Wednesday, 30 May 2018

আগামীতে বিট্টুর চোখদিয়ে গোট উত্তরবঙ্গ কে দেখতে চায় দল, জল্পনা রাজনৈতিক মহলে


শিরোনাম ২৪ ডেস্কঃ পেট্রল ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলো তৃণমূল যুব কংগ্রেস ।মঙ্গলবার  কলকাতার গার্ন্ধী মূর্তি পাদদেশ থেকে শুরু করে কালিঘাট পর্যন্ত রাজ্যস্তরের তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে এই মিছিল বিভিন্ন পথ পরিক্রমার পাশাপাশি গান্ধীমূর্তির পাদদেশে কয়েক ঘন্টার অবস্থান বিক্ষোভে বসে । এই মিছিলের প্রথম সাড়িতে  অভিষেক বন্দোপাধ্যায়ের সাথে পা মেলান কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক । পাশাপাশি চলে সারাদিন ব্যাপী বিক্ষোভ কর্মসূচী ।গান্ধি মূর্তি পাদদেশে বিক্ষোভ কর্মসূচী চলাকালীন অভিষেক বন্দোপাধ্যায়ের পাশেই দেখা যায় নিশীথ প্রামানিককে । বিক্ষোভ চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন , সাধারন মানুষের কথা চিন্তা না করেই রান্নার গ্যাস থেকে শুরু করে  পেট্রোল ডিজেলের অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি করে যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার । পাশাপাশি তিনি আরো বলেন , সারদা কান্ড সহ বিভিন্ন চিটফান্ডের সাথে বিজেপি নেতৃত্ব সহ বিজেপির বহু সমর্থকের নাম ও ছবি প্রকাশ্যে আসার পরেও সিবিআই বেছে বেছে শুধু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে কর্মী ও সমর্থকেদেরই আটক করছে । এটা রাজনৈতিক চক্রান্ত বলেও তিনি উল্লেখ করেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বলেন , মদন মিত্র জেলে ঢুকেছিল বেড়াল হয়ে আর জেল থেকে বেড়িয়েছে বাঘ হয়ে বলে তিনি উল্লেখ করেন । আগামী লোকসভা নির্বাচনে দিল্লি মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় কে বসানোর জন্য তৃনমূল যুব কংগ্রেস বদ্ধ পরিকর বলে তিনি জানান । এদিনের  গান্ধি মূর্তি পাদদেশে বিক্ষোভ কর্মসূচী থেকে শুরু করে মিছিল সবেতেই কোচবিহারের “রোল মডেল” নিশীথ প্রামানিক ও অভিষেক বন্দোপাধ্যায়ের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসতেই  রাজনৈতিক মহলে ইতি মধ্যেই নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে । তথ্যবিজ্ঞ মহলের মতে নিশীথ প্রামানিকের চোখ দিয়েই আগামীদিনে পুরো উত্তরবঙ্গকে দেখবেন অভিষেক বন্দোপাধ্যায় । যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নিশীথ প্রামাণিক এই বিষয়ে তেমন কিছু বলতে না চাইলেও তিনি বলেন , অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমূল যুব কংগ্রেস চলছে । আগামীতেও চলবে  বলে তিনি উল্লেখ করেন । নিশীথ প্রামাণিক আরো জানান, লোকসভা নির্বাচনে কোচবিহার সহ সব কয়টি আসনই তাদের দখলে রাখার জন্য যাবতীয় কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ।

Friday, 18 May 2018

বিরোধীদের চক্রব্যূহ ভেদ করে নির্বাচনে জয় বিট্টুর


 শিরোনাম ২৪ ডেস্কঃ নির্বাচনের ফলাফল প্রকাশের পর “বিট্টু”-র জয়ে খুশী সকল স্তরের মানুষ । শুক্রবার দিনহাটা ১ ব্লকের প্রায় সর্বত্রই চলে দেদার আবির খেলা । তাঁর সাথে বাজি পটাকার আওয়াজে সরগরম থাকে বিস্তৃর্ন এলাকা । তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সাধারন সম্পাদক নিশীথ প্রামানিকের বাড়িতে দিন ভর চলে মিষ্টি মুখ তাঁর সাথে প্রনামের হিরিক । জেলা পরিষদের বিজয়ী প্রার্থী সহ অঞ্চল ও পঞ্চায়েত সমিতির বিজয়ী প্রার্থীরা একের পর এক এই যুব নেতার সাথে দেখা করতে হাজির হয় । দিনহাটা এক ব্লকের অধিকাংশ অঞ্চল নিজের দখলে এনে বেশ খুশীর মেজাজেই ছিলেন এই যুব নেতা। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার থেকেই দিন-রাত জেগে পরিশ্রমের ফলে এই জয় , বলছেন তাঁর অনুগামীরা । কেউ আবার বলছেন রাজনীতির মহাভারতে এযেন “অভিমূন্য” জয় । মহাভারতে অর্জুন পুত্র অভিমূন্য কুরুক্ষেত্র যুদ্ধে তের দিনের মাথায় মাত্র ষোল বছর বয়সেই একা চক্রব্যূহে প্রবেশ করে একে একে শত্রু পক্ষের বীর যোদ্ধাদের নাশ করেছিলেন । তাঁর সহযোগী ছিলেন একমাত্র তিনি নিজেই । ঠিক পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ে যুব নেতা নিশীথ প্রামানিক ও একাই অভিমুন্যের ন্যায়  এই নির্বাচন মহাভারত যুদ্ধে জয় লাভ করে বলে তাঁর অনুগামীদের মত । আবার কেউ বলেন , “পরিবার তান্ত্রিক” রাজনীতি যখন দিনহাটা ১ ব্লকে চলছে তখন জেলার এই “রোল মডেল” যুব নেতা নিশীথ প্রামানিকের উন্নয়ন মূলক কর্মকান্ডে শামিল হতে চাইছে অনেক জয়ী প্রার্থীই । তবে এ সব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নিশীথ প্রামাণিক একটি বক্তব্য না করে তিনি বলেন , “নির্বাচনের ফলে বোঝাগেল মানুষ আমাদের সাথে আছে । ভবিষ্যতে যাতে আরো মানুষের ভালোবাসা সহযোগিতা পাই তাঁর চেষ্টা অবিরাম চালিয়ে যাবো” ।


নিশীথ প্রামানিকের কাজে উদ্বুদ্ধ জন সাধারন সে কারনেই এই জয় , বললেন যুব নেতা আনন্দ


শিরোনাম ২৪ ডেস্কঃ পুটিমারি পঞ্চায়েত সমিতি কার্যত দখলের পর খুশির হাওয়া বইছে তৃণমূল যুব কংগ্রেসের অন্দরে । নির্বাচন কমিশনের তরফে এখনো কোন প্রেস বিজ্ঞপ্তি না দিলেও সূত্রের খবর পুটিমারি ১ গ্রাম পঞ্চায়েতের মোট পনেরোটি আসনের মধ্যে ১০ টি আসনই তৃণমূল যুব কংগ্রেস নিজেদের দখলে নেয় । তৃণমূল যুব কংগ্রেস সূত্রে জানা গিয়েছে , অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নিশীথ প্রামানিকের নির্দেশে যুব নেতা আনন্দ বর্মন পুটিমারি গ্রাম পঞ্চায়েত দখলের দায়িত্বে ছিলেন । পঞ্চায়েত নির্বাচনের আগেই যুব নেতা আনন্দ বর্মন দাবী করেন তৃনমূল যুব কংগ্রেস পুটিমারি গাম পঞ্চায়ত তারাই দখল করবে ।  পুটিমারি এলাকায় একের পর এক গোষ্ঠী কোন্দলের জেরে বিভিন্ন সময় উত্তেজনা ছড়ায় । যদিও নির্বাচন শান্তি পূর্ণ হয়ছে বলে প্রশাসন সূত্রে খবর । জানা গিয়েছে পুটিমারি এলাকায় যুব তৃণমূলের কিছু প্রার্থী নির্দলের হয় লড়েছিল । গতকাল মধ্য রাতে ভোট গননা পর্ব শেষ হলেও সংবাদ লেখা পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোন প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি । ফলাফল জানতেই পুটিমারি এলাকার যুব তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারন মানুষ যুব নেতা আনন্দ বর্মন ও রফিক লেবু কে মালা পরিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে । প্রিয় নেতার সাথে চলে দেদার সেলফি তোলা । বিষয়টি নিয়ে নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠ যুব নেতা আনন্দ বর্মন বলেন , নিশীথ প্রামানিকের আদর্শে নির্বাচনে লড়াই করে তৃণমূল যুব কংগ্রেস পুটিমারি গ্রাম পঞ্চায়েত দখল করে । তিনি আরো বলেন , নিশীথ প্রামানিকের কাজে মানুষ উদ্বুদ্ধ হয়ে তৃনমূল যুব কংগ্রেস কে জয়ী করেছে । পাশাপাশি আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আনন্দ বাবু জানান ।

Monday, 14 May 2018

একের পর এক অঞ্চল দখল, তৃণমূল যুবর


শিরোনাম ২৪ ডেস্ক কোচবিহারঃ একের পর এক অঞ্চল দখল । এ যেন এক ফিল্মি কায়দায় পঞ্চায়েত ভোট পর্বের আগেই কার্যত  ৫০ শতাংশ অঞ্চল দখল নিজের দখলে নিয়ে নিয়েছে “বিট্টু”র নেতৃত্বে তৃনমূল যুব কংগ্রেস । কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক ওরফে বিট্টুর এহেন কর্মকান্ড কে জেলা বাসীদের মধ্যে অনেকেই “ফিল্মী কায়দা” আখ্যা দিয়েছে কেউ আবার বিট্টুকে বলেছে “মডেল” । বিট্টুর জনপ্রিয়তা দিনকে দিন এতটাই বেড়ে যাচ্ছে যে তাকে নকল করে ইতিমধ্যেই অধিকাংশ যুবক রাখছে তাঁর কায়দায় দাড়ি । জানা গিয়েছে, দিনহাটা মহকুমার ১৬ টি আসনের মধ্যে ইতিমধ্যেই ৮টি আসন কার্যত তৃনমূল যুব কংগ্রেস নিজেদের দখলে নিয়েছে । সুত্রের দাবী বাকি আটটি আসনের মধ্যেও সিংহভাগ আসন খুব শীঘ্রই যুবদের দখলে চলে আসবে । ভেটাগুড়ি থেকে শুরু করে গোসানিমারী পর্যন্ত পুরো এলাকাই যুবরা কার্যত নিজেদের দখলে নিয়ে নেয় । মাতালহাট সমেত কয়েকটি আসনে যুবদের একটু আসুবিধে হলেও বর্তমানে নিজেদের দখলে আসে বলেই দাবী করছে তৃণমূল যুব কংগ্রেসের জেলা নেতৃত্ব । একের পর এক পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে  গ্রাম প্রধান সহ হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে তৃণমূল যুব কংগ্রেসে যুক্ত হচ্ছে । দিনকে দিন বেড়ে যাচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সদস্য সংখ্যাও । অভিযোগ , “পরিবার তান্ত্রিক” দল ছেড়ে মানুষ চাইছে স্বতন্ত্রতা । সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়েতৃণমূল যুব কংগ্রেসে আসা  নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন , “দিনহাটা এক ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা নিজে জেলা পরিষদের প্রার্থী , তাঁর স্ত্রী পঞ্চায়েত সমিতির প্রার্থী , তাঁর মা পঞ্চায়েত প্রার্থী , তাঁর মামিমা পঞ্চায়েতের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছে । সে কারনে একে পরিবার তান্ত্রিক ছাড়া আর কিছু বলা যায় না”। আবার কারো কারো মতে বিপদের যে বন্ধু তাঁর সাথেই তো থাকতে হয় । তথ্যবিজ্ঞ মহলের মতে , সামনে বিধানসভা নির্বাচন কে নজরে রেখে এগোচ্ছে বিট্টু । তবে এ প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নিশীথ প্রামাণিক বলেন , মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেসের পথ চলা । মানুষের পাশে সব সময় আছি এবং থাকবো ।