Wednesday, 6 February 2019

বদলী হতে চলেছে মহিলা ওসি সোনম

শিরোনাম ২৪, দিনহাটা, ৬ ফেব্রুয়ারি: ইভটিজিং থেকে শুরু করে ধর্ষন কমিয়ে এনেছিলেন  দিনহাটা মহিলা থানার  ওসি সোনম মাহেশ্বরী। তার হাত দিয়েই দিনহাটা মহিলা থানার পথ চলা শুরু। সূত্রের দাবি, এই মহিলা থানা শুরু  হওয়ার ফলে মহিলা সংক্রান্ত অপরাধ কোচবিহারের সীমান্তবর্তী দিনহাটায় আগের তুলনায় অনেক কম। এরই মধ্যে মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরীর বদলী হতে চলেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।  জেলা প্রয়োগকারী শাখা বা District Enforcement Branch (DEB)  দায়িত্ব তিনি পেতে চলেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।   সূত্রের দাবী , দিনহাটা মহিলা থানার দায়িত্ব নিতে চলেছে বর্তমানে দিনহাটা ট্রাফিক ওসি সুকৃতি তামাং।  

Sunday, 3 February 2019

ভুয়ো সাংবাদিককে সংবর্ধনা , পুলিশের হাতে তুলে দিল প্রেস ক্লাব

শিরোনাম ২৪ ডেস্ক: সাংবাদিক পরিচয় দিয়ে পঞ্চানন অনুগামী মঞ্চের এক অনুষ্ঠান থেকে সংবর্ধনা নিতে গিয়ে পুলিশ হেফাজতে এক যুবক। দিনহাটা প্রেস ক্লাব সূত্রে জানা গেছে , রবিবার দুপুরে একটি টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে শাহানুর আলম নামের এক যুবক কে সংবর্ধনা দেয় পঞ্চানন অনুগামী মঞ্চ। কিন্তু দিনহাটা প্রেস ক্লাবে এই নামে কোন সদস্য না থাকায় সংশ্লিষ্ঠ চ্যনেল র সাংবাদিকের সাথে যোগাযোগ করা হলে সে অস্বীকার করে। পরবর্তীতে এদিন সন্ধ্যায় প্রেস ক্লাবের সদস্যরা গিয়ে দিনহাটা সংহতি ময়দানে ওই অনুষ্ঠানের মধ্য থেকে শাহানুর আলম এর পরিচয় পত্র দেখতে চাইলে সে কোন কিছুই দেখতে পারে না। কথায় অসংগতি পাওয়ায় পরবর্তীতে দিনহাটা থানার হতে তুলে দেওয়া হয় ওই ভুয়ো সাংবাদিককে।  পঞ্চানন  অনুগামী মঞ্চ ওই ভুয়ো সাংবাদিক কে কেনই বা আমন্ত্রন জানালো আর কেনই বা সংবর্ধনা দিল তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে ।