Monday, 25 December 2017

শীতের হাত থেকে দুঃস্থ অসহায় মানুষদের বাচাতে এগিয়ে এল এক ব্যবসায়ী প্রতিষ্ঠান।

শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে
সুভাষ মন্ডল দিনহাটা শীতের হাত থেকে দুঃস্থ অসহায় মানুষদের বাচাতে এগিয়ে এল এক ব্যবসায়ী প্রতিষ্ঠান।  রবিবার দিনহাটা শহরের পাঁচমাথার মোড়ে সোমানী পরিবারের পক্ষ থেকে প্রায় এক হাজার দুঃস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় ।  এদিন দুঃস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র প্রদান কালে সেখানে  উপস্থিত ছিলেন  রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত  দিনহাটার দুই শিক্ষক   শ্যামল ধর , দিলীপ দে ছাড়াও ,দিনহাটার   প্রবীন নাগরিক  পান্নালাল পান্ডিয়া , ভবানী  আগরয়ালা ,  কাউন্সিলার গৌরী শঙ্কর মাহেশ্বরী , মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী , সমাজকর্মী  বিশু ধর , শ্যাম সুন্দরসোনী , রাজু সোমানী , সঞ্জু সোমানী , কাঞ্চন সোমানী , অঞ্জু সোমানী  , সুরেন্দ্র কুমার রাঠি , দীপঙ্কর দত্ত সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ । এদিনের  অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকলেই সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে  শীতের হাত থেকে দুঃস্থ অসহায় মানুষ কে রক্ষা করতে বস্ত্রদানের গুরুত্বের কথা তুলে ধরেন । কন কনে শীতের মধ্যে এদিন অসহায়  দুঃস্থ  মানুষ গুলি নতুন শীতবস্ত্র হিসাবে কম্বল পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি । সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষে রাজু সোমানী বলেন ,  প্রতি বছরই শীতের সময় দুঃস্থ অসহায় মানুষ কে রক্ষা করতে তাদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় বলে।পাশাপাশি এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্যামল ধর কে সম্বর্ধিত করা হয় । 

No comments:

Post a Comment