শিরোনামঃ 24 ডেস্ক: দিনহাটা 31 জুলাই: একের পর এক বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দিনহাটা য়। মঙ্গলবার সকালে দিনহাটা 1 ব্লকের ভেটাগুড়ি ও মাতাল হাটে বোমা উদ্ধার হয়। দিনহাটা 1 ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা প্রদীপ রায়ের অভিযোগ, তার বাড়ির সামনে সকালবেলায় বোমা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। দিনহাটা থানা থেকে পুলিশ গিয়ে দুটো তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ চলে আসার পর আবার লক্ষ্য করে তার ঘরের সামনে আরও একটি বোমা পড়ে আছে। পরবর্তীতে দিনহাটা থানা থেকে পুলিশ বাহিনী দিয়ে বোমাটি উদ্ধার করে নিয়ে আসে। এদিকে দিনহাটা এক ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পাকারমাথা এলাকার হরি মন্দির এর মাঠে একটি বাজারের ব্যাগে পাশে বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরবর্তীতে দিনহাটা থানা থেকে বিরাট পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জী খন্ডআল বলেন,দিনহাটার দুটো জায়গা থেকে বোমা উদ্ধার করা হয়েছে। এই বোমা গুলির পেছনে তাদের হাত রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।
Tuesday, 31 July 2018
Monday, 30 July 2018
শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে তালা ঝোলালো বাসিন্দারা
শিরোনাম২৪ ডেস্কঃ ৩০
জুলাইঃ বিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনে সংশ্লিষ্ট
বিদ্যালয়ে তালা ঝোলালো অবিভাবকরা । দিনহাটা ১ ব্লকের জড়াবাড়ি নতুন প্রাথমিক
বিদ্যালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । অভিযোগ, পুটিমারি গ্রাম
পঞ্চায়েত এলাকার জড়াবাড়ি নতুন প্রাথমিক বিদ্যালয়ের নতুন শ্রেনী কক্ষের জন্য
প্রাপ্ত সরকারি টাকার থেকে দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক অরিজিত চক্রবর্তী প্রায়
দুই লাখ টাকা তছরুপ করে । এঘটনা কে কেন্দ্র করে একাধিকবার এলাকায় উত্তেজনা ছড়ায় ।
ঘটনার জেরে বেশ কিছুদিন ধরেই বিদ্যালয়ে আসছেন না অভিযুক্ত শিক্ষক বলে অবিভাবকদের
অভিযোগ । স্কুল সূত্রে জানা গিয়েছে , প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঠন
পাঠন হয় স্কুলে । প্রতি বছর ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ায় নতুন শ্রেণী কক্ষের
প্র্যোজন ছিল । সরকার থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে
স্কুলের একাউন্টে জমা পড়ে ।অভিযোগ, দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক অরিজিত
চক্রবর্তী পরবর্তীতে চার ধাপে দুই লক্ষ সতেরো হাজার টাকা তছরুপ করে । এলাকার
বাসিন্দা তথা অভিভাবক নিত্যানন্দ দাস , রমেশ চন্দ্র বর্মন , মানিক মোদক , ঝর্ণা
দাস সহ প্রমুখ জানান , অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে সঠিক সময়ে আসতেন না
।এলাকার বাসিন্দারা আরো বলেন , হাজার হাজার টাকা মাস মাইনে পাওয়া অভিযুক্ত শিক্ষক এভাবে সরকারি টাকা আত্মসাৎ করায় এদিন স্কুলে
তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয় । অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলে না থাকায় তাকে ফোন
করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি । বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিদর্শক সামাদুল শেখ বলেন ,
বিষয়টি খতিয়ে না দেখে কিছু বলা সম্ভব নয় ।
Sunday, 29 July 2018
তৃণমূলের ব্লক সভাপতির বাড়ির সামনে থেকে একটি পোস্টার সময় দুটি তাজা বোমা উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ
শিরোনামঃ 24 ডেস্ক: 29 শে জুলাই: শাসক দলের নেতার বাড়ির সামনে থেকে দুটো তাজা বোমা সমেত একটি পোস্টার উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। জানা গেছে এদিন সকালে তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 ব্লক সভাপতি নুর আলম হোসেনের বাড়ির সামনে একটি পোস্টার সহ দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে দিনহাটা থানার থেকে বিরাট পুলিশ বাহিনী দিয়ে পোস্টার সমেত দুটো তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিনহাটা 1 ব্লকে। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 ব্লক সভাপতি নুর আলম হোসেন কোন মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে দিনহাটা ব্লকের কৃষি মেলা এলাকায় নুর আলম হোসেনের বাড়ির সামনে থেকে একটি পোস্টার সমেত দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। পোস্টারটিতে দিনহাটা 1 ব্লক সভাপতি নুর আলম হোসেনকে তৃণমূল কংগ্রেস ছেড়ে তৃণমূল যুব কংগ্রেস যোগদানের কথা এবং তৃণমূল যুব কংগ্রেসের পুলিশের হাতে আটক কর্মী-সমর্থকদের অবিলম্বে ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়। যদিও বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব। দিনহাটার বিধায়ক তথা বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান উদয়ন গুহ বলেন,নুর আলম হোসেনের বাড়ির সামনে একটি পোস্টারসহ দুটো তাজা বোমা উদ্ধারের ঘটনা য় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তিনি করেন।বিষয়টি নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটার আহ্বায়ক নারায়ণ শর্মা বলেন, সাধারণ মানুষের মনের থেকে নুর আলম হোসেন মুছে গেছে। সে কারণে উনার অস্তিত্বের জানান দিতে এ ধরনের ঘটনা নিজেই ঘটিয়েছেন। এ ধরনের ঘটনা তৃণমূল যুব কংগ্রেসের কোন কর্মী সমর্থক কেউ কখনই করতে পারে না। নারায়ণ বাবু আরো বলেন, নুর আলম হোসেন এর মতন ব্যক্তিত্ব যদি তৃণমূল যুব কংগ্রেসের যোগদান করে তাহলে তৃণমূল যুব কংগ্রেস কলুষিত হয়ে যাবে।বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খন্ডআল বলেন,দিনহাটা কৃষি মেলা এলাকায় নুর আলম হোসেনের বাড়ির সামনে থেকে একটি পোস্টার সমেত দুটো তাজা বোমা উদ্ধার করে আনা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
Saturday, 28 July 2018
লাইসেন্স নিতে গিয়ে জুটোলো সিভিক ভলেন্টিয়রের মার , অভিযোগ দিনহাটার এক চালকের
শিরোনাম ২৪ ডেস্ক , ২৮
জুলাইঃ লাইসেন্স সমেত বাইকের কাগজ ফেরত নিতে গিয়ে সিভিক ভলেন্টিয়রের হাতে প্রহৃত
বাইক চালক । শুক্রবার রাতে দিনহাটা ট্রাফিক থানায় বাইকের কাগজ সমেত ড্রাইভিং
লাইসেন্স ফেরত নিতে যান বাইকের চালক খালেক মিয়াঁ । আহত ওই বাইক চালকের স্ত্রী
লাভলী বিবি বলেন , গত ২০ জুলাই বাড়ি থেকে হাসপাতাল এর দিকে আসার সময় দিনহাটা শহরের
পাঁচ মাথা মোড়ে তার স্বামী খালেক মিয়াঁর বাইক আটকায় দিনহাটা থানার ট্রাফিক দপ্তরের
কর্তব্য রত সিভিক পুলিশরা ।এরপর তার কাছ থেকে তার ড্রাইভিং লাইসেন্স নিয়ে এবং বলে
পরে থানায় এসে দেখা করে যেতে ।এদিন লাইসেন্স ফেরত নিতে এলে খালেক মিয়াঁ কে লাইসেন্স
না দিয়ে মারধোর করা হয় বলে তিনি জানান । খালেক মিয়াঁ বলেন , দিনহাটা ট্রাফিক থানার
কথামতো এদিন সন্ধ্যায় কাগজ নিতে ট্রাফিক কার্যালয়ে যাই । অভিযোগ , সে সময় দিনহাটা থানা সংলগ্ন
ট্রাফিক অফিসে তিনজন সিভিক ভলেন্টিয়র ছিল । খালেক মিয়াঁ ফাইন দিয়ে গাড়ির কাগজ সমেত
ড্রাইভিংলাইসেন্স দাবী করলে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়র দের মধ্য থেকে সজল সরকার
নামে এক সিভিক ভলেন্টিয়র বচসা শুরু করে ।
এমনকি ট্রাফিক কার্যালয়ের দরজা বন্ধ করে লাঠি দিয়ে মাথায় ও পেটে লাথ মারতে শুরু
করে বলে অভিযোগ । পরবর্তিতে খালেক মিয়াঁর কান দিয়ে রক্তপাত শুরু হলে তাকে ওই সিভিক
ভলেন্টিয়র ছেড়ে দেয় । বর্তমানে খালেক মিয়াঁ দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
পরিবারের তরফে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়রের শস্তির দাবিতে সোচ্চার হয় । অভিযুক্ত
সিভিক ভলেন্টিয়র স্বপন সরকারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি । বিষয়টি নিয়ে দিনহাটা
মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জী খন্ডোয়াল বলেন , সিভিক ভলেন্টিয়র সজল সরকারের
বিরুদ্ধে একটি মারধোরের অভিযোগ জমা পড়েছে । অভিযোগটি খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া
হবে বলে তিনি জানান ।
Friday, 27 July 2018
কোচবিহারের ছাত্রনেতার অকাল মৃত্যুতে স্মরণ সভা করলো তৃণমূল ছাত্র-যুব কংগ্রেস
শিরোনামঃ 24 ডেস্ক, দিনহাটা: কোচবিহার কলেজের ছাত্রনেতা মজীদ আনসরি মৃত্যুর ঘটনায় দিনহাটা শহরের পাচমাথা মোড়ে স্মরণ সভার আয়োজন করল তৃণমূল ছাত্র যুব কংগ্রেস। এদিনের এই স্মরণ সভায় গুলিতে নিহত ছাত্রনেতা মজিদ আনসারের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে উপস্থিত বিশিষ্টরা । এদিনের এই স্মরণসভায় উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা শহর ব্লগ সভাপতি অজয় রায়, তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটার আহ্বায়ক নারায়ণ শর্মা, পুরো দিনহাটা পুরসভার কাউন্সিলর গৌরীশংকর মহেশরী, তৃণমূল যুব কংগ্রেসের আটিয়াবাড়ী অঞ্চল সভাপতি নাজির হোসেন, যুব তৃণমূল নেতা অর্জুন চক্রবর্তী অনিক চক্রবর্তী সহ প্রমুখ। স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টরা কোচবিহারের এই ছাত্র-যুব নেতার মৃত্যুর জন্য দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার সহ পুলিশের হাতে ধৃত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ মুন্না খানের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হোন। পাশাপাশি কোচবিহার জেলায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকেও সবাইকে নজর রাখতে নির্দেশ দেন দলীয় নেতৃত্বরা।
Friday, 13 July 2018
ভিরে ঠাসা জনসভা করলেন যুব তৃণমূলের আহ্বায়ক নারায়ন শর্মা
গৃহহীন কে আশ্রয় দিল যুব নেতা আনন্দ
শিরোনাম 24 দিনহাটা: গৃহহীন
কে নতুন গ্রহের সন্ধান দিল দিনহাটার যুবনেতা আনন্দ বর্মন । প্রায় তিন দশক পর নিজস্ব
বাড়ি পেয়ে বেজায় খুশি প্রায় বছর আসির বৃদ্ধ শম্ভু দেবনাথ। বড় আটিয়াবাড়ি এলাকায় শম্ভু দেবনাথ প্লাস্টিক টনিয়ে দির্ঘদিন
ধরে বাস করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায় । এদিন তৃনমূল যুব কংগ্রেস নেতা
আনন্দ বর্মন শম্ভু দেবনাথ কে একটি ঘড় সমেত কিছু খাবার তুলে দেন । উপস্থিত ছিলেন ,
যুব নেতা রফিক লেবু, নুরুল হুদা , হামিদুল হক , আজিজুল মিয়াঁ , রিন্টু হক , বাপ্পা
সাহা , রবিউল হক সহ প্রমুখ । শম্ভু বাবু বলেন, বয়স যখন কম ছিল সে সময় দিনমজুরের কাজ করে কোনমতে
সংসার চালাতাম। দিন মজুরির কাজের ভরসাতেই বিয়ে দিয়েছি মেয়েদের। মেয়েদের বিয়ে
দেওয়ার পর থেকেই তারা আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। কোনমতে পড়শীদের
থেকে চেয়েচিন্তে দু'বেলা অন্ন জোগাড় করে খাই। মাটির বাড়িটি ভেঙে গেছে বেশ কয়েক
বছর আগে। তারপর প্লাস্টিক টানিয়ে কোনভাবে দিনযাপন করছিলাম। কয়েক দিন আগে আনন্দ বর্মন
এসে আমার অবস্থা দেখে যায়। বলেওছিল সাহায্য করবে। ভেবেছিলাম এই সাহায্য শুধু
মুখেই থাকবে বাস্তবায়িত হবে না। কিন্তু এদিন দিনহাটার যুবনেতা আনন্দ বর্মন এসে সাহায্যের
হাত বাড়িয়ে দিল। অন্য ও বাসস্থান বেঁচে থাকার জন্য এই দুটোর ব্যবস্থা করে দিল
এই যুবনেতা। বিষয়টি নিয়ে আনন্দ বর্মন বলেন, ঘুরতে গিয়ে জানতে পারি শম্ভু দেবনাথ
যথেষ্ট কষ্টে রয়েছে। তাই সামর্থ্য অনুযায়ী একটি টিনের ঘর ও কিছু খাবারের ব্যবস্থা
করে দিই। প্রসঙ্গত দিনহাটার এই যুবনেতা আনন্দ বর্মন এর আগেও পিরিত মানুষদের পাশে দাঁড়াতে
দেখা গেছে। পুটিমারী গ্রাম পঞ্চায়েত এলাকার এক প্রতিবন্ধী শিশুর জন্য তার বাবা-মা
দীর্ঘদিন নানান দরবারে সাহায্যের আবেদন জানিয়েও কোন ফল না পাওয়ায় একপ্রকার নিরাশ
হয়ে গেছিলেন। সে সময় আনন্দ বর্মন প্রতিবন্ধী শিশুটিকে দেখতে পেয়ে তার প্রতি সাহায্যের
হাত বাড়িয়ে দেন। একটি ট্রাই সাইকেল ও কিছু খাবারের ব্যবস্থা করে দেন এই যুবনেতা।
Tuesday, 10 July 2018
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দিনহাটা থানার আই সি জহরজ্যোতি রায়
শিরোনাম 24, দিনহাটা ,9 জুলাই: ব্রেন স্ট্রোকে মারা গেলেন দিনহাটা থানার আইসি জগৎজ্যোতি রায়। মঙ্গলবার সকাল সাড়ে 6 টা নাগাদ নিজের সরকারি আবাসনে ব্রেইন স্ট্রোক হয় দ্রুত কুচবিহারের একটি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের চ্যাংড়াবান্ধা এলাকায় প্রশাসনিক সভায় যোগ দিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিজের সরকারি আবাসন থেকে বেরোচ্ছিলেন। সে সময় তার শরীর খারাপ লাগলে দ্রুত তাকে কুচবিহারের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।খবর পেয়ে দিনহাটার প্রাক্তন এস ডি পি ও কুন্তল বন্দ্যোপাধ্যায় ঘভীর শক প্রকাশ করে বলেন , “ খুব খারাপ লাগছে। অনেক দিন এক সাথে কাজ করেছিলাম”। বিষয়টি নিয়ে তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা মহকুমার আহ্বায়ক নারায়ন শর্মা গভীর শোক প্রকাশ করেন । নারায়ন শর্মা বলেন , উনি দিনহাটা কে শান্তীপূর্ণ রাখার জন্য যাবতীয় কর্তব্য করে গেছেন । উনার মৃত্যুর খবরে পেয় তৃনমূল যুব কংগ্রেসের সকল কর্মী ও সমর্থকেরা মূহ্যমান ।
Sunday, 8 July 2018
বেনিয়াসহ কলা অঙ্কন কেন্দ্রের বার্ষীক পরিক্ষা অনুষ্ঠিত হলো
দিনহাটা , ৮ জুলাইঃ
বঙ্গীয় সংগীত পরিষদের অর্ন্তগত বেনিয়াসহ কলা অঙ্কন কেন্দ্রের বার্ষীক পরিক্ষা
অনুষ্ঠিত হলো দিনহাটা উচ্চ বিদ্যালয়ে । রবিবার দিনহাটা হাই স্কুলে এই অঙ্কন
কেন্দ্রের বার্ষিক পরিক্ষায় প্রায় ১৫০ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে বলে উদ্যগক্তাদের
দাবী ।বেনিয়াসহ কলা অঙ্কন কেন্দ্রের ক্ষুদে পর্ক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সের
অঙ্কন শিক্ষার্থীরা পরিক্ষায় অংশ গ্রহন করে। বেনিয়াসহ কলা অঙ্কন কেন্দ্রের অধ্যক্ষ
পার্থ প্রতিম চন্দ বলেন ,বঙ্গীয় সংগীত পরিষদের অর্ন্তগত করিয়ো কমল মিউজিক এন্ড
আর্ট কলেজের ব্যাবস্থাপনায় বেনিয়াসহ কলা অঙ্কন কেন্দ্রের প্রায় ১৫০ জন শিক্ষার্থী এদিনের এই পরিক্ষায় অংশ গ্রহন করে ।
তৃণমূলের শহীদ দিবসের প্রাক্কালে একই দিন দুটো মিছিল করলো তৃনমূল যুব কংগ্রেস
দিনহাটা, ৮ জুলাইঃ তৃণমূলের
শহীদ দিবসের প্রাক্কালে একই দিন দুটো মিছিল করলো তৃনমূল যুব কংগ্রেস । শনিবার রাতে
দিনহাটা এক ব্লকের পেটলা ও গোসানীমারির বিস্তৃর্ণ এলাকায় মিছিল করে তৃনমূল যুব কংগ্রেসের
কর্মীরা । তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটার আহ্বায়ক নারায়ন শর্মা, দিনহাটা টাউন ব্লক
সভাপতি অজয় রায় , সিতাই ব্লক সভাপতি পরিমল রায় , যুব নেতা আনন্দ বর্মন , সমাজ
কর্মী বাদল সরকার, মহিলা নেতৃ গীতা বর্মন , মরন মণ্ডল , সাত্তার মিয়াঁ সহ শতাধিক
কর্মী সমর্থকেদের নিয়ে গোসানীমারির চৌপথী এলাকা থেকে শুরু করে গোসানীমারি বাজার সহ
বিভিন্ন এলাকায় যায় । পাশাপাশি পেটলা বাজার থেকে তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা টাউন ব্লক সভাপতি
অজয় রায় ও দিনহাটার আহ্বায়ক নারায়ন শর্মার নেতৃত্বে একটি মিছিল করা হয় বলে যুব
নেতৃত্ব জানিয়েছে । তৃণমূল কংগ্রেসের শহীদ
দিবসের প্রাক্কালে একই দিন দুটো মিছিলেই ২১ জুলাই কলকাতা চলোর ডাক দেওয়া হয় ।
Friday, 6 July 2018
পুরদেশের সাথে দিনহাটাতেও পালিত হল বাংলার বাঘের জন্ম দিবস
শিরোনাম২৪ ডেস্ক, দিনহাটা, ৬ জুলাইঃ পুরদেশের সাথে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির
১১৮ তম জন্মদিবস পালিত হলো দিনহাটায় । শুক্রবার দিনহাটা শহরে বাংলার
বাঘ ডঃ শ্যামাপ্রসাদ মূখারজীর প্রতিকৃতিতে
মাল্যদানের মধ্যে দিয়ে দিনটি পালন বিজেপির কর্মী সমর্থকেরা । এদিন বিজেপির
তরফে আয়োজিত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১১৮ তম জন্ম জয়ন্তী পালনে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সহ
সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ , দলের দিনহাটা শহর মন্ডল সভাপতি সুদেব কর্মকার , হিমাংশু দেব সহ প্রমূখ । এদিন ডঃ শ্যামাপ্রসাদ মূখারজীর ১১৮ তম জন্মদিবস পালন অনুষ্ঠানে বক্তব্য
রাখতে গিয়ে তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন দলের প্রবীন নেতা মদনমোহন গোস্বামী সহ
অন্যান্যরা । এদিন ডঃ শ্যামাপ্রসাদ মূখারজীর জন্মদিবস পালন অনুষ্ঠানে বক্তব্য
রাখতে গিয়ে সুদেব কর্মকার বলেন, দলীয় কার্যালয়ে ভাঙচুর ছাড়াও তৃনমূল কংগ্রেস পরিচালিত দিনহাটা
পৌরসভার পৌরপ্রধানের নির্দেশে পুর কর্মীরা দলের দিনহাটা মহকুমা কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন জেসিবি গাড়ি দিয়ে ভেঙ্গে দেয় । দলীয় কার্যালয় পুরকরমীরা ভেঙ্গে দিলেও এদিন সেই ফাকা জায়গাতেই ডঃ শ্যামাপ্রসাদ মূখারজীর ১১৮ তম জন্মদিবস পালন করে তারা ।
প্রিয় নেতাকে চোখের সামনে পেয়ে সেলফিও অটোগ্রাফের হিড়িক
শিরোনাম ২৪- দিনহাটা, ৬
জুলাইঃ কোন ফিল্মি তারকা নয় । এক জন নেতার জনপ্রিয়তা রীতিমতো হার মানিয়ে দিচ্ছে রূপোলী
পর্দার বাঘা বাঘা সেলিব্রেটিদের । তাঁর ভক্তদের কথায় তিনি রূপোলী পর্দার হিরোদের
থেকে কোন ভাবেই কম নয় । সাধারন মানুষের বিপদে তাকে পাশে পাওয়া যায়। সমগ্র কোচবিহার
জেলা সমেত উত্তরবঙ্গের বিস্তর্ণ এলাকায় রয়েছে তাঁর অগণিত অনুগামী । সেলফির যুগেও
ডায়রি ও কলম নিয়ে তাঁর ভক্তেরা অটোগ্রাফ চায় । তিনি হলেন কোচবিহার জেলা তৃনমূল যুব
কংগ্রেসের সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক ওরফে বিট্টু । বর্তমান যুব সমাজের
অধিকাংশই এখন বিট্টু ফিভারে ভুগছে । জেলার অধিকাংশ যুবকদের দেখা যাচ্ছে গালে দাড়ি
ও মাথার একপাশে হেলানো চুল । ঠিক যেমনটা জেলার এই রোল মডেল বিট্টুর স্টাইল বলা যায়
। এদিন কোচবিহার জেলার দিনহাটা শহরের নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারের এক
অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিট্টু । হাতের নাগালে প্রিয় এই নেতা কে পেয়ে ভির উপচে
পড়ে তাঁর ভক্তদের । চলে দেদার সেলফি ও অটোগ্রাফ । ভক্তদের অনেকেই বিট্টুর
অটোগ্রাফের জন্য ডাইয়রি এগিয়ে দিলে তিনি তাঁর ভক্তদের অটোগ্রাফের বদলে ঘাড়ে হাত
দিয়ে সেলফি তোলেন । ভক্তদের ভিড় সামাল দিতে রীতিমত বেগ পেতে হয় বিট্টুর
দেহরক্ষীদের । তথ্যবিজ্ঞ মহলের মতে , কোচবিহার জেলায় রাজনৈতিক নেতা হিসেবে নিশীথ
প্রামাণিক বর্তমানে সাফ্যলের শীর্ষে । সে কারনেই দিনকে দিন তাঁর কাজ বাড়ার সাথে
সাথেই বেড়ে চলছে তাঁর ভক্ত সংখ্যাও । তবে এ সব বিষয় নিয়ে উত্তরবঙ্গের পরিচিত এই
নেতা বলেন , মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়ন চলছে
। মানুষ কাজ চায় । যে ভালো কাজ করবে তাকে সবাই ভালোবাসবে বলে তিনি জানান ।








