Saturday, 11 June 2022

পাশ করানোর দাবিতে পথ অবরোধ অনুতীর্ণদের


আবির ভট্টাচার্য, ডুয়ার্সঃ  উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অনুতীর্ণ ছাত্র ছাত্রীরা পাশ করিয়ে দেওয়ার দাবীতে দুই দফায় পথ অবরোধ করলো ধূপগুড়িতে ।  জানা গিয়েছে, ধুপগুড়ি হাই স্কুল, ধুপগুড়ি গার্লস হাই স্কুল , বৈরাতীগুড়ি হাইস্কুলের যে সকল ছাত্র ছাত্রীরা দ্বাদশ শ্রেণীর পরিক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তারা এদিন দফায় দফায় ধুপগুড়ি ফালাকাটা জাতীয় সড়ক   অবরোধ করে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখাতে থাকে । পরবর্তীতে ধুপগুড়ি থানার আই সি সুজয় তুঙ্গা , ট্রাফিক ওসি অভিজিৎ সিনহা , ধুপগুড়ি  উপ পৌর প্রধান রাজেশ কুমার সিং , শিক্ষক ইভান দাশ এর হস্তক্ষেপে  অনুতীর্ণ ছাত্র ছাত্রীরা অবরোধ তুলে নেয় । দফায় দফায় চলা এই অবরোধের জেরে তীব্র যানযটের সৃষ্টি হয় শহরে।

 জানা গিয়েছে, শনিবার সকালে ধুপগুড়ি হাই স্কুলের সামনে ধুপগুড়ি ফালাকাটা জাতীয় সড়কের উপর বসে পড়ে ধুপগুড়ি হাই স্কুল, ধুপগুড়ি গার্লস হাই স্কুল , বৈরাতীগুড়ি হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অনুতীর্ণ ছাত্র ছাত্রীরা। পুলিশ ও স্থানীয় পৌর প্রধান তথা তৃণমূল নেতা  রাজেশ কুমার সিং তাদের আশ্বস্ত করে অবরোধ তুলে দেয় ।

 এদিন  দুপুরে ফের বৈরাতিগুড়ি হাইস্কুলের সামনে জাতিয় সড়ক অবরোধে বসে   অনুতীর্ণ ছাত্র ছাত্রীরা । অবরোধ কারিদের তরফে  শ্রেয়া দাস বলেন , উচ্চ মাধ্যমিক পরিক্ষায় তাদের ফেল করিয়ে কেন দেওয়া হলো ? পাশাপাশি অবরোধ কারিরা বলেন, তাদের দাবী না মানা হলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দলনে নামার হুঁশিয়ারি ও তারা দেন।

  বিষয়টি নিয়ে বৈরাতিগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন , এই ধরনের কর্মকান্ড শিক্ষাঙ্গনকে কলুষিত করছে। ছাত্র ছাত্রীরা রাস্তায় বসে যেই দাবী জানাচ্ছে তাকে অন্তত শিক্ষকরা সমর্থন করি না। তিনি আরো বলেন , নিজের স্কুলেই কাউন্সিলের নিয়ম মোতাবেক পরীক্ষা হয়েছে। এরা অগোছালো দাবী দাওয়া করে চলেছে। যা কোন রকমের যুক্তি নেই বলে তিনি সাফ জানিয়ে দেন।  

Sunday, 29 May 2022

72 ঘণ্টার বেশি সময় ধরে মৃত হস্তি শাবক এর পাশে দাড়িয়ে হাতিরা


আবির ভট্টাচার্য ,ডুয়ার্স, 29 মে:
এক টানা 72 ঘণ্টার বেশি সময় ধরে মৃত হস্তি শাবক কে আগলে রাখলো হাতির দল। গত বৃহস্পতিবার থেকে শুরু করে এখনো পর্যন্ত মৃত সন্তানের পাশে ঠায় দাড়িয়ে রয়েছে বাবা ও মা হাতি। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না চা বাগানে। 

 স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত হস্তিশাবক টিকে এক টানা 72 ঘণ্টার বেশি সময় ধরে একাধিক হাতি আগলে রেখেছে। যে কারণে হস্তিশাবক মৃত্যু তিন দিনের বেশি গড়িয়ে গেলেও বনদপ্তর এর তরফ এ এখনো পর্যন্ত দেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। যদিও বনদপ্তর এর তরফ এ জোর করে ওই মৃত হস্তি শাবক এর দেহ উদ্ধার করার চেষ্টা করা হয়নি।

  বনদপ্তর সূত্রে জানা গেছে, এক টানা 72 ঘণ্টার বেশি সময় ধরে মৃত হস্তিশাবক ডায়না চা-বাগানে পড়ে থাকার কারণে যেকোনো মুহূর্তে পচনের গন্ধ বের হতে পারে। কিন্তু তবুও সন্তানহারা হস্তি শাবক টির মা সহ পুরো হাতির পাল কে জোর করে এলাকা থেকে সরানো পারতপক্ষে একদমই উচিত নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বন কর্তা বলেন, জোরপূর্বক হাতিদের সরিয়ে দিয়ে মৃত হস্তি শাবক কে দেহটিকে উদ্ধার করে নিয়ে এলে ওই শাবকটির মা আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। মূলত সেই কারণেই ওই হস্তিশাবক এর দেহ উদ্ধারে কোন রকম জোর না করে পরিস্থিতির ওপর শুধুমাত্র বনদপ্তর 24 ঘন্টা নজর রেখে চলেছে। ডায়না চা বাগানে সারাক্ষণ বনকর্মীদের নজরদারি চলছে বলে জানা গেছে। 

 বিষয়টি নিয়ে ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, এমন ঘটনা অত্যন্ত বিরল। টানা 72 ঘণ্টার বেশি সময় ধরে মৃত হস্তি শাবক এর দেহটিকে আগলে রেখেছে তার পরিজনেরা। যদিও বনদপ্তর এর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বদা চলছে করা নজরদারি। তিনি আরো বলেন, দেরি করলে মৃত ওই হস্তি শাবক এর দেহে পচন ধরতে পারে। সে কারণে পরিস্থিতি সর্বদা নজরে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ এর ব্যবস্থা করছে বনদপ্তর বলে তিনি উল্লেখ করেন। 





Saturday, 28 May 2022

মৃত হস্তি শাবক কে ৪৮ ঘন্টা পরেও ছারেনি হাতিরা, সমাধিস্তোর ছবি ধরা পরল

 


আবির ভট্টাচার্য, ডুয়ার্স, 28 মে: নজিরবিহীন হস্তিশাবক মৃত্যুর 48 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও দেহটিকে এখনো আগলে রেখেছে হাতিদের বিরাট দল। পাশাপাশি এদিন ফের আরও একটি নজিরবিহীন ঘটনা চিত্র প্রকাশ্যে আসায় আবেগপূর্ণ হয়ে দাঁড়ায় সামগ্রিক পরিস্থিতি।

 ড্রোন ক্যামেরায় তোলা ওই চিত্রে দেখা গেছে মৃত ওই হাতি শাবকটিকে সমাধিস্থ করেছে হাতির দলটি। কিন্তু সমাধি ওপর দিয়ে হস্তি শাবক এর একটি পায়ের তলা বেরিয়ে আছে। যদিও ড্রোন ক্যামেরার তোলা ওই ছবি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি বনদপ্তর এর আধিকারিকদের । 

ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। গতকাল রাত থেকে সকাল বেলা পর্যন্ত চলা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাতিদের দলটিকে। ঘটনার 48 ঘণ্টার বেশি অতিক্রম হয়ে যাওয়ার পরেও বনদপ্তর বিষয়টি মানবিকতার সঙ্গে দেখছে বলে বনদপ্তর সূত্রে খবর। 

প্রসঙ্গত, গতকাল ভোরে ডুয়ার্সের বানারহাট ব্লকে র আম বাড়ি চা-বাগানের থেকে একটি মৃত হস্তি শাবক কে মুখে করে বেশ কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে পার্শ্ববর্তী ডায়না চা বাগানে এসে আশ্রয় নেয় মৃত হস্তি শাবক এর মা। এরপরে দেখা যায় বেশ কয়েক দল হাতি এসে মৃত ওই হস্তি শাবক কে ঘিরে রাখে। বিষয়টি নজিরবিহীন বলে দাবি করে বনদপ্তর এর থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীরা।


 

এদিন ফের আরও একটি নজিরবিহীন ঘটনা চিত্র প্রকাশ্যে আসায় আবেগপূর্ণ হয়ে দাঁড়ায় সামগ্রিক পরিস্থিতি।

 ঘটনাটি নিয়ে ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, প্রায় 48 ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরেও হাতির দলটি কোনভাবেই মৃত ওই হস্তি শাবক থেকে ফেলে রেখে যেতে চাইছে না। আবেগপূর্ণ এই পরিস্থিতিতে সামগ্রিক পরিস্থিতির ওপর সচেতন দৃষ্টি রেখে মানবিকতার কারণে হাতিদের দলটিতে জোর করে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা উচিত হবে না। তিনি আরো বলেন, যদি জোর করে হাতির দলটিকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয় তাহলে মৃত ওই হস্তি শাবক এর মা পাগল হয়ে যেতে পারে কিংবা মানুষের প্রাণঘাতী হয়ে দাঁড়ানোর বিরাট সম্ভাবনা থেকেই যায়। মূলত সেই সব কারণে হাতির দলকে জঙ্গলে পাঠানোর জন্য কোনরকম জোর করা যাচ্ছে না। তিনি বলেন, ঘটনাস্থলে সারাক্ষণ বনদপ্তর এর কর্মীরা নজরদারি চালিয়ে যাচ্ছে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি তিনি নিজেও অধিকাংশ সময় ঘটনাস্থলে থাকার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন। যদিও ড্রোন ক্যামেরায় তোলা ওই চিত্র নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।


 ***চিত্রের সত্যতা যাচাই করা হয়নি। 

Friday, 27 May 2022

ডুয়ার্সে মৃত সন্তান কে শুরে করে নিয়ে ছুটলো " মা " হাতি

 


আবির ভট্টাচার্য, ডুয়ার্স, 27 মে: নজির বিহীন ঘটনার সাক্ষী হয়ে রইল ডুয়ার্সের বাসিন্দারা। মৃত হস্তি শাবক কে শুরে করে আগলে প্রায় কিলোমিটার খানিক নিয়ে যেতে দেখা যায় শুক্রবার সকালে। পরবর্তীতে সেখানে দলকে দল হাতি এসে আগলে রাখে মৃত হস্তিশাবক এর দেহটিকে।

 শুক্রবার সকাল থেকেই ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না চা বাগান ও আমবাড়ি চা বাগানের বাসিন্দারা এমন নজিরবিহীন ঘটনা দেখে ভাবাবেগে জড়িয়ে পড়ে। যদিও ঘটনার খবর পাওয়া মাত্র বনদপ্তর এর কর্মী ও আধিকারিকরা এলাকাটিকে ঘিরে ফেলে। ঘটনাস্থলে পর্যবেক্ষণ করতে পৌঁছন ওয়াইল্ড লাইফ ওয়ারর্ডেন সীমা চৌধুরী।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ডুয়ার্সের আমবাড়ি চা বাগান থেকে একটি মা হাতি শুরে করে তার মৃত সন্তানকে নিয়ে দীর্ঘ পথ দৌড়ে পার্শ্ববর্তী ডায়না চা বাগানের দিকে ছুটে যায়। পরবর্তীতে জঙ্গল থেকে কয়েক দল হাতি এসে মৃত হস্তি শাবক কে আগলে রাখতে দেখা যায়। খবর পাওয়া মাত্র বনদপ্তর এর বন্য প্রাণ শাখার কর্মীরা চিকিৎসক সহ ঘটনাস্থলে পৌঁছলে হাতির দলের ঘিরে রাখার কারণে উদ্ধার করতে পারেনি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছানওয়াইল্ড লাইফ ওয়ারর্ডেন সীমা চৌধুরী।

 এদিন ঘটনাস্থলে সীমা চৌধুরী বলেন, এমন আবেগপূর্ণ ঘটনা মনে হয় দেশের ইতিহাসে ঘটেনি বললেই চলে। যেখানে বর্তমান পরিস্থিতিতে মানুষের বিপদে মানুষ ঝাঁপিয়ে পড়তে চায় না সেখানে হাতি রা শিখিয়ে দেয় বিপদে কিভাবে পাশে থাকা উচিত। তিনি আরো বলেন, খবর পৌঁছানো মাত্রই বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে এসে মৃত হস্তি শাবক থেকে উদ্ধারের চেষ্টা করলে হাতির দল বারবার বাধা দেওয়ার চেষ্টা করে । সে কারণে হাতির দল গভীর জঙ্গলে ফিরে যাওয়ার পরেই মৃত হস্তি শাবক এর দেহটি বনদপ্তর এর কর্মীরা উদ্ধার করে ময়না তদন্ত করে মৃত্যুর আসল কারণ জানতে পারবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। বনদপ্তর সূত্রে জানা গেছে, সন্ধ্যে নাবলে হাতির দল জঙ্গলে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সময় মৃত হস্তি শাবক দেহটি তারা উদ্ধার করে ময়নাতদন্তের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

Friday, 18 February 2022

লোকালয়ে ফের হাতির হানা, অল্পের জন্য প্রান রক্ষা বাসিন্দাদের


 ধূপগুড়ি,১৮ ফেব্রুয়ারি, নিজস্ব সংবাদদাতাঃ লোকালয়ে ফের হাতির হানা। বৃহস্পতিবার গভীর রাতে ধুপগুড়ির সোনাখালি এলাকায় রাতভর তান্ডব চালায় একটি দলছুট হাতি। স্থানীয়দের মতে মূলত খাবারের সন্ধানেই লোকালয়য়ে হাতি হানা দেয় বলে মনে করা হচ্ছে। ঘটনার জেরে অল্পের জন্য প্রাণে বাচলেন এলাকার অন্যতম ব্যাক্তি কাল্টু হুসেইন ও তাঁর পরিবার সহ এলাকার বাসিন্দারা। ঘটনার জেরে ব্যাপক ভয়ের সঞ্চার হয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
 

অভিযোগ, গতকাল গভীর রাতে ধূপগুড়ি শহর সংলগ্ন সোনাখালি এলাকার বেশ কয়েকটি বাড়িতে একটি দলছুট দাঁতাল হাতি খাবাররের সন্ধানে যায়। সমাজকর্মী তথা এলাকার বাসিন্দা কাল্টু হুসেইনের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষন  বিভিন্ন গাছ ভাঙ্গার পাশাপাশি ঘড়ের টিনে ক্ষতিপ্রাপ্ত করে ওই হাতিটি। পরবর্তীতে কালটু বাবু ও তার ছেলে পটকা ফাটালে আশেপাশের বাড়ি গুলি হয়ে জঙ্গলে ফিরে যায় ওই দলছুট হাতিটি। ঘটনার জেরে এলাকার বাসিন্দারা বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। 

  ঘটনার জেরে অল্পের জন্য সপরিবারে প্রাণে বেঁচে যায় সমাজকর্মী কালটু হুসেইন ও তাঁর পরিবার।  বিষয়টি নিয়ে এলাকার সমাজকর্মী কাল্টু হুসেইন বলেন, বিগত কয়েক দশক ধরে বনদপ্তর এর কাছে বারংবার হাতি রক্ষার জন্য এবং হাতির নির্দিষ্ট খাবারের বন্দোবস্ত করার আবেদন জানানো সত্ত্বেও হাতি তার পর্যাপ্ত পরিমাণে খাবার না পাওয়ায় জঙ্গল থেকে লোকালয় মাঝে মাঝেই  বেরিয়ে এভাবে  হামলা চালায়। তিনি বলেন, বরাতজোরে এদিন হাতির হামলার পরেও প্রাণে বেঁচে গেছি। তিনি আরো বলেন, বনদপ্তর সজাগ না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের বিপদ ঘটতে পারে। পাশাপাশি এলাকার বাসিন্দারা বন দপ্তরের ক্লাছে  এলাকায় পর্যাপ্ত নিরাপতার দাবী জানান।  যদিও বিষয়টি নিয়ে বনদপ্তর এর তরফ এ কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Monday, 31 January 2022

পথ নিরাপত্তা আরো জোরদার হল ধূপগুড়িতে

  

আবির ভট্টাচার্য, নিউজ ডেস্কঃ  দুর্ঘটনা রোধ সহ পথ নিরাপত্তা আরো জোরদার করতে ব্যাপক শক্ত পদক্ষেপ নিলো ধুপগুড়ি ট্রাফিক। শহরের জনবহুল বিভিন্ন জায়গা সহ বেশ কিছু জায়গায় পোস্টার টাঙিয়ে বাইক চালক সহ গাড়ি চালকদের সচেতনতা বাড়ায় ধুপগুড়ি থানার ট্রাফিক বিভাগ।

 এদিন ধুপগুড়ি শহরের চৌপথি সহ বেশ কয়েক জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ট্রান্সপোর্ট পরিবহন দপ্তরের নোটিফিকেশনের নির্দেশানুসারে বেশ কিছু পোস্টার সহ সচেতন করতে দেখা যায় বাইক চালক সহ বিভিন্ন গাড়ি চালকদের।

  ধুপগুড়ি থানার ট্রাফিক ওসি অভিজিৎ সিনহা কে এদিন বাইক সহ বিভিন্ন গাড়ি চালকদের সচেতন করতে দেখা যায়। পাশাপাশি ট্রাফিক দপ্তরের থেকে লিফলেটের আকারে ট্রাফিক আইন নিয়ে বিভিন্ন ধারা সহ তার সাজা বিলি করতে দেখা যায়। যদিও এই বিষয় ধুপগুড়ির ট্রাফিক ওসি অভিজিৎ সিনহার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, ধুপগুড়ি থানায় ট্রাফিক ওসি হিসেবে অভিজিৎ সিনহা দায়িত্ব পাওয়ার পরেই শহর থেকে প্রায় উধাও হয়ে গিয়েছে হেলমেট বিহিন বাইক চালক। পাশাপাশি তরুন আধিকারিক ওসি অভিজিৎ সিনহার কড়া পদক্ষেপের জেরে কিছুটা হলেও ধুপগুড়িতে কমেছে বাইক সহ গাড়ি দুর্ঘটনা। এবার ফের নয়া পদক্ষেপের জেরে ধুপগুড়ি শহরের বাসিন্দারা আরো পথ নিরাপত্তা পাবে বলে আশা করছে।

 


পথ নিরাপত্তা আরো জোরদার হল ধূপগুড়িতে

 

আবির ভট্টাচার্য, নিউজ ডেস্কঃ  দুর্ঘটনা রোধ সহ পথ নিরাপত্তা আরো জোরদার করতে ব্যাপক শক্ত পদক্ষেপ নিলো ধুপগুড়ি ট্রাফিক। শহরের জনবহুল বিভিন্ন জায়গা সহ বেশ কিছু জায়গায় পোস্টার টাঙিয়ে বাইক চালক সহ গাড়ি চালকদের সচেতনতা বাড়ায় ধুপগুড়ি থানার ট্রাফিক বিভাগ।

 এদিন ধুপগুড়ি শহরের চৌপথি সহ বেশ কয়েক জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ট্রান্সপোর্ট পরিবহন দপ্তরের নোটিফিকেশনের নির্দেশানুসারে বেশ কিছু পোস্টার সহ সচেতন করতে দেখা যায় বাইক চালক সহ বিভিন্ন গাড়ি চালকদের।

  ধুপগুড়ি থানার ট্রাফিক ওসি অভিজিৎ সিনহা কে এদিন বাইক সহ বিভিন্ন গাড়ি চালকদের সচেতন করতে দেখা যায়। পাশাপাশি ট্রাফিক দপ্তরের থেকে লিফলেটের আকারে ট্রাফিক আইন নিয়ে বিভিন্ন ধারা সহ তার সাজা বিলি করতে দেখা যায়। যদিও এই বিষয় ধুপগুড়ির ট্রাফিক ওসি অভিজিৎ সিনহার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, ধুপগুড়ি থানায় ট্রাফিক ওসি হিসেবে অভিজিৎ সিনহা দায়িত্ব পাওয়ার পরেই শহর থেকে প্রায় উধাও হয়ে গিয়েছে হেলমেট বিহিন বাইক চালক। পাশাপাশি তরুন আধিকারিক ওসি অভিজিৎ সিনহার কড়া পদক্ষেপের জেরে কিছুটা হলেও ধুপগুড়িতে কমেছে বাইক সহ গাড়ি দুর্ঘটনা। এবার ফের নয়া পদক্ষেপের জেরে ধুপগুড়ি শহরের বাসিন্দারা আরো পথ নিরাপত্তা পাবে বলে আশা করছে।