শিরোনাম 24 ডেস্ক, ১৩ডিসেম্বর: শীতকালীন অধিবেশনে দিল্লির সংসদে নতুন রেকর্ড করল কুচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক। সংসদের এক বিবৃতিতে জানা গেছে, উপস্থিতির হার এ সর্বনিম্নে রয়েছে যুব তৃণমূল কংগ্রেস নেতা তথা ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক ব্যানার্জি । জানা গেছে দিল্লির সংসদ ভবন ৫৪৩ জন সাংসদের মধ্যে উপস্থিতির হারে সবাইকে পেছনে ফেলে প্রথমে রয়েছে কুচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক সহ 3 জন সাংসদ 100% উপস্থিতির হার নিয়ে রেকর্ড করেছে। সাংসদ সূত্রে আরো জানা যায়, অভিষেক ব্যানার্জীর নাম সর্ব নিম্নে রয়েছে। যুব তৃনমূলের এই নেতার উপস্থিতির হার এতটাই কম যে তার নাম রয়েছে সর্বনিম্নে। পুরো দেশের মধ্যে নিশীথ প্রামাণিকের জন্য কুচবিহারের নাম রয়েছে প্রথম সারিতে। সেই কারণে ব্যাপক উল্লাস দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এদিন সংসদে এই রেকর্ড গড়ার পর নিশির প্রামাণিক বলেন, কুচবিহারের মানুষ তাদের সেবা করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে। সেই কারণেই কুচবিহার মানুষের দুঃখ-দুর্দশা পাওয়া না পাওয়া সহ নানাবিধ সমস্যা দেশের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হতেই হবে।

No comments:
Post a Comment