Thursday, 27 September 2018

দিনহাটা এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন মফিজুল


আবির ভট্টাচার্য্য, শিরোনাম ২৪ ডেস্ক, 27 সেপ্টেম্বর: নির্বিঘ্নে দিনহাটা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন পর্ব শেষ হলো। এদিন বোর্ড গঠন কে ঘিরে দিনহাটা 1 ব্লকের বিডিও অফিস পঞ্চায়েত সমিতির অফিস এর এলাকায় দেখা যায় কড়া পুলিশি পাহারা। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় জারি থাকে 144 ধারা।  বোর্ড গঠন পর্বের কারণে  তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশিথ প্রামানিক দিনহাটা 1 ব্লক অফিসের সামনে উপস্থিত থেকে বোর্ড গঠন করায়। বৃহস্পতিবার দিনহাটা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয় মফিজুল হক (মফিজ) সহ সভাপতি নির্বাচিত হয় পরীক্ষিত বর্মন। এদিনের এই পোর্ট গঠন পর্বে নিশিথ প্রামানিক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহবায়ক নারায়ণ শর্মা, দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় সহ তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। দিনহাটা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয় মফিজুল হক বলেন, ছেলেবেলা থেকেই মানুষের জন্য কিছু করার স্বপ্ন ছিল। তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক তথা আমার প্রিয় দাদা নিশীথ প্রামানিক এর প্রচেষ্টায় ছেলেবেলার স্বপ্ন পূরণ *হল। মফিজুল আরো বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর এলাকার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা হাত থেকে মুক্তি দিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই। তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন, সারা কোচবিহার জেলায় জুড়ে যেভাবে তৃনমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছে, ঠিক তেমন ভাবে আমরা দিনহাটা নং ব্লকের পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করলাম। আমরা তৃনমূল যুব কংগ্রেস তৃনমূল কংগ্রেস সবাই এক একসাথে চলতে চাই আগামী দিনে। সকলে মিলে আমরা আজ বোর্ড গঠন করলাম। তৃনমূল যুব কংগ্রেস তৃনমূল কংগ্রেস বলে কোন কথা নেই। আমরা সবাই তৃনমূল কংগ্রেস। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা তৃনমূল কংগ্রেস করি, তাই আমরা গর্ববোধ করি। আগামীতে আমরা তৃনমূল কংগ্রেস পরিচয় দিয়ে চলতে চাই।

Tuesday, 25 September 2018

দেওয়ানহাট কাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ছন্দা প্রামাণিক

শিরোনাম 24 ডেস্ক, 25 সেপ্টেম্বর: দেওয়ানহাট কান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন নিশীথ প্রামানিক এর  মা ছন্দা প্রামাণিক। এদিন কোচবিহার এক ব্লকের দেওয়ান হাটের বালাসী এলাকায়  ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে বাচ্চাদের পোশাক থেকে শুরু করে মহিলা পুরুষ ও বৃদ্ধদের যাবতীয় পোশাক সহ শিশুদের খাবার, শুকনো খাবার ও জল তুলে দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাসও তিনি দেন। এই দিন ছন্দা দেবীর সাথে ঘটনাস্থলে যান বিশিষ্ট সমাজসেবী নারায়ণ শর্মা, তপন বর্মণ সহ কয়েকজন।   ছন্দা দেবী জানান, দেওয়ানহাট কাণ্ডের জেরে জানতে পারি অসংখ্য মানুষ চালচুলো হারিয়ে রাস্তায় নেমেছে। আট থেকে আশি প্রত্যেকেই প্রায় অর্ধাহারে এমন কি কেউ কেউ অনাহারে পর্যন্ত দিন কাটাচ্ছে। এ ঘটনা জানতে পেরে মানবিকতার খাতিরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই।  প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর সকালে বালাসি গ্রামে ঢুকে অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতি একের পর এক তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকদের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। ওই ঘটনায় প্রচুর বাড়ি পুরোপুরি  ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও বেশ কিছু বাড়ি ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে কোচবিহার পুলিশ সুপার ভোলানাথ পান্ডে নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অস্থায়ী পুলিশ পিকেটিং বসানো হয়। এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্তদের কথা শুনে ছন্দা  দেবী এদিন সাহায্যের হাত বাড়িয়ে দেন।

Saturday, 22 September 2018

দলেরই যুব কর্মিদের বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি লুটতরাজের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে


শিরোনাম ২৪ ডেস্ক ,  পর্ব-১,  22 সেপ্টেম্বর: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দেওয়ান হাট এর বিস্তীর্ণ এলাকা গোষ্ঠী কোন্দলের জেরে 40 টিরও বেশি বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে, কোচবিহার১ ব্লকের দেওয়ানহাট এর বালাসি এলাকার  তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি ব্যাপক হারে লুটপাট চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত বহিরাগত কিছু দুষ্কৃতী এই হামলার জেরে অগ্নিদগ্ধ অবস্থায় কোচবিহার এম জে এন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক বৃদ্ধ  ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা যায় পরবর্তীতে কোচবিহার জেলা পুলিশ সুপার : ভোলানাথ পান্ডে নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে এলাকায় কমব্যাট ফোর্স জওয়ানদের মোতায়েন করা হয় অস্থায়ীভাবে এলাকায় বসানো হয় পুলিস পিকেট   স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার ভোরে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্বে নির্দেশে  প্রায় 400  জোনের মত বহিরাগত কিছু দুষ্কৃতীরা এলাকার   তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ লুটতরাজ চালায় বলে অভিযোগ এই হামলার হাত থেকে বাদ যায়নি এক যুব কর্মীর  বাড়ির টিয়া পাখি অভিযোগ, খাঁচা বন্দি টিয়া পাখিটির গায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় পাখিটিকে   ঘটনার জেরে সহায় সম্বল হীন অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে এলাকার প্রায় চল্লিশটির বেশি পরিবার যদিও বিষয়টিকে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশিথ প্রামাণিক বলেন, ঘটনাটি খুব মর্মান্তিক তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের এইরকম দুঃসময় দল তাদের পাশে আছে বলে তিনি উল্লেখ করেন