Blogger.