Saturday, 28 March 2020

পিছিয়ে পড়া পরিবারগুলোর হাতে খাদ্য তুলে দিলো ভেটাগুড়ির উদ্যমী যুবক

শিরোনাম 24 ডেস্ক: লকডাউন এর জেরে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন এক উদ্যমী যুবক। দিনহাটা 1 ব্লকের ভেটাগুড়ি এলাকায় লকডাউন এর জেরে কর্মহীন অবস্থায় পড়ে রয়েছে শ্রমিক পরিবারগুলি। টাকা না থাকার দরুন অর্ধাহারে কোন মতন ভাবে দিন গুজরান করছে তারা। এমন খবর জানতে পেরে এলাকার উদ্যমী তরুণ পেশায় ফল বিক্রেতা বিকি দত্ত বেশ কয়েকটি পরিবারের হাতে চাল,ডাল, ও আলু তুলে দেয়। এর জেরে পরিবারগুলি কিছুটা হলেও সুবিধা হয়। বিকি দত্ত বলেন, লোক মারফত জানতে পারি এলাকার বেশ কিছু পরিবার একবেলা না খেয়ে কাটাচ্ছে। লকডাউন এর জেরে গরিব পরিবারগুলির রোজগার একেবারেই বন্ধ। এমন অবস্থা জানতে পেরে আমার সামর্থ্য অনুযায়ী ভেটাগুড়ি এলাকার বেশ কিছু গরিব পরিবারের হাতে সাধ্যমত চাল-ডাল আলু তুলে দেই। এলাকারই এই স্বহৃদয় যুবক বিকি দত্ত র এহেন কর্ম কাণ্ডে দিনহাটা 1 ব্লকের ভেটাগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় কিছুটা হলেও উদ্বুদ্ধ হয়েছে যুব সম্প্রদায়।
দেশজুড়ে লকডাউন এর মতো মারাত্মক পরিস্থিতির মধ্যেও নিয়ম মেনে এলাকার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে নিজ আয়ের খাদ্য সামগ্রী বিলির ঘটনাকে বাহবা দিচ্ছে সমাজসেবী মহল।

Friday, 13 March 2020

শাসকদলের এক নেতার ঘনিষ্ঠ যুবককে পিস্তলসহ আটক করল এলাকার বাসিন্দারা

শিরোনাম 24: তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার শীর্ষ পর্যায়ের এক নেতা ঘনিষ্ঠ ব্যক্তি কে একটি দেশি পিস্তল সহ আটক করল এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটার গীতালদহ 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায় রাহুল হক নামের এক ব্যক্তি কে। এলাকার বাসিন্দারা সন্দেহজনকভাবে ঘুরতে থাকা ওই যুবককে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার কথায় অসংগতি থাকে । পরবর্তীতে ওই যুবক কোমরের থেকে পিস্তল বার করে শূন্যে গুলি চালায় বলে অভিযোগ। উত্তেজিত এলাকার বাসিন্দারা রাহুল হক নামের ওই যুবককে ব্যাপক মারধর করে স্থানীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে তুলে দেয়।পরবর্তীতে দিনহাটা থানা থেকে বিরাট পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্ত ওই যুবককে নিয়ে আসে। ধৃত ওই যুবক দিনহাটা মহকুমা হাসপাতালে পুলিশ সেলে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গীতালদহ 1 গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি বিষ্ণুপদ বর্মনের ঘনিষ্ঠ ওই যুবক বেশ কিছুদিন ধরে এলাকায় তোলাবাজি সহ নানান অসামাজিক কাজকর্ম করছিল। যদিও অভিযোগ অস্বীকার করে ধৃত ওই যুবক বলে, তাকে রাজনৈতিক হিংসার শিকার করা হয়েছে। বিষয়টি দিনহাটা থানা খতিয়ে দেখছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Friday, 6 March 2020

রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের আমন্ত্রন পেলেন সাংসদ নিশীথ

শিরোনাম 24: একের পর এক অবিস্মরণীয় ঘটনার ইতিহাস গড়তে শুরু করেছে কোচবিহারের সাংসদ নিশিথ প্রামাণিক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের 24 ঘণ্টা কাটতে না কাটতেই ভারতের মহামহিম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ব্রেকফাস্ট টেবিলে আমন্ত্রণ পত্র পেল  কার্যত বাংলার জনপ্রিয় সাংসদ নিশীথ প্রামানিক। জানা গিয়েছে আগামী শুক্রবার সকাল সোয়া নয়টা টা থেকে সংসদ নিশির প্রামাণিক এর সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে বৈঠকে বসবেন রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষন একান্ত বৈঠকের পর রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । তারই মধ্যে রাষ্ট্রপতির মতন দেশের প্রথম ব্যক্তির সঙ্গে জল খাবারের টেবিলে বৈঠকের আমন্ত্রণপত্র কোচবিহার তথা বাংলা প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ জনপ্রিয় সংসদ নিশীথ প্রামাণিকের হাতে আসার ব্যাপারটি জানাজানি হতেই রাজনৈতিক মহলে বিভিন্ন রকম ধারণা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কার্যত কোচবিহারের প্রথম সংসদ নিশীথ প্রামানিক এর চলাচল প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত। এর জেরে আনন্দের জোয়ার বইছে কোচবিহারের সাধারন বাসিন্দাদের মনে। ওয়াকিবহাল মহলের মতে এর জেরে কার্যত ব্যাপক চিন্তার ভাঁজ পড়েছে বিরোধী শিবিরে।  এদিকে বাংলার গেরুয়া শিবিরে নিশীথ প্রামাণিকের জয়জয়কার চলছে। পাশাপাশি কলকাতার শহীদ মিনারে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেছিলেন "ভূমিপুত্র" হবে বাংলার মুখ্যমন্ত্রী। সেই আশায় কোচবিহার থেকে শুরু করে পুরো বাংলা নিশির প্রামাণিক কে ঘিরেই আশায় বুক বাঁধছে। দেশের রাষ্ট্রপতির আমন্ত্রণের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ কোচবিহারের জনপ্রিয় সাংসদ নিশিথ প্রামাণিক বলেন, মহামহিম রাষ্ট্রপতি জল খাবারের টেবিলে যোগদানের আমন্ত্রণপত্র পেয়েছি। ভীষণ আনন্দ লাগছে। বাংলার ও বিশেষ করে কুচবিহারের লোকো সংস্কৃতি থেকে শুরু করে সাধারণ মানুষের পাওয়া না পাওয়ার ঘটনা ওনাকে জানাবো।

Thursday, 5 March 2020

নমো ও নিশীথের বৈঠক , জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলের

শিরোনাম 24 ডেস্ক: কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক কে নিজের দপ্তরে ডেকে পাঠালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার টানা কয়েক ঘন্টা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সাংসদ নিশীথ প্রামানিক। পিএম ও সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতি থেকে শুরু করে চা শিল্প, রাজবংশী সম্প্রদায় সহ একাধিক বিষয় ও রাজনীতির বিভিন্ন দিক নিয়ে দীর্ঘক্ষন আলোচনা চলে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ সাংসদ নিশীথ প্রামানিক এ বিষয়ে তেমন কিছু বলতে চাননি। রাজনৈতিক মহলের মতে, সংসদ তালিকার এক নম্বর  সংসদ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ নিশীথ প্রামানিক কে হয়তো গুরুত্বপূর্ণ কোনো আলোচনার জন্য ডেকেছিলেন খোদ প্রধানমন্ত্রী। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখেই হয়তো আজকের এই দীর্ঘক্ষন আলোচনা সভা চলে নরেন্দ্র মোদি ও নিশীথ প্রামাণিকের মধ্যে। রাজনৈতিক মহলের মতে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে নাম ছড়িয়ে গেছে কুচবিহারের তরুণ সাংসদ নিশীথ প্রামাণিকের। পাশাপাশি বিজেপির শুধুমাত্র কোচবিহার জেলা উত্তরবঙ্গই নয় ইতিমধ্যেই পুরো রাজ্যে র একমাত্র পরিচিত মুখ হয়ে উঠেছে প্রতাপী সাংসদ নিশীথ প্রামানিক। তবে কি বিজেপির তরফ থেকে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব কিংবা ভোট পর্বের দায়িত্ব পেতে পারে নিশিথ? ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। বারংবার নিশিথ প্রামাণিক কে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খুব কাছেই। তার ওপর খোদ প্রধানমন্ত্রী কার্যালয় এ এদিন সাংসদ নিশীথ প্রামানিক কে প্রধানমন্ত্রীর তলব কে ঘিরে কার্যত চিন্তায় পড়েছে বিরোধী পক্ষ। বিষয়টি নিয়ে সাংসদ নিশীথ প্রামানিক রাজধানী দিল্লি থেকে বলেন,  প্রধানমন্ত্রীর অফিস বা পিএম ওতে আজ মাননীয় প্রধানমন্ত্রী র  সঙ্গে কিছুক্ষণ নানান বিষয় নিয়ে আলোচনা হয়। যদিও রাজনৈতিক প্রশ্ন সমস্ত এড়িয়ে গেছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক।

Wednesday, 4 March 2020

শিক্ষকের পাশে দাঁড়ালো সাংসদ ছাত্র নিশীথ

শিরোনাম 24: অসুস্থ শিক্ষকের পাশে দাঁড়ালো সাংসদ ছাত্র। কোচবিহার এর সাংসদ নিশীথ প্রামানিক তার শিক্ষার্থী জীবনের গৃহ শিক্ষক এর অসুস্থতার কথা শুনে বিশেষ তৎপর হতে দেখা গেল। জানা গেছে, দিনহাটা শহর সংলগ্ন মদনমোহন বাড়ি বাইপাস এলাকার বাসিন্দা বিকাশ সরকার পেশায় গৃহশিক্ষকতা কাজ করে ন। দীর্ঘদিন ধরে বিকাশ বাবুর দুটো কিডনিই অকেজো অবস্থায় পড়ে থাকে। আর্থিক অনটন এর কারণে চিকিৎসা মাঝপথেই থামিয়ে দিতে হয়েছিল বিকাশ বাবুর। বিষয়টি কুচবিহারের তরুণ দাপুটে সংসদ নিশীথ প্রামাণিকের কানে যেতেই বিকাশবাবু পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শিক্ষক-ছাত্র সম্পর্কের এক অনন্য নজির গড়লেন। বিকাশবাবু বলেন, ছাত্র অবস্থায় বর্তমানে কোচবিহারের সাংসদ নিশিথ প্রমানিক আমার বায়োলজি বিষয়ের ছাত্র ছিলেন। আমার অসুস্থতার কথা জানতে পেরে তৎক্ষণাৎ বিশেষ তৎপরতার সঙ্গে চিকিৎসার দায়িত্বভার সহ বিশেষ পরিষেবায় বিমানে যাতায়াতের ব্যবস্থা করে দেয়। নিশিথ প্রমানিক যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দিত তাহলে হয়তো বিনা চিকিৎসায় পড়ে থাকতে হতো। বিকাশ বাবু বলেন, ছেলেবেলা থেকেই আদরের বিট্টু খুব দুর্দান্ত বুদ্ধিমান ও ভালো ছাত্র ছিল। আগেই বুঝেছিলাম ও ভবিষ্যতে ভালো একটা জায়গায় পৌঁছে যাবে। কিন্তু এত ভালো জায়গায় পৌঁছাবে সেটা কল্পনা করতে পারিনি। তিনি আরো বলেন, এমন প্রতাপশালী সাংসদ ছাত্র এভাবে আমায় সহযোগিতা করবে এ আমার কল্পনাতীত। বিকাশবাবু স্ত্রী কনিকা সরকার বলেন, শুনেছিলাম কোচবিহারের সাংসদ মানুষরূপী ভগবান । আজ বাস্তবে তার প্রমাণ পেলাম। উনি যেভাবে পাশে দাঁড়িয়েছে সেটা স্বপ্নেও ভাবা যায়নি। হয়তো উনার এই সহযোগিতার কারণে সুস্থ অবস্থায় ফিরতে পারবে বিকাশবাবু। বিষয়টি নিয়ে কোচবিহারের সাংসদ নিশিথ প্রামাণিক বলেন, ছেলেবেলা থেকেই শিক্ষক বিকাশ সরকারের কাছে বায়োলজি পড়তাম। গতকাল রাত্রে জানতে পারি শিক্ষক মহাশয় জটিল রোগে আক্রান্ত। বিষয়টি জানার পর থেকে মানসিকভাবে একেবারে ভেঙ্গে পড়ি। পরবর্তীতে রাজধানী দিল্লির এমইস এ চিকিৎসা সহ যাবতীয় দায়িত্ব ভার নিজের কাঁধে তুলে নেই। প্রত্যেক শিক্ষার্থীর উচিত শিক্ষক-শিক্ষিকাদের পাশে সর্বদা দাঁড়ানো, বলে তিনি উল্লেখ করেন। প্রসঙ্গত, কোচবিহার তথা উত্তরবঙ্গ সহ সমগ্র পশ্চিমবঙ্গের এক বিখ্যাত ব্যক্তিত্ব কোচবিহারের তরুণ সাংসদ নিশীথ প্রামানিক। শুধু রাজনীতির ময়দানে গোল করেই তিনি থেমে থাকেন না। ঝাঁপিয়ে পড়তে দেখা যায় দরিদ্র থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের বিপদের সময়। প্রতিনিয়ত তিনি আর্থিক ভাবে পিছিয়ে পড়া বিভিন্ন মানুষের সেবা করে যান। এদিন তার ছেলে বেলার শিক্ষকের বিপদে ঝাঁপিয়ে পড়ার কর্মকান্ড শিক্ষক-ছাত্র সম্পর্কের এক অনন্য নজির গড়লো।

Tuesday, 3 March 2020

লোক সংস্কৃতি নিয়ে বিরাট সাফল্যের পথে নিশীথ

শিরোনাম 24: এই প্রথম স্থানীয় লোকসংস্কৃতি জাতীয় স্তরে তুলে ধরতে কেন্দ্রীয় সরকারের পর্যটন ও সংস্কৃতি দফতরের উদ্যোগে কোচবিহারে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব। আজ দিল্লী থেকে ফোনে এখবর জানিয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ওই অনুষ্ঠান হবে কোচবিহারে। থাকবেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা।  তবে জেলার কোথায় ওই অনুষ্ঠান করা হবে তা এখনও ঠিক হয় নি। ৭ মার্চ কোচবিহারে ফিরে সাংসদ নিশীথ প্রামাণিক স্থানীয় স্তরে বৈঠক করে অনুষ্ঠানের স্থান নির্বাচন করবেন বলে জানা গিয়েছে।  সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, “কোচবিহার সহ উত্তরবঙ্গের যে সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে।যা গোটা দেশের মানুষের কাছে তো বটেই আন্তর্জাতিক স্তরেও পৌঁছানো প্রয়োজন, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের পর্যটন ও সংস্কৃতি দফতরের মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের সাথে কথা বলেছি। তারপরেই এবছর ২৬ জানুয়ারির দিল্লীর অনুষ্ঠানে কোচবিহারের চন্ডী নৃত্য তুলে ধরা হয়েছে। এবার রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের মত অনুষ্ঠান কোচবিহারে করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকারের ওই মন্ত্রক।”সাংসদ জানিয়েছেন, প্রত্যেক বছর কেন্দ্রীয় সরকারের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রক দেশের দুটি জায়গায় এই রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব হয়। তবে কোচবিহারে এর আগে এই অনুষ্ঠান হয় নি। কিন্তু কোচবিহারের ভাওয়াইয়া গান, বৈরাতী নৃত্য, চণ্ডী নৃত্য, বিষহরা সহ বিভিন্ন ধরনের সংস্কৃতি যেমন রয়েছে। সংস্কৃতি মহোৎসবে সে সব তুলে ধরা হবে। পাশাপাশি লোকশিল্পীদের সম্মান জানানো ও আর্থিক সুবিধা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এছাড়াও কোচবিহার জেলার একটি রাজ ইতিহাস রয়েছে। রয়েছে রাজাদের নির্মিত বহু প্রাচীন স্থাপত্য। যা দেশ বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। কিন্তু এর আগে কেন্দ্রীয় সরকারের কাছে সেই বার্তা সেভাবে কেউ পৌঁছাতে পারে নি বলে সাংসদ নিশীথ প্রামাণিক দাবি করেছেন। আর তাই তিনি এবার কোচবিহার থেকে বিজেপির সাংসদ হয়ে দিল্লীতে পৌঁছানোর পর রাজ আমলের নারায়ণী সেনার নামে ভারতীয় সেনাতে রেজিমেন্ট তৈরির জন্য যেমন লোকসভায় সোচ্চার হয়েছেন।
একই ভাবে কোচবিহার সহ উত্তরবঙ্গের সংস্কৃতি ও ইতিহাসকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর জন্য তাঁকে তৎপর হতে দেখা যাচ্ছে। সাংসদ বলেন, “লোকসংস্কৃতি শিল্পী, সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত কৃতি ব্যক্তিত্বদের সম্মান জানানো এবং সরকারি আর্থিক সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্প রয়েছে। সেই সব প্রকল্প থেকেও সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাজ করার চেষ্টা করে যাবো।

Monday, 2 March 2020

ব্যাপক খারাপ অবস্থায় মা গঙ্গা

শিরোনাম 24 ডেস্ক: বিপজ্জনক অবস্থায় রয়েছে দক্ষিণেশ্বর ঘাটের মা গঙ্গা।  পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাম্প্রতিক রিপোর্টে ভয়াবহ তথ্য দেওয়া হয়েছে ১৭টি নদী সম্পর্কে। ১৭টি নদীর জল স্নান করার অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। এই নদীকে কেন্দ্র করেই লক্ষ লক্ষ মানুষের বাস এবং সেখানেই স্নান করেন তাঁরা।
সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণেশ্বর সংলগ্ন গঙ্গার জলের। প্রতিদিন এই ঘাটে প্রায় ৫০ হাজার মানুষ পূণ্যস্নান করেন। প্রায় ৪৪টি জায়গা থেকে গঙ্গার জল তুলে পরীক্ষা করা হয়েছে। দক্ষিণেশ্বরের জলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এতে বায়োকেমিকাল অক্সিজেন ডিমান্ডের পরিমাণ অত্যন্ত খারাপ। জলে অক্সিজেনের মাত্রা এতটাই কম যে মাছও বেঁচে থাকতে পারবে না। এতে ভয়াবহ রোগের হাতছানি রয়েছে মানুষের।
গঙ্গার জল ১৪টি জায়গা থেকে নেওয়া হয়েছে। উত্তর ও হিমালয় সংলগ্ন এলাকা থেকে ৫টি নদীর জল, পশ্চিম থেকে ১৯টি এবং দামোদরের ১০টি জায়গা থেকে জল পরীক্ষা করা হয়েছে। এই প্রতিটি জায়গার জলই স্নানের অযোগ্য বলে দাবি করেছে PCB-র রিপোর্ট। যোগ্যতায় থাকা প্রয়োজন (5mg/litre dissolved oxygen; 3ml/litre biochemical oxygen demand and 500MPN/100ml coliform bacteria)
নদীগুলির অবস্থা মৃতপ্রায়। নিকাশি ব্যবস্থা নদীগুলি থেকে দ্রুত দূরে সরানো উচিত। পর্ষদের চেয়ারম্যানও নদীগুলির ভয়াবহ দূষণের কথা মেনে নিয়েছেন। কয়েক দশক আগে নদীগুলির দূষণ পরীক্ষা করা হয়েছিল। সেই সময় থেকে বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ বলে মনে করেন তিনি।
বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক বলেন , বিষয়টি খুবই চিন্তার। পুরান মতে যুগ যুগ ধরে মানুষের পাপ নাশ করে পূর্ণ প্রদানকারী মা গঙ্গার এমন অবস্থা খুবই খারাপ। অবিলম্বে মা গঙ্গা কে স্বচ্ছ ও নির্মল করার বিষয় সবাই কে উদ্যোগ নিতে বলেন।