Saturday, 5 October 2019

পাহাড়ে ফের বন্ধ, বিপাকে সিকিম দার্জিলিংয়ের পর্যটকেরা

আবির ভট্টাচার্য, দার্জিলিং, ৪ অক্টোবর: পাহাড়ে ফের বন্ধের ডাক দিল চা বাগানের শ্রমিক সংগঠন। হঠাৎ করে এই বন্ধের জেরে পুজোর মরশুমে বিপাকে পড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা। বন্ধ কে কেন্দ্র করে সকাল থেকেই ব্যাপক প্রভাব দেখা যায় কার্শিয়াং, কালিম্পং, মিরিক, চকবাজার, তিনধরিয়া, রহিনি সহ বিভিন্ন জায়গায়। দার্জিলিংয়ের এই বন্ধের জেরে সিকিমের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ প্রায় বন্ধ। গুরুত্বপূর্ণ যানবাহন ছাড়া কোন গাড়ি দার্জিলিং বা সিকিম এর উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে যাচ্ছে না এমনকি আসছে ও না। একাধিক দাবি-দাওয়া নিয়ে চা বাগানের শ্রমিক সংগঠনের ডাকা এই বন্ধ কে সমর্থন জানায় বাম ডান সহ পাহাড়ের সব কয়টি রাজনৈতিক দল। 12 ঘন্টার জন্য এই বন্ধ ডাকা হলেও মালিকপক্ষ শ্রমিকদের দাবি-দাওয়া মেনে না নিলে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেওয়ার পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামবে বলে সাফ জানিয়ে দেয় চা বাগানের শ্রমিকরা। বন্ধের জেরে ব্যাপক বিপাকে পড়ে পুজোর ছুটি কাটাতে আসা পর্যটকেরা। শৈল রানী র টানে আসা পর্যটকদের শীতকে উপেক্ষা করে রীতিমত রাস্তায় বসে থাকতে দেখা যায়। পুজোর ছুটির মরশুমের এই বন্ধ কে সমর্থন জানায় পাহাড়ের ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে গাড়ি ব্যবসায়ীরা। 

Wednesday, 2 October 2019

প্রধানমন্ত্রী র পছন্দের সংসদ কে দেখা গেলো স্বচ্ছ ভারত মিশনে

কলকাতা,২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দের সাংসদ নিশীথ প্রামানিক কে দেখা গেল উত্তর কলকাতায় স্বচ্ছ ভারত মিশন এর প্রচার করতে। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের একাধিকবার দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছাকাছি যেতে। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রজেক্ট কে বাস্তব রূপ দিতে অফুরন্ত চেষ্টা করে কোচবিহারের সেলিব্রেটি তরুণ সংসদ নিশীথ প্রামানিক।
  উত্তর কলকাতার পানিহাটি এলাকায় উত্তরের এই আইডিয়াল ফিগার নিশীথ প্রামানিক নিজে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা যায়। পাশাপাশি প্লাস্টিক বন্ধের প্রচার চালান তিনি। বড় থেকে ছোট সমস্ত ব্যবসায়ীদের দোকান দোকান ঘুরে তাদের হাতে কাপড়ের ব্যাগ তুলে দেন সাংসদ নিজে। পাশাপাশি চলে প্লাস্টিক ব্যবহারের নানান খারাপ দিক নিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতাদের বোঝানোর পালা। কার্যত পুরোটাই নিজের হাতে সামলান সাংসদ।  এদিন প্লাস্টিক বিরোধী ও স্বচ্ছ ভারত মিশন এর প্রচার কালে প্লাস্টিকের থেকে আমাদের পরিবেশ দূষণের পাশাপাশি মাটি জল সহ নানান প্রাকৃতিক পদার্থ দূষিত হওয়ার কারণ জনসমক্ষে তুলে ধরেন তিনি। পরবর্তীতে শুরু হয় পানিহাটি বাজারের রাস্তা ও আবর্জনা পরিষ্কার এর পালা। নিজের হাতেই ঝাড়ু তুলতে দেখা যায় কোচবিহারের সেলিব্রেটি সাংসদ প্রমানিক কে। বিজেপির এই সেলিব্রেটি সংসদ নিশির প্রামাণিক বলেন, মহাত্মা গান্ধীর জন্ম দিবস উপলক্ষে সারাদেশ বাসীর সঙ্গে আমি নিজেও স্বচ্ছ ভারত মিশন এ হাত লাগাই। যেই দেশে আমরা থাকছি যেই প্রকৃতি থেকে আমরা অক্সিজেন নিচ্ছি সেগুলো কে রক্ষা করা স্বচ্ছ রাখা আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত।