শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা ৩১ আগস্টঃ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে
ফেসবুকে ছবি দেওয়ায় চাঞ্চল্য ছড়াল দিনহাটায় । দিনহাটা ১ব্লকের আটিয়াবাড়ি ২ অঞ্চলের
তৃণমূল কংগ্রেসের সদ্য নির্বাচিত উপ-প্রধান মধুমিতা অধিকারি দেবনাথের স্বামী নরেশ
দেবনাথের হাতে ৭.৬২মিমি কার্বাইন রাইফেল হাতে নিয়ে সম্প্রতি একটি ছবি ফেসবুকে
আপলোড করে । ছবিটিতে ক্যাপশ হিসেবে নিজেকে “দিনহাটার ডন নম্বর ওয়ান” বলে উল্লেখ
করায় এলাকায় ভয়ের সঞ্চার দেখা যায় । যদিও এই বিষয়ে নরেশ দেবনাথ বা তার স্ত্রী
তৃনমূল কংগ্রেসের আটিয়াবড়ি ২ য়ের উপ-প্রধান মধুমিতা অধিকারি দেবনাথের কোন বক্তব্য
পাওয়া যায়নি ।
বিষয়টি নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে বলেন ,
বিষয়টি নজরে আছে । পুলিশ তদন্ত করে দেখছে । এ বিষয়ে রাজ্য তৃণমূলের সম্পাদক তথা বন
উন্নয়ন নিগমের চেয়ারম্যান উদয়ন গুহ বলেন , কলকাতায় থাকার দরুন সেভাবে কিছু বলতে
পারছি না । তবে পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক । এ বিষয়ে তৃনমূল যুব কংগ্রেসের
আটিয়াবাড়ি ২ অঞ্চল সভাপতি নাজির হসেন বলেন , নরেশ বাবুর সাথে দলের কন সর্ম্পর্ক
নেই । যাদের হাতে বেআইনি অস্ত্র থাকে তারা সমাজ বিরোধী । এদের মত সমাজ বিরোধীদের
জন্য সমাজে নানা আসামাজিক কাজ হয় । অবিলম্বে নরেশ দেবনাথ কে গ্রেফতারের দাবী তিনি
করেন । প্রসঙ্গত , শাসক দলের ঘনিষ্ঠ নরেশ
দেবনাথের হাতে থাকা ৭.৬২ মি মি কার্বাইন রাইফেল মূলত ভি আই পি বা ভি ভি আই পি দের
নিরাপত্তার ক্ষেত্রে ব্যাবহার করা হয় । ভিরের মধ্যে অব্যার্থ নিশানাই এই কার্বাইন
রাইফেলের মূল বিশেষত্ব । কোচবিহার জেলার দিনহাটা যখন কার্যত বারুদের আতুর ঘড়ে
পরিনত হয়ে যাচ্ছে তখন এধরনের স্বয়ংক্রিয় রাইফেল শাসকদলের উপ-প্রধানের স্বামীর হাতে
এল কিভাবে তা নিয়ে ইতি মধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ । পঞ্চায়েত ভোট কে কেন্দ্র
করে শাসক দলের দুই গষ্ঠির মধ্যে বিবাদ চরমে ওঠে । বোমাবাজি থেকে শুরু করে গুলির
আঘাতে জখম হয় দুই দলের একাধিক কর্মী সমর্থক । পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে
মৃত্যু পর্যন্ত হয় এক বিদায়ী পঞ্চায়েত সদস্যের । সম্প্রতি কোচবিহারে এসে
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ কে এই কোন্দল ঠেকাতে কড়া নির্দেশ পর্যন্ত দেন
। পুলিশ ময়দানে নামতেই উদ্ধার হয় প্রচুর বোমা , বোমা তৈরির সরঞ্জাম , অত্যাধুনিক
আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমান গুলি । আটক হয় বেশ কয়েকজন । বিষয়টি সি আই ডি –র আধিকারিকরা
তদন্ত শুরু করলে নাম উঠে আসে তৃণমূল কংগ্রেসের নেতাদের । এরই মধ্যে তৃনমূল কংগ্রেসের
এক উপ প্রধানের স্বামীর হাতে এধনের আগ্নেয়াস্ত্রর ছবি প্রকাশ্যে আসতেই তুমুল
জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । Friday, 31 August 2018
Monday, 27 August 2018
যুবর দাপটে বৈঠকে বসতে বাধ্য হল তৃণমূল নেতৃত্ব
শিরোনাম ২৪ , দিনহাটা: তৃণমূল রাজ্য নেতৃত্বের নির্দেশ পেয়ে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বের সাথে বৈঠক করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বোর্ড গঠন পর্ব যাতে শান্তিপূর্ণ হয় সে কারণে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামানিক এর সাথে বৈঠকে করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আগামী ২৮ শে আগস্ট পঞ্চায়েতের ভোট গঠন। সেই বোর্ড গঠনকে কেন্দ্র করে কোন রকম রাজনৈতিক হিংসা যাতে না হয় সেই দিকে নজর রেখে রাজ্য নেতৃত্বের নির্দেশে যুবনেতা প্রামানিক এর সাথে গোপন বৈঠকে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এছাড়াও এই গোপন বৈঠকে ছিলেন দিনহাটার বিধায়ক তথা বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান উদয়ন গুহ। জানা গেছে, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বাড়িতে রাত্রি আটটা থেকে ঘন্টা দেড়েকের বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, কার্যত যুব র দাপটেই যুুব নেতৃত্বের সাথে বৈঠকে বসতে বাধ্য হলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বৈঠক শান্তিপূর্ণ হলেও ভোট গঠন পর্ব কতটা শান্তিপূর্ণ থাকে তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ কিছু না বললেও তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামানিক বলেন, ২৮ তারিখ পঞ্চায়েতের ভোট গঠন পর্ব যাতে শান্তিপূর্ণ হয় সে কারণেই এই বৈঠক। দিনহাটা 1 ব্লকের আটটি আসনের মধ্যে সাতটি আসনই তৃণমূল যুব কংগ্রেসের দখলে থাকছে বলেও উল্লেখ করেন নিশীথ প্রামানিক। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যুব কংগ্রেসকে টিকিট না দেওয়ায় তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের সংঘর্ষ চলে আসছে দীর্ঘদিন ধরে। চ্যাংড়াবান্ধা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী কোন্দল বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দেন। কিন্তু তার পরেও বিক্ষিপ্ত কিছু ঘটনা র ফলে আহত হয় বেশ কিছু রাজনৈতিক কর্মী। পাশাপাশি পুলিশি হস্তক্ষেপে উদ্ধার হয় প্রচুর অস্ত্র, বোমা ,বোমা তৈরির সরঞ্জাম। Cid ঘটনার তদন্তে নামে। সিআইডি তদন্তের ফলে নাম উঠে আসে কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। সব মিলিয়ে আগামী ২৮ শে আগস্ট এর দিকে তাকিয়ে রয়েছে দিনহাটার রাজনৈতিক মহল।
Thursday, 23 August 2018
মন্ত্রী ঘনিষ্ঠদের নিয়ে কোর কমিটি গঠনের অভিযোগ কোচবিহারে
শিরোনাম ২৪ ডেস্ক, কোচবিহার: তৃণমূলের নতুন কোর কমিটি গঠিত হল কোচবিহারের । ১৩ জনের কোর কমিটি ভেঙ্গে গঠিত
হলো ৪ জমের কোর কমিটি । বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এক
সাংবাদিক বৈঠক করে বলেন , বনমন্ত্রী
বিনয়কৃষ্ণ বর্মন, দিনহাটার বিধায়ক
উদয়ন গুহ ও শীতলখুচির বিধায়ক হিতেন বর্মন ও মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ কোরকমিটির
চেয়ারম্যান পদে রয়েছেন । তৃনমূল সুপ্রীমো মমতা বন্দোপাধ্যায় দলকে বরাবরই মিলে মিশে
চলার নির্দেশ দিয়েছেন । কিন্তু তৃনমুল সুপ্রিমোর কথা শুধু কথা হয়েই রইলো বলে
উল্লেখ করছেন জেলার একাংশ নেতৃত্ব । মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নব গঠিত এই
কোরকমিটিতে স্থান হয়নি পুরনো কোরকমিটির সদস্য জেলার যুব তৃণমূলের
সভাপতি, সংসদ পার্থ প্রতিম রায়, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান,
বিধায়ক মিহির গোস্বামী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিধায়কের। পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র প্রার্থী দেওয়া পর্ব থেকে শুরু দলের কোন্দল
চরমে । কোচবিহারের দিনহাটা মহকুমায় যুবদের
কার্যত কোণঠাসা করতে বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছিল দলেরই একাংশ । এর জেরে মৃত্যু
পর্যন্ত হয় এক তৃনমূল কর্মীর । ক্রমাগত চলতে থাকে গুলি ও বোমাবাজি । এরকম
পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষের ঘনিষ্ঠ দের নিয়ে
গঠিত কোর কমিটি গঠন আগুনে ঘি ঢালা বলে উল্লেখ্য করছে তথ্য বিজ্ঞ মহলের একাংশ ।
Tuesday, 21 August 2018
অস্ত্র উদ্ধারের ঘটনায় কয়েকজনের নাম পেয়েছে সিআইডি
শিরোনাম 24 ডেস্ক: অবশেষে দিনহাটায় মুখী গাড়ি থেকে বিপুল পরিমানের অস্ত্র ও বোমা তৈরি সামগ্রী উদ্ধারে র পর cid তদন্ত শুরু হল। গত 14 ই আগস্ট দিনহাটা মুখি দুটো গাড়ি থেকে প্রচুর পরিমানের অস্ত্রশস্ত্র ও বোমা তৈরি সামগ্রী সমেত 6 জনকে গ্রেপ্তার করে কোচবিহার জেলা পুলিশ। গ্রেফতার হওয়া ছয়জনই শাসক দলের কর্মী-সমর্থক বলে অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার জেলার সীমান্ত মহকুমা দিনহাটা। রাজনৈতিক সংঘর্ষের জেরে এক পঞ্চায়েত কর্মীর মৃত্যু পর্যন্ত হয়। এরপর থেকেই প্রকাশ্যে বোমা ও গুলি চালানোর অভিযোগ ক্রমশ বাড়তে থাকে। গত 14 ই আগস্ট গোপন সূত্রে খবর পেয়ে দুটো গাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ। একটি গাড়িতে west bengal government স্টিকার লাগানো ছিল। তার সাথে আর একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ঘটনার তদন্ত শুরু করে রাজ্যের সিআইডি শাখা। সিআইডি সূত্রে জানা গেছে, বিলাসবহুল গাড়িটির চালক আশরাফুল হক জেরার মুখে cid কর্তাদের জানিয়েছে গাড়িটির মালিক দিনহাটা এক ব্লকের গীতালদহ এলাকার তৃণমূল কংগ্রেসের এক নেতার। সূত্রের দাবি, শাসকদলের ওই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দিনহাটা থানায়। এমনকি ওই ব্যক্তি নাকি বাংলাদেশে বেশ কিছুদিন জেলবন্দি ছিল। সূত্রের দাবি, ধৃত ব্যক্তি দের জেরা করে দিনহাটার আরো কয়েকজন শাসক দলের নেতার নাম পেয়েছে সিআইডির গোয়েন্দারা। পাশাপাশি জেলার বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম ও উঠে আসছে এই অস্ত্র পাচারের সঙ্গে। পুলিশ সূত্রে জানা গেছে, এই অস্ত্র কান্ডের তদন্তে সিআইডির সাথে ইন্টেলিজেন্সের বাঘা অফিসাররাও তদন্ত শুরু করেছে। তথ্য বিজ্ঞ মহলের মতে, পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে এই অস্ত্র এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য মজুদ করা হচ্ছিল। যদিও এ বিষয়ে শাসকদলের নেতৃত্বে র কোন বয়ান পাওয়া যায়নি।
Monday, 20 August 2018
যানবাহনের এলইডি লাইট বন্ধ করতে উদ্যোগ নিল পুলিশ
শিরোনাম 24, দিনহাটা, ২০ আগস্টঃ মটর সাইকেলের এল ই ডি লাইটের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে দিনহাটা থানা । দিনহাটা শহর ও শহরতলীর বিভিন্ন রাস্তায় সন্ধ্যের পরেই দেখা যায় বেপড়য়া বাইকের পাশাপাশি অতিতির্যক সাদা এল ই ডি লাইট এর দাপট । সম্প্রতী এক সমীক্ষায় দেখা গিয়েছে , উল্টো দিকের থেকে আসা যানবাহনের অতিতির্যক আলোর কারনে দুর্ঘটনা বৃদ্ধি পাছে । সম্প্রতি এরকম অতিতির্যক আলো যুক্ত এই এল ই ডি লাইটের ব্যাবহারের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে দিনহাটা পুলিশ প্রশাসন । জানা গিয়েছে ,চিনা পদ্ধতিতে তৈরি এই এল ই ডি (লাইট ইমেটিং ডায়োট) লাইট গুলির দাম অন্য লাইটের তুলনায় অনেক কম । কিন্ত বেশী আলোর কারনে এর চাহিদা তুলনা মূলকভাবে অনেক বেশী ।বেশীর ভাগ ক্ষেত্রে দেখা যায় , মোটর বাইকে এই ধরনের লাইট ব্যাবহার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে , ডি এস পি ট্রাফিকের করন থেকে এক নির্দেশিকা আসে দিনহাটা থানায় । সেই নির্দেশিকার নির্দেশ মেনে রবিবার দিনহাটা শহরের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত এল ই ডি লাইট যুক্ত মটর সাইকেল গুলি থেকে এল ই ডি লাইট গুলো খুলে ফেলে দিনহাটা থানার পুলিশ । কিছু কিছু মোটর বাইকের চালককে থানার তরফে নির্ধে দেওয়া হয়েছে দ্রুত অতিরিক্ত এল ই ডি লাইট খুলে ফেলার জন্য ।
***ছবি সংগ্রহীত।
***ছবি সংগ্রহীত।
Sunday, 19 August 2018
উত্তপ্ত গীতালদহ পরিদর্শনে গেলেন আই জী উত্তরবঙ্গ
শিরোনাম ২৪,দিনহাটা , ১৯
আগস্টঃ রাজনৈতিক সঙ্ঘর্ষ ক্রমশ বেড়ে
যাওয়ায় সীমান্তের মহকুমা দিনহাটায়
পরিদর্শনে এলেন রাজ্য পুলিশের আই জি উত্তরবঙ্গ আনন্দ কুমার । একের পর এক রাজনৈতিক
সঙ্ঘর্ষে উত্তপ্ত দিনহাটা ১ ব্লকের গীতালদহ এলাকায় । পঞ্চায়েত নির্বাচন কে ঘিরে আবু মিয়াঁ নামের এক পঞ্চায়েত সদস্য খুন পর্যন্ত
হয় । এর পর থেকে সঙ্ঘর্ষ আরো চরম আকার ধারন করে । দিন দুপুরেই একাধিক জায়গায় বোমা
ও গুলি চালানো হয় বলে অভিযোগ । রবিবার
দিনহাটা ১ ব্লকের গীতালদহের বিস্তৃর্ণ এলাকা পরিদর্শন করেন রাজ্য পুলিশের আই জি
উত্তরবঙ্গ । পরিদর্শন কালে রাজ্য পুলিশের আই জি উত্তরবঙ্গ আনন্দ কুমারের সাথে
ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে , অতিরিক্ত পুলিশ সুপার ডি
দিব্বা , দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জী খন্ডোয়াল , দিনহাটা থানার আই সি সঞ্জয়
দত্ত ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা ।বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্য
পুলিশের আই জি উত্তরবঙ্গ আনন্দ কুমার দিনহাটার
বিভিন্ন উত্তপ্ত এলাকা পরিদর্শনে গেলে সেখানে জেলা পুলিশ কর্তাদের নির্দেশ দেন
রাজনৈতিক বা অরাজনৈতিক অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যাবস্থা গ্রহন করতে
। এদিন এই সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা গেলে তাদের চরম দুর্ব্যাবহারের অভিযোগ ওঠে
কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডের বিরুদ্ধে । সাংবাদিকদের ছবি পর্যন্ত
তুলতে দেয়নি পুলিশ সুপার । পাশাপাশি সাংবাদিক রা কেন খবর সংগ্রহ করতে গিয়েছে তাঁর
কৈফিয়ত পর্যন্ত চায় কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে । এবিষয়ে কোচবিহার
জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে কে ফোন করা হলে তিনি সাংবাদিকদের ফোন তোলেননি ।
Friday, 17 August 2018
বাজপেয়ী কে শ্রদ্ধা জানালো বিজেপি
শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটাঃ প্রাক্তন প্রধানমন্ত্রী
প্রবীন বিজেপি নেতা প্রয়াত
অটল বিহারি বাজপেয়ি র প্রয়ানে দিনহাটাতেও স্মরণ সভা অনুষ্ঠিত হলো
। শুক্রবার দিনহাটা শহরের ডাকবাংলো পাড়া এলাকায় বিজেপির দলীয় কারজালয়ের সামনেই প্রয়াত অটল বিহারি বাজপেয়ি র
প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও তার স্মরণ সভা অনুষ্ঠিত হয় । এদিন এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন দিনহাটা শহর মন্ডল বিজেপির
সভাপতি সুদেব কর্মকার , প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা অশোক মন্ডল , প্রবীন নেতা মদনমোহন গোস্বামী ,
বীরেন্দ্রনাথ রায় , বিল্পব মন্ডল সহ দলের কর্মী সমর্থকরা । এ দিনের এই স্মরণসভা শুরুর আগে প্রয়াত অটল বিহারি বাজপেয়ি র প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পারঘ দিয়ে
একে একে উপস্থিত সকলে শ্রদ্ধা জানান । স্মরন সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকলেই দলের শ্রদ্ধেয় এই নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জীবনের নানা দিক তুলে ধরেন ।Thursday, 16 August 2018
চিকিৎসক নিগ্রহ কান্ডের পর তিন দিন কেটে গেলেও অধরা মূল অভিযুক্ত
শিরোনাম ২৪ ডেস্ক , ১৬ আগস্টঃ দিনহাটা মহকুমা
হাসপাতালে চিকিৎসক নিগ্রহ কাণ্ডে তৃনমূলের
অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ জমা
পরল দিনহাটা থানায় । পুলিশ সূত্রে জানা গেছে আক্রান্ত
চিকিৎসক ও মহকুমা হাসপাতালে তরফ
থেকে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । চিকিৎসক নিগ্রহ কান্ডে তৃণমূল কংগ্রেসের গীতালদহ-১ অঞ্চল সভাপতি মাফুজার
রহমান সহ কয়েকজনের
নাম রয়েছে বলে জনা গেছে ।
যদিও অভিযুক্ত মাফুজার রহমানের এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ।
জানা গেছে, গত ১৪ ই আগস্ট দিনহাটার গীতালদহ এলাকায় গুলিবিদ্ধ দুই
যুবককে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক হাসেন
আলী মিয়াকে মারধরের ঘটনা ঘটে । এই ঘটনার পর নিরাপত্তার অভাব বোধ করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি করেন। পরবর্তীতে দিনহাটার রোগী কল্যাণ সমিতির
চেয়ারম্যান তথা বিধায়ক উদয়ন গুহর হস্তক্ষেপে চিকিৎসকদের
নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর তারা কর্মবিরতি তুলে নেন । ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা মহকুমা হাসপাতাল ও
সংশ্লিষ্ট চিকিৎসক পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি তার প্রতিলিপি জেলাশাসক , কোচবিহার জেলা পুলিশ সুপার , দিনহাটার বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির
চেয়ারম্যান, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন স্থানে প্রতিলিপি প্রেরন করা হয় । ওই অভিযোগে উল্লেখ রয়েছে , দিনহাটা মহকুমা হাসপাতালে মেডিকেল অফিসার হাসান আলী মিয়া জরুরি
বিভাগে এক রোগীকে দেখার সময়ই গুলিবিদ্ধ দুই যুবক কে
জরুরি বিভাগে চিকিৎসার জন্য
নিয়ে আসা হয় । অভিযোগ সে সময় গীতালদহ বাসিন্দা
মাফুজার রহমান সহ কয়েকজন অতর্কিতে
মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়ে চিকিৎসক কে মারধোর করে । অভিযোগে আরো উল্লেখ আছে, সে
সময় হাসপাতালের অন্যান্য কর্তব্যরত
কর্মীরা ছুটে এসে অভিযুক্ত মাফুজুর রহমানকে আটকানোর চেষ্টা করে ।
এবং জরুরী বিভাগের চিকিৎসক হাছেন আলী মিয়া প্রাণ বাঁচাতে জরুরী বিভাগ থেকে
পালিয়ে যায় । এদিন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসকেরা বলেন
অভিযুক্ত মাহফুজার রহমান সহ আরো একজনকে পুলিশ ঘটনাস্থল থেকেই আটক করা স্বত্বেও পরেও কোনো অজানা কারণে তাকে ছেড়ে দেওয়া হয় । বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ
জি গনপথ বলেন, হাসপাতালের তরফে ও আহত চিকিৎসকের তরফে অভিযোগ জমা
পড়েছে । তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি । তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ঘটনার
দিন কাউকে আটক করা হয়নি বলে মহকুমা পুলিশ আধিকারিক জানান ।দেশ হারালো ভারত রত্নকে
শিরোনাম ২৪ ডেস্ক, ১৬ অগাস্টঃ দেশ হারালো তাঁর রত্ন কে । প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটলবিহারী বাজপেয়ী । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। জানা গিয়েছে, গত ১১ জুন থেকে রাজধানী দিল্লির এইমস-এ ভরতি ছিলেন এই ভারত রত্ন । মূলত মূত্রনালীতে সংক্রমণ, ও শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি । বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটলবিহারী বাজপেয়ীকে হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৃহস্পতিবার লালকৃষ্ণ আদবানি, অমিত শাহ, রাজনাথ সিং, ভেঙ্কাইয়া নাইডু সহ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও ও অন্যান্যরা যান দেখতে । বিকেল ৫টা৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।১৯২৪ সালে ২5 ডিসেম্বর গোয়ালিয়রের এক ব্রাহ্মন পরিবারে জন্ম গ্রহন করেন বাজপেয়ী ।শিক্ষক পিতার আদর্শই মেনে চলতেন তিনি । শিক্ষা জীবনের পর সাংবাদিকতা করেন । সে সময় থেকেই ভারতীয় জন সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর সংস্পর্শে আসেন । যোগ দেন রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘে । ১৯৯৬ সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। এরপর ১৯৯৮ ও ১৯৯৯ সালে ফের প্রধানমন্ত্রী হন। ২০১৪ সালে তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। প্রায় চার দশকের এই সাংসদ ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পুরো পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করেছিলেন।
দেশ স্বাধীনের ৭২ বছর পরেও পঞ্চায়েত সদস্যের জানা নেই জাতীয় পতাকার কোনটা সোজা
শিরোনাম ২৪ ডেস্কঃ দিনহাটা 16 আগস্ট: দেশ স্বাধীনের 72 বছর পরেও উল্টো পতাকা উঠল দিনহাটার একটি গ্রামে। গতকাল দেশের 72 তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনহাটা 2 ব্লকের চৌধুরী হাট এলাকার একটি সরকারি সংস্থায় ত্রিবর্ণ রঞ্জিত দেশের জাতীয় পতাকা কে উল্টোভাবে তোলার দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে।
সরকারি ওই সংস্থায় যে ব্যক্তি পতাকা উত্তোলন করেছিলেন তিনি
জানতেনই না দেশের পতাকার কোনটা সোজা আর কোনটা উল্টো। তিনি আবার ওই এলাকারই বিদায়ী পঞ্চায়েত সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, দিনহাটা 2 ব্লকের চৌধুরী হাট গ্রাম পঞ্চায়েতের 144 কোডের 2 নং সুসংহত শিশু বিকাশ প্রকল্প শিশু আলয় কেন্দ্রে জাতীয় পতাকা চরম অবমাননা লক্ষ করা যায়। জানা গেছে চৌধুরী হাট গ্রাম পঞ্চায়েতের বিদায়ী পঞ্চায়েত সদস্য সঞ্জয় দাস জাতীয় পতাকা উল্টো করে তুলেছিলেন। যদিও তিনি অবশ্য এ বিষয়ে ভুল স্বীকার করে নিয়েছেন। উল্টো করে জাতীয় পতাকা টানানো শুধুমাত্র জাতীয় পতাকার অপমান নয় দেশের অপমান এমনকি জাতির অপমান বলেও অনেকে উল্লেখ করেন। বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা
করে।
বিষয়টি নিয়ে দিনহাটা 2 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমর্ত্য দেবনাথ বলেন, বিষয়টি তার জানা নেই তিনি খতিয়ে দেখছেন।









