ভুয়ো সাংবাদিককে সংবর্ধনা , পুলিশের হাতে তুলে দিল প্রেস ক্লাব

শিরোনাম ২৪ ডেস্ক: সাংবাদিক পরিচয় দিয়ে পঞ্চানন অনুগামী মঞ্চের এক অনুষ্ঠান থেকে সংবর্ধনা নিতে গিয়ে পুলিশ হেফাজতে এক যুবক। দিনহাটা প্রেস ক্লাব সূত্রে জানা গেছে , রবিবার দুপুরে একটি টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে শাহানুর আলম নামের এক যুবক কে সংবর্ধনা দেয় পঞ্চানন অনুগামী মঞ্চ। কিন্তু দিনহাটা প্রেস ক্লাবে এই নামে কোন সদস্য না থাকায় সংশ্লিষ্ঠ চ্যনেল র সাংবাদিকের সাথে যোগাযোগ করা হলে সে অস্বীকার করে। পরবর্তীতে এদিন সন্ধ্যায় প্রেস ক্লাবের সদস্যরা গিয়ে দিনহাটা সংহতি ময়দানে ওই অনুষ্ঠানের মধ্য থেকে শাহানুর আলম এর পরিচয় পত্র দেখতে চাইলে সে কোন কিছুই দেখতে পারে না। কথায় অসংগতি পাওয়ায় পরবর্তীতে দিনহাটা থানার হতে তুলে দেওয়া হয় ওই ভুয়ো সাংবাদিককে।  পঞ্চানন  অনুগামী মঞ্চ ওই ভুয়ো সাংবাদিক কে কেনই বা আমন্ত্রন জানালো আর কেনই বা সংবর্ধনা দিল তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.