শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা,
৭ জুনঃ পুটিমারী ১নং অঞ্চল খারিজাবালাকুড়া গ্রামে ইফতার পাটিতে অংশ নিলো দিনহাটা ১নং ব্লকের যুবনেতা তথা নিশীথ প্রামাণিক
ঘনিষ্ঠ আনন্দ বর্মন । এদিনের ইফতার পার্টিতে এলাকার নেতা কে কাছে পেয়ে খুশী সকলেই ।
চলে দেদার সেলফি তোলা । এলাকার অন্যতম এই নেতা
আনন্দ বর্মনের সাথে ইফতার পার্টিতে অংশ নেয় , রফিক হুসেন , লেবু , নুরুল হুদা ,মানরুল
হক, মফিজ মিয়া সহ প্রমূখ ।
Thursday, 7 June 2018
তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দিনহাটার কৃতী ছাত্র কে সংবোর্ধনা দিল নারায়ন শর্মা
শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা,
৭ জুনঃ মাধ্যমিক পরিক্ষায় রাজ্যে ষষ্ঠ দিনহাটা হাই স্কুলের ছাত্র সুমিত বাগচী কে তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সংবোর্ধনা
জানালেন দিনহাটা এক ব্লকের আহ্বায়ক নারায়ন শর্মা । মধ্যমিকের এই কৃতী ছাত্রকে
তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নিশীথ প্রামানিকের নির্দেশে নারায়ন শর্মার
নেতৃত্বে প্রায় ১০০ জনের একটি দল সংবোর্ধনা জানায় । এদিন রাজ্যে ষষ্ঠ সুমিত বাগচীকে মিষ্টি মুখ
করানোর পাশাপাশি একটি সুন্দর ফুলের তোড়া
তাঁর হাতে তুলে দেয় নারায়ন শর্মা ।এই সংবোর্ধনায় উপস্থিত ছিলেন অর্জুন চক্রবর্তী ,
নাজির হোসেন , বাপি হোসেন , হামিদুল হোসেন , দুলাল শর্মা , সফিকুল ইসলাম সহ প্রমুখ
। তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা ১ ব্লক আহ্বায়ক
নারায়ন শর্মা বলেন , তৃনমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সাধারন সম্পাদক নিশীথ
প্রামানিকের নির্দেশে তৃনমূল যুব কংগ্রেসের তরফে মাধ্যমিক পরিক্ষায় রাজ্যে ষষ্ঠ দিনহাটা হাই
স্কুলের ছাত্র সুমিত বাগচীকে এদিন সংবোর্ধনা জানানো হয় । নারায়ন বাবু আরো বলেন ,
রাজ্য তথা দিনহাটার গর্ব এই ছাত্র কে শুধু সংবর্ধনাই নয় ভবিষ্যতেও তাঁর পাশে তৃনমূল যুব
কংগ্রেস আছে বলে তিনি জানান ।
Friday, 1 June 2018
তৃণমূল যুব কংগ্রেস কাউকে ভয় পায়না , সাফ জানিয়ে দিলো তৃনমূল যুব নেতৃত্ব
![]() |
| যুব নেতা আনন্দ বর্মন |
শিরোনাম ২৪ ডেস্কঃ তৃণমূল
যুব কংগ্রেস কাউকে ভয় পায়না , সাফ জানিয়ে দিলো তৃনমূল যুব নেতৃত্ব । গত রবিবার
দিনহাটার আপন ঘড়ে তৃনমূল কংগ্রেসের তরফে একটি বৈঠক ডাকা হয় । সেখানে দিনহাটা শহরের
প্রতিটি ওয়ার্ডে শান্তি রক্ষার্তে ১০ থেকে ১২ জনের একটি দল গঠনের সিদ্ধান্ত নেয়
তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব । এলাকার কোন সমস্যা হলে ১০ থেকে ১২ জনের ওই দলটিই তাঁর
মীমাংসা করবে বলেও ঠিক করে তৃনমূল কংগ্রেস । তৃনমূল যুব কংগ্রেসের বিরুদ্ধে এযেন
রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয় তৃনমূল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের । এর
পরিপ্রেক্ষিতে তৃনমূল যুব কংগ্রেসের ১ ব্লকের যুব নেতা আনন্দ বর্মন বলেন ,
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নিশীথ
প্রামানিকের আদর্শে চলছে তৃনমূল যুব
কংগ্রেস ।দিন মজুর থেকে শুরু করে খেটে খাওয়া মানুষের দল তৃনমূল যুব কংগ্রেস । তৃনমূল যুব কংগ্রেস সার্থপর , চক্রান্তকারী দের
বিরুদ্ধে লড়ছে । আনন্দ বাবু আরো বলেন ,
তৃনমূল কংগ্রেস গত রবিবারের বৈঠকে গ্রামের
সহজ সরল কিছু ছেলেদের নানা লোভ দেখিয়ে ডেকে এনে মিটিং করছে । তিনি আরো বলেন ,
তৃনমূল যুব কংগ্রেস অন্যায় কোনোদিন বরদাস্ত করবে না । আত্যচার ও আত্যাচারীদের বিরুদ্ধে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও
দেন দিনহাটা ১ ব্লকের এই যুব নেতা ।

