Header Ads

মহিলা প্রার্থীর শ্লীলতাহানি , তৃণমূল যুব কর্মীদের বাড়ি ভাংচুর


শিরোনাম ২৪ ডেস্ক, ১০এপ্রিলঃ একই সঙ্গে ১০ টি বাড়ি ভাংচুরের পাশাপাশি মারধোর ও শ্লীলতাহানি অভিযোগে উত্তপ্ত দিনহাটার গোসানিমারি এলাকা। তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের বাড়িতে তৃনমূল কর্মী ও সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ । সোমবার রাতে  এলাকার তৃণমূল যুব কংগ্রেসের গোসানিমারি অঞ্চল সভাপতি সাত্তার মিয়াঁর বাড়ি সহ মোট ১০ টি বাড়িতে তৃনমূল কর্মী ও সমর্থকেরা হামলা চালায় । পাশাপাশি সাত্তার মিয়াঁর স্ত্রী ছামিনা বিবি ও তাঁর মা গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে । আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাত্তার মিয়াঁর স্ত্রী ছামিনা বিবি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় তাঁর বাড়িতে একদল দুষ্কৃতকারী  এসে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ । জানা গিয়েছে, সোমবার রাতে  তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতকারীরা সাত্তার মিয়াঁ , আব্দুল গফফর , আয়নাল মিয়াঁ , শাহজাহান আলি , আউচাল মিয়াঁ , রক্তার মিয়াঁ , আক্কেল মিয়াঁ , খজরুদ্দিন মিয়াঁ , আমিনুর ইসলাম  প্রমুখের  বাড়িতে  ভাংচুর চালায় বলে অভিযোগ । তৃণমূল যুব কংগ্রেসের গোসানিমারি অঞ্চল সভাপতি সাত্তার মিয়াঁ বলেন , এদিন রাতে ধারালো দা , কুড়ুল, বল্লম এমন কি পিস্তল নিয়ে হামলা চালায় । সে সময় সাত্তার মিয়ার স্ত্রী ছামিনা বিবি বাঁধা দিতে গেলে তাঁর কাপর টেনে ছিড়ে দেওয়ার পাশাপাশি বাশ ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধোর করে । ঘটনা দেখে পাশের ঘড় থেকে সাত্তার বাবুর মা ছুটে এলে তাকেও মারধোর করা হয় বলে তিনি জানান । সাত্তার বাবু আরো বলেন , পঞ্চায়েত নির্বাচনে বিপক্ষ তৃনমূল কংগ্রেসের প্রার্থী  পরা জয়ের  ভয়ে তাঁর স্ত্রী কে নমিনেশন তুলে নেওয়ার ও হুমকি দেয় বলে তিনি জানান । ঘটনাটি নিয়ে দিনহাটা ১ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের আহ্বায়ক নারায়ন শর্মা বলেন , তৃণমূল যুব কংগ্রেসের গোসানিমারি অঞ্চল সভাপতি সাত্তার মিয়াঁর বাড়ি সহ মোট ১০ টি বাড়িতে তৃনমূল কর্মী ও সমর্থকেরা হামলা চালানোর পাশাপাশি প্রার্থী ছামিনা বিবির শ্লীলতাহানি করে । ঘটনার তীব্র নিন্দা করে নারায়ন বাবু আরো বলেন , তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরাজয়ের ভয়ে আমাদের কর্মী ও প্রার্থীদের মারধোর করছে । এমনকি বাড়ি ঘড় ভাংচুরও চালাচ্ছে । মানুষ আমাদের সাথে আছে । পঞ্চায়েত নির্বাচনের ফলই তাঁর প্রমান দিবে বলেও তিনি জানান । বিষয়টি ভিত্তিহীন বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব উড়িয়েদেন ।

No comments

Powered by Blogger.