আবির ভট্টাচার্য, দিনহাটা, 29 আগস্ট: চুরি যাওয়া মোটর বাইক সহ দুই জন কে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সত্য রঞ্জন সরকার নামের চিলকির হাট এলাকার এক বাসিন্দার মোটর বাইক চুরি যাওয়ার অভিযোগ জমা পড়তেই নড়েচড়ে বসে কোচবিহার জেলা পুলিশ। সূত্র মোতাবেক খবর পেয়ে গতকাল গভীর রাতে দিনহাটা শহরের চওড়া হাট বাজার এলাকা থেকে দিনহাটা থানার ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টর দীপক রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে দুই জন ব্যক্তি সহ চুরি যাওয়া মোটর বাইক টি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে দিনহাটা থানার আই সি সঞ্জয় দত্ত বলেন , একটি চুরি যাওয়া মোটর বাইক সহ দুই ব্যক্তি কে বাইক চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েচে। এবং ধৃত দের মধ্যে এক জন বাইক চুরি চক্রের পান্ডা বলে তিনি জানান।
Saturday, 29 August 2020
Saturday, 22 August 2020
লকডাউন এর জেরে উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ গণেশ উৎসব জৌলুস হারালো
দিনহাটা,22 আগস্ট: লকডাউন এর জেরে ভাটা পরল উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ ভেটাগুড়ি র গণেশ উৎসবে। বিগত বেশ কয়েক বছর ধরে দিনহাটা মহকুমার প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত ভেটাগুড়ি এলাকায় কোচবিহারের সেলিব্রিটি সাংসদ তথা যুব সমাজের আইকন নিশীথ প্রামাণিকের গণেশ উৎসব হয়ে আসছে। বলাবাহুল্য নিশীথ প্রামাণিকের নিজের হাতে সৃষ্টি করা ভেটাগুড়ি গণেশ উৎসব ইতিমধ্যেই উত্তরবঙ্গ ছাড়িয়ে রাজ্য তথা দেশের মধ্যে অন্যতম নজির গড়ে তুলেছে। বিগত কয়েক বছর ধরে উত্তরবঙ্গের এই শ্রেষ্ঠ গণেশ উৎসব জৌলুষপূর্ণ হলেও করনার প্রকোপ এ এ বছর আরম্ভর পূর্ণভাবে হলো না। এর জেরে স্বভাবতই মন খারাপের পালা চলছে দিনহাটা মহকুমার সহ গোটা উত্তরবঙ্গের সাধারণ মানুষের। যদিও নিয়ম রক্ষার জন্য ভেটাগুড়ি র নিজ বাসভবনে গণেশ পুজো করতে দেখা গেল কোচবিহার সংসদ নিশিথ প্রামানিক কে। বিগত বেশ কিছু বছর ধরে কয়েক কোটি টাকার বাজেটে ভেটাগুড়ির গণেশ উৎসব পালিত হচ্ছে যার অন্যতম কান্ডারী তৎকালীন যুব নেতা তথা বর্তমান কোচবিহার সাংসদ নিশীথ প্রামানিক। কিন্তু কোরোনা র মতন মহামারীর প্রকোপে এবছর পুজো তেমন ধুমধামের সাথে পালন করতে না পেরে খারাপ লাগছে খোদ সেলিব্রেটি সংসদের। বিজেপির সাংসদ নিশীথ প্রামানিক বলেন, গণপতি বাপ্পার পুজোর যথাযোগ্য নিয়ম রক্ষার কারনে এবছর পুজো করলেও কোথায় যেন একটু খারাপ লাগছে। প্রতিবছর এই দিনটায় সমগ্র উত্তরবঙ্গ তথা রাজ্যের অধিকাংশ জেলার বাসিন্দারা ভেটাগুড়ির দিকে তাকিয়ে বসে থাকে। কারণ প্রতি বছর উত্তরবঙ্গের তথা রাজ্যের সর্বশ্রেষ্ঠ গণেশ উৎসব পালিত হয় দিনহাটা মহকুমার ভেটাগুড়ি ময়দানে। কিন্তু এ বছর দীর্ঘ লকডাউন পর্ব চলার পর করোনা মহামারীর প্রকোপ এখনো কমেনি। সে কারণেই এবছর জৌলুস হীন ভাবে সিদ্ধিদাতা গণেশের পুজো হয়। তিনি আরো বলেন, বাবা গনেশের আশীর্বাদে আগামী বছর পৃথিবী সুস্থ হলে দ্বিগুণ আয়োজনে ভেটাগুড়ি গণেশ উৎসব পালিত হবে বলে আশা করি। সাধারণ বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে ভেটাগুড়ি গণেশ উৎসবের জন্য রাজ্য ছাড়িয়ে দেশে অন্যতম স্থান গ্রহণ করেছে। যার মূল উদ্যোক্তা খোদ সাংসদ নিশীথ প্রামানিক। কিন্তু এ বছর করণার কারণে উৎসব বন্ধ থাকলেও আগামী বছরের জন্য দিন গুনতে শুরু করেছে বাসিন্দারা।
তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দিনহাটা এফ-ব্লক জুড়ে পালিত হল দেশের স্বাধীনতা দিবস
দিনহাটা, 15 আগস্ট: দিনহাটা 1 ব্লকের যুবনেতা মাহফুজুর রহমানের নেতৃত্বে দিনহাটা1 ব্লক জুড়ে যথাযোগ্য সম্মান এর সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা পালন করল দেশের 74 তম স্বাধীনতা দিবস। জানা গিয়েছে দিনহাটা এক ব্লকের বিভিন্ন এলাকায় যুবনেতা মাহফুজুর রহমানের নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস ব্লগ জুড়ে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। দিনহাটা এক ব্লকের গীতালদহ, ওকড়াবাড়ি, থেকে শুরু করে দিনহাটা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় যুব তৃনমূলের পক্ষ থেকে কয়েক হাজার চারা গাছ রোপন কর্মসূচী পালিত হয়। যুবনেতা মাহফুজুর রহমান বিষয়টি নিয়ে বলেন, জেলা তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশ অনুযায়ী দিনহাটা এক নম্বর ব্লকে দেশের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি র মাধ্যমে দেশের 74 তম স্বাধীনতা দিবস পালন করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা।


