শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটাঃ প্রাক্তন প্রধানমন্ত্রী
প্রবীন বিজেপি নেতা প্রয়াত
অটল বিহারি বাজপেয়ি র প্রয়ানে দিনহাটাতেও স্মরণ সভা অনুষ্ঠিত হলো
। শুক্রবার দিনহাটা শহরের ডাকবাংলো পাড়া এলাকায় বিজেপির দলীয় কারজালয়ের সামনেই প্রয়াত অটল বিহারি বাজপেয়ি র
প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও তার স্মরণ সভা অনুষ্ঠিত হয় । এদিন এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন দিনহাটা শহর মন্ডল বিজেপির
সভাপতি সুদেব কর্মকার , প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা অশোক মন্ডল , প্রবীন নেতা মদনমোহন গোস্বামী ,
বীরেন্দ্রনাথ রায় , বিল্পব মন্ডল সহ দলের কর্মী সমর্থকরা । এ দিনের এই স্মরণসভা শুরুর আগে প্রয়াত অটল বিহারি বাজপেয়ি র প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পারঘ দিয়ে
একে একে উপস্থিত সকলে শ্রদ্ধা জানান । স্মরন সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকলেই দলের শ্রদ্ধেয় এই নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জীবনের নানা দিক তুলে ধরেন ।Friday, 17 August 2018
বাজপেয়ী কে শ্রদ্ধা জানালো বিজেপি
শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটাঃ প্রাক্তন প্রধানমন্ত্রী
প্রবীন বিজেপি নেতা প্রয়াত
অটল বিহারি বাজপেয়ি র প্রয়ানে দিনহাটাতেও স্মরণ সভা অনুষ্ঠিত হলো
। শুক্রবার দিনহাটা শহরের ডাকবাংলো পাড়া এলাকায় বিজেপির দলীয় কারজালয়ের সামনেই প্রয়াত অটল বিহারি বাজপেয়ি র
প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও তার স্মরণ সভা অনুষ্ঠিত হয় । এদিন এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন দিনহাটা শহর মন্ডল বিজেপির
সভাপতি সুদেব কর্মকার , প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা অশোক মন্ডল , প্রবীন নেতা মদনমোহন গোস্বামী ,
বীরেন্দ্রনাথ রায় , বিল্পব মন্ডল সহ দলের কর্মী সমর্থকরা । এ দিনের এই স্মরণসভা শুরুর আগে প্রয়াত অটল বিহারি বাজপেয়ি র প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পারঘ দিয়ে
একে একে উপস্থিত সকলে শ্রদ্ধা জানান । স্মরন সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকলেই দলের শ্রদ্ধেয় এই নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জীবনের নানা দিক তুলে ধরেন ।
No comments:
Post a Comment