Sunday, 8 July 2018

বেনিয়াসহ কলা অঙ্কন কেন্দ্রের বার্ষীক পরিক্ষা অনুষ্ঠিত হলো


দিনহাটা , ৮ জুলাইঃ বঙ্গীয় সংগীত পরিষদের অর্ন্তগত বেনিয়াসহ কলা অঙ্কন কেন্দ্রের বার্ষীক পরিক্ষা অনুষ্ঠিত হলো দিনহাটা উচ্চ বিদ্যালয়ে । রবিবার দিনহাটা হাই স্কুলে এই অঙ্কন কেন্দ্রের বার্ষিক পরিক্ষায় প্রায় ১৫০ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে বলে উদ্যগক্তাদের দাবী ।বেনিয়াসহ কলা অঙ্কন কেন্দ্রের  ক্ষুদে পর্ক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সের অঙ্কন শিক্ষার্থীরা পরিক্ষায় অংশ গ্রহন করে। বেনিয়াসহ কলা অঙ্কন কেন্দ্রের অধ্যক্ষ পার্থ প্রতিম চন্দ বলেন ,বঙ্গীয় সংগীত পরিষদের অর্ন্তগত করিয়ো কমল মিউজিক এন্ড আর্ট কলেজের ব্যাবস্থাপনায় বেনিয়াসহ কলা অঙ্কন কেন্দ্রের প্রায় ১৫০ জন  শিক্ষার্থী এদিনের এই পরিক্ষায় অংশ গ্রহন করে ।  

No comments:

Post a Comment