শিরোনামঃ 24 ডেস্ক: শারদীয়া দূর্গা পূজা প্রাক্কালে ২০০০ দুস্থ ব্যক্তির হাতে নতুন বস্ত্র তুলে দিল পানিশালা যুব তৃণমূল কংগ্রেস কমিটি। শনিবার সন্ধ্যায় কোচবিহার 1 ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার 2200 পরিবারকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় হলে যুব তৃণমূল সূত্রে জানা গেছে। এদিনের এই মুরিদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপ কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস এর সাধারণ সম্পাদক নিশীথ প্রামানিক, দিনহাটা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল রহমান , জেলা পরিষদ সদস্য কৃষ্ণকান্ত বর্মন , তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহ্বায়ক নারায়ণ শর্মা সহ প্রমূখ । এদিন বস্ত্রদান শেষে নিশীথ প্রামাণিক বলেন , দুর্গা পুজো সকলের উৎসব । এই উৎসবে কেউ নতুন কাপড় পড়ে অনন্দ করবে আবার কেউ আত্মিক অভাবে পড়তে পারবে না তা মেনে নেওয়া যায় না । সেই কারণেই এদিন বস্ত্র দান করা হয়।
Saturday, 13 October 2018
কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দিলো মাতালহাট অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস
শিরোনাম ২৪ ডেস্কঃ এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার দিনহাটা 1 ব্লকের মাতাল হাট উচ্চ বিদ্যালয় তৃণমূল যুব কংগ্রেসের তরফে 100 জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক , জেলা পরিষদ সদস্য কৃষ্ণ কান্ত বর্মন, মাতাল হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা টাউন ব্লক সভাপতি অজয় রায়, তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা কনভেনার নারায়ণ শর্মা, বিশিষ্ট আইনজীবী জাকারিয়া হোসেন, সমাজসেবী বাদল সরকার সহ প্রমূখ। এদিনের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা নারায়ণ শর্মা বলেন, মাতালহাট অঞ্চলের দুটি হাইস্কুলের থেকে নির্বাচিত 100 জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাতাল হাট অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন ভবিষ্যতে আরো কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবেন।
Monday, 8 October 2018
বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে পথ অবরোধ বাসিন্দাদের
দিনহাটা ৮ অক্টোবর: তৃণমূলের গোষ্ঠী
কোন্দলের জেরে
মৃত অলক
নিতাই দাসের
বাড়িতে গিয়ে
অভিযুক্ত তৃণমূল
কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে করা অভিযোগ
প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ উঠল
দিনহাটার বিধায়ক
উদয়ন গুহ
বিরুদ্ধে। এর জেরে উত্তেজিত স্থানীয়
বাসিন্দারা প্রায় ঘন্টা পাঁচেক পথ
অবরোধ করে
দিনহাটা বলরামপুর
রোড রাজ্য
সড়ক । যদিও বিষয়টি অস্বীকার
করেছে উদয়ন
গুহ। স্থানীয়
বাসিন্দারা জানান, দিনহাটা কলেজের
প্রথম বর্ষের
ছাত্র মৃত
অলক নিতাই
দাসের বাড়িতে
সোমবার সকালে
দিনহাটার বিধায়ক
উদয়ন গুহ
বেশ কিছু
লোকজন নিয়ে
প্রবেশ করেন
। মৃত
অলক নিতাই
দাস এর
বাবা ও
এলাকার বাসিন্দাদের
অভিযোগ, বিধায়ক
উদয়ন গুহ
অলক নিতাই
দাস এর
বাবাকে দিনহাটা
থানায় দায়ের
করা এফ
আই আর
তুলে নেওয়ার
জন্য চাপ
দিতে থাকেন।
কিন্তু ছেলের
মৃত্যুর প্রকৃত
তদন্তের দাবি
করে
কুড়ি জনের নামে দায়ের করা
এফআইআর তুলতে
অস্বীকার করলে
বিধায়ক উদয়ন
গুহ তাকে
হুমকি দেন
বলে সাংবাদিকদের
জানান। পরবর্তীতে
বিষয়টি এলাকার
বাসিন্দারা জানতেই তীব্র ক্ষোভে ফেটে
পড়েন। এদিন
বেলা একটা
থেকে স্থানীয়
বাসিন্দারা অলক নিতাই দাস এর
বাড়ির সামনে
দিনহাটা বলরামপুর
রোড রাজ্য
সড়ক অবরোধ
করে বিক্ষোভ
দেখাতে থাকেন।
পরবর্তীতে পুলিশি আশ্বাসের পর বেলা
চারটে নাগাদ
পথ অবরোধ
তুলে নেন
উত্তেজিত এলাকার
বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায়
ব্যাপক চাঞ্চল্য
ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে
দিনহাটার বিধায়ক
উদয়ন গুহ
বলেন,
“একেবারই অবাস্তব কথা। আমি যখন গেছিলাম তখন অনেক লোক ছিল”। তিনি আরো বলেন, "আমি মৃতের পরিবার কে বলি যারা প্রকৃত
দোষী তারা কেউ ছাড়া পাবেন না। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে প্রয়োজনে আরো গ্রেফতার করবে ঘটনার মূল অভিযুক্ত রা ছাড় পাবেন না বলে আমি বলি
Sunday, 7 October 2018
নিতাই দাস এর বাড়িতে গেলেন কোচবিহারের সংসদ
দিনহাটা ৭অক্টোবর: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে মৃত ছাত্রের বাড়িতে গেলেন কোচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায়। রবিবার দুপুরে কোচবিহারের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় সহ তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা টাউন ব্লক প্রেসিডেন্ট অজয় রায়, যুবনেতা জাকারিয়া হোসেন সহ তৃণমূল যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল মৃত ছাত্রের বাবা মা ও দাদার সাথে দেখা করে। সাংসদ কে দেখে মৃতের পরিবারকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদিন সাংসদের কাছে মৃত ছাত্রের পরিবারের তরফ এ একটি চাকরির আবেদন করা হয়। পাশাপাশি সাংসদ পার্থ প্রতিম রায় এর তরফে আর্থিক সাহায্য সহ কয়েক বস্তা চাল মৃতের পরিবারের হাতে তুলে দিতে দেখা যায়। কোচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায় বলেন, দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্র অলক নিতাই দাস এর মৃত্যু খুব দুর্ভাগ্যজনক। ছেলেটি প্রতিবাদী ছিল বলেই হয়তো তার এরকম অবস্থা হয়। তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত তাদের প্রত্যেকের কড়া শাস্তির আবেদন প্রশাসনের কাছে করা হয়েছে। পাশাপাশি তিনি মৃতের পরিবার এর পাশে সব সময় আছেন ও থাকবেন বলে উল্লেখ করেন।
নিহত ছাত্রের আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালিয়ে স্মরণ সভা আয়োজিত হলো আটিয়া বাড়িতে
থ্যালাসেমিয়া সহ মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবিরের আয়োজন করল ভাত্রি সং
দিনহাটা 7 অক্টোবর: থ্যালাসিমিয়া ও মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবিরের আয়োজন করল সাবেক ছিটের একটি ক্লাব। রবিবার দিনহাটা 1 ব্লকের সাবেক ছিট মহল বাত্রিগাছ এর ভাতৃ মিলন সংঘের পরিচালনায় একদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, থ্যালাসিমিয়া সহ বিভিন্ন মুমূর্ষু রোগীদের রক্ত যোগান এর কারণেই এদিন রক্তদান শিবিরের আয়োজন করেন তারা। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দিনহাটার বিশিষ্ট সমাজসেবী নারায়ণ শর্মা সহ প্রমূখ। একদিনের এই রক্তদান শিবিরে মোট 35 জন রক্ত দান করেছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।
Tuesday, 2 October 2018
কারবাইন রাইফেল সমেত ধৃত দিনহাটার “ডন নম্বর ওয়ান”
শিরোনাম ২৪
ডেক্স: পুলিশের জালে ধরা পরল
নিজেকে ডন
নাম্বার ওয়ান
বলে দাবি
করা তৃণমূল
কংগ্রেসের উপ প্রধানের স্বামী নরেশ দেবনাথ । ধৃত “ডন” এর কাছ
থেকে পুলিশ
একটি কারবাইন
রাইফেল উদ্ধার
করেছে । পুলিশ সূত্রে
জানা গেছে,
দীর্ঘদিন ধরেই
নিজেকে “দিনহাটার ডন নাম্বার
ওয়ান” পরিচয় দিয়ে
সোশ্যাল সাইটে
কারবাইন রাইফেলের
মত একটি
স্বয়ংক্রিয় রাইফেল হাতে নিয়ে
ফেসবুকে ছবি
পোস্ট করে
নরেশ দেবনাথ। গত শনিবার রাতে
গোপন সূত্রে
খবর পেয়ে তৃনমূল কংগ্রেসের
আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মধুমিতা দেবনাথের স্বামী নরেশ দেবনাথ কে তার বাড়ি থেকেই
পুলিশ তুলে নিয়ে আসে । পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর
তার কাছ থেকে অস্ত্রের সন্ধান
পায় দিনহাটা
থানার পুলিশ।
সোমবার রাতে দিনহাটা ১ ব্লকের আটিয়াবাড়ী
এলাকার নরেশ
দেবনাথের বাড়ি থেকেই দিনহাটা থানার পুলিশ একটি কারবাইন রাইফেল উদ্ধার করে ।
দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খন্ডোয়াল বলেন , বিষয়টি নিয়ে কোচবিহার
পুলিশ সুপার প্রেস কনফারেন্স ডেকেছেন । তিনি আরো বলেন , ধৃত নরেশ দেবনাথ কে জিজ্ঞাসাবাদ চলছে ।






