Saturday, 9 December 2017

শুধু তোলা আদায় না করে , মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ-: বললেন উদয়ন গুহ

শিরোনাম ২৪ ডেস্কঃ দিনহাটা, ৯ ডিসেম্বর   ঃ “পুলিসের কাজ শুধু তোলা আদায়  না করে  , মানুষকে নিশ্চয়তা দেওয়া  ” দিনহাটা থানায় ডেপুটেশন দিয়ে এমনই চড়া কথা শোনা গেল দিনহাটার বিধায়ক তথা রাজ্য বনউন্নয়নের চেয়ারম্যান উদয়ন গুহর কন্ঠে টানা কয়েক মাস ধরে দিনহাটা শহরে একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলায়  শনিবার   দিনহাটা থানার আই সি কে ডেপুটেসন দিতে এসে দিনহাটা থানার পুলিশ কে এভাবেই কঠাক্ষ  করলেন তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক দিনহাটার  পৌরসভার পৌরপ্রধান তথা দিনহাটার বিধায়ক  উদয়ন গুহ । শনিবার  দিনহাটা শহরবাসীর  পক্ষ থেকে  বিধায়ক উদয়ন গুহর নেতৃতে এক প্রতিনিধি দল দিনহাটা থানার আই সি কে ডেপুটেসন দিয়ে শহরে একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনা বন্ধে দাবীতে সোচ্চার হন। দিনহাটা শহরে একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনা নিয়ে এদিন  পৌরপ্রধান বিধায়ক উদয়ন গুহ পুলিশের ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন দিনহাটা পুলিশের ব্যর্থতা আছে বলেই এধরনের ঘটনা ঘটছে । তিনি আরো বলেন ,যে বাইকে করে দুষ্কৃতিরা একের পর এক  চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে সেই বাইকে কোন নাম্বার প্লেট নেই । নাম্বার প্লেট ছাড়া একটা বাইক নিয়ে দুষ্কৃতিরা চুরি ছিনতাইয়ের ঘটনার পর আবার পালিয়ে গেলেও রাস্তায় দেখার কেউ নেই । তাদের ও পুলিশের প্রতি কোন ভয় নেই বলে তিনি উল্লেখ করেন । পৌরপ্রধান বিধায়ক উদয়ন গুহ পৌরসভার পক্ষ থেকে মানুষকে নানা ভাবে তারা পরিষেবা যেমন দিয়ে যাচ্ছেন , আবার  রাজ্য সরকার ও নানা ভাবে সাহায্য করার চেষ্টা করছে । অথচ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে দিনহাটা থানার পুলিশের জন্য । পুলিসের কাজ শুধু তোলা আদায় করা না – এর থেকে পুলিশ কে বেরিয়ে আসার কথা বলেন উদয়ন গুহ ।  উদয়ন গুহ বলেন দিনহাটা থানার প্রতি মানুষের একটা আনাস্থা  জন্মেছে । সেই অনাস্থা থেকে নিজেদের কর্ম গুন দিয়ে বেড়িয়ে আসতে হবে ।


No comments:

Post a Comment