Sunday, 29 April 2018

ভেটাগুড়িতে জয়জয়কার তৃণমূল যুব কংগ্রেসের


শিরোনাম ২৪ ডেস্ক , দিনহাটাঃ ভেটাগুড়িতে জয়জয়কার তৃণমূল যুব কংগ্রেসের ।  দিনহাটা নম্বর ব্লকের ভেটাগুড়ি ১ ও ভেটাগুড়ি ২ এই দুটি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃনমূল যুব কংগ্রেস মনোনীত প্রার্থীরা জানা গিয়েছে, ভেটাগুড়ি নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ১০ আসনের মধ্যে টি আসনেই যুব তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছে অন্য দিকে  ভেটাগুড়ি  গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৪ টির তৃণমূল যুব কংগ্রেসই টি তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ফলে ওই গ্রাম পঞ্চায়েত দুটিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নিশীথ প্রামানিকের জয়জয়কার অব্যাহত ।শনিবার সন্ধ্যায় ভেটাগুড়ি এলাকায় এই জয়ের পড়ে আবির খেলায় মেতে ওঠে এলাকার বাসিন্দা থেকে শুরু করে তৃনমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা । জেলার প্রিয় নেতা নিশীথ প্রামানীকের পাশে দারিয়ে চলে দেদার সেলফি তোলা । তারই সাথে শুরু হয় মিষ্টি মুখ। বিষয়টি নিয়ে কোচবিহার জেলা সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন , এই জয় মা,মাটি,মানুষের । আগামীতে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশমত উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ।

Saturday, 28 April 2018

তৃনমূল যুব কংগ্রেসের পার্টি অফিসে অগ্নি সংযোগ, ছেড়া হলো মুখ্যমন্ত্রীর ছবি


শিরোনাম ২৪ ডেস্ক ২৮ এপ্রিলঃ   তৃনমূল  যুব কংগ্রেসের  দলীয়  কার্যালয় ও তৃনমূল যুব কংগ্রেসের প্রার্থীর বাড়িতে আগুন লাগানো ছারাও   একাধিক বাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে  ছড়িয়ে পড়ল । দিনহাটা-১ ব্লকের পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের বড়নাচিনা এলাকায় শুক্রবার রাতে তৃনমূল যুব কংগ্রেস দলের কার্যালয় ও তৃনমূল যুব কংগ্রেসের প্রার্থীর বাড়িতে  আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ছারাও যুব তৃনমূল প্রার্থীর বাড়ি সহ ৭ টি বাড়ি ভাঙচুরের ঘটনাকে ঘিরে চ্চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল  । তৃনমূল যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর ছারাও দলীয় পতাকা এমনকি মমতা  ব্যানারজীর ছবি ছিঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । দলীয় কার্যালয়ে আগুন ও বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয় তৃনমূল নেতৃত্ব বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুললেও দলের যুব সংগঠনের পক্ষ থেকে অবশ্য এই ঘটনার জন্য দলের মূল সংগঠনের দিকে অভিযোগ তোলা হয়েছে । স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতা গ্রাম পঞ্চায়েত প্রার্থী মোসলেম মিয়া বলেন শনিবার ভোর টে নাগাদ বিজেপি দলের কিছু  দুষ্কৃতী এলাকার বেশ কিছু দোকান পাট ভাঙচুর পাশাপাশি দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করে এলাকার বেশ কিছু বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ বিজেপি দলের কর্মী সমর্থকরা যারা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন তারাই  দলের কার্যালয়ে ভাঙচুর করা ছারাও বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে । এমনকি বিজেপি দলের কর্মী সমর্থকরা গোটা এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা চালাচ্ছে ।  এদিকে তৃনমূল যুব কংগ্রেসের  কোচবিহার জেলা সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন , তৃণমূল যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নীসংযোগ পাশাপাশি মূখ্যমন্ত্রীর ছবি ছিরে তাতে অগ্নিসংযোগ করা হয় । এ প্রসঙ্গে দিনহাটা ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নুর আলম হোসেন কে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি ।

Wednesday, 25 April 2018

বেছে বেছে যুব নেতা কর্মীদের হেনস্থার অভিযোগ পুলিসের বিরুদ্ধে


দিনহাটা, ২৫ এপ্রিলঃ  কোন রকম সার্চ ওয়ারেন্ট ছাড়াই  তৃনমূল যুব কংগ্রেসের জেলা সাধারন সম্পাদকের বাড়িতে  হানা দিয়ে  প্রায় পঞ্চাশ জন  কর্মী সমর্থককে  আটক  করার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে । দিনহাটা-১ ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুব নেতার বারিতে  কর্মীরা দেখা করতে এলে বুধবার   দুপুরে  সেখানে  তল্লাসি চালায়  পুলিশ । তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক  দিনহাটা-১ ব্লক সভাপতি তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ  নিশীথ প্রামানিকের বাড়িতে দেখা করতে আসা প্রায় পঞ্চাশ জন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থক কে   পুলিশ আটকের ঘটনায়  ক্ষোভ প্রকাশ করেন যুব করমিরাও । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত কয়েক দিন ধরে দিনহাটার   বিভিন্ন এলাকায় বাড়ি ঘড় ভাংচুরের ঘটনা  ঘটে চলছে । প্রতিক্ষেত্রেই শাসক দলের দুই পক্ষের মধ্যে  এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ । সে কারনেই এদিন দিনহাটার বিভিন্ন স্থানে  পুলিশ  তল্লাসি চালায়  । পুলিশ সূত্রে জানা গেছে এদিন  ভেটাগুড়ি এলাকা থেকেও বেশ কয়েক জন যুব কর্মীকে  তুলে আনা হয়েছে । বিষয়টি নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের নেতা আনন্দ বর্মন বলেন , সার্চ ওয়ারেন্ট ছাড়াই  তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক  দিনহাটা-১ ব্লক সভাপতি  নিশীথ প্রামানিকের বাড়িতে  তল্লাশির পাসাপাশি নেতার  সাথে দেখা করতে আসা দলের কর্মী সমর্থকেদের পুলিশ তুলে নিয়ে যায় ।পাশাপাশি গত কয়েক দিনে নানা সংঘর্ষের ঘটনায় যুব দের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও এক জন তৃণমূল কর্মীকেও পুলিশ গ্রেফতার না করে যুব কর্মীএর নানা ভাবে হেনস্থা করছে বলে অভিযোগ ।   বিষয়টি নিয়ে  দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খন্ডয়াল বলেন  জিজ্ঞাসাবাদের জন্য যুব কর্মীদের তুলে আনা হয়েছে । 

Sunday, 22 April 2018

হাজার খানেক কর্মী সমর্থক নিয়ে তৃণমূল যুবর বর্ণাঢ্য মিছিল


শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা , ২২ এপ্রিলঃ নির্বাচনী প্রচারে বর্ণাঢ্য মিছিল করলো তৃণমূল যুব কংগ্রেস । রবিরার সন্ধ্যায় পুটিমারি ১ অঞ্চলে হাজার খানেক কর্মি সমর্থকেদের নিয়ে পুটিমারি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা কর । এই মিছিল কে কেন্দ্র করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের  ব্যাপক উৎসাহ দেখা যায় । তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা ১ ব্লক আহ্বায়ক নারায়ন শর্মা ও কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক ঘনিষ্ট আনন্দ বর্মন ও রফিক খানের নেতৃত্বে এই মিছিল দিনহাটা ১ ব্লকের ১নং গেট থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে । এদিনের এই মিছিলে পুটিমারি ১ অঞ্চলের কার্যকারি সভাপতি মোঃ মফিজ হক , নুরুল হুদা , রেজাউল করিম সহ প্রমুখ অংশ গ্রহন করে ।

Saturday, 21 April 2018

গ্রাম প্রধান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা - নেতৃদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ


শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা  ঃ টাকার নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একজনের ঘর  অন্যকে দেওয়ার  অভিযোগ উঠল তৃনমূল কংগ্রেস পরিচালিত পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষের বিরুদ্ধে । পঞ্চায়েত ভোটের মুখে দিনহাটা-১ ব্লকের পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের কুটিবাড়ি এলাকায় মহিলা সহ স্থানীয় বাসিন্দাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ আন্দোলন কে ঘিরে  ব্যপক আলোড়ন ছড়িয়ে পড়ে । বরাদ্দ কৃত ঘর না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের কুটিবাড়ি গ্রামের শনিবার রাস্তা অবরোধ করে আন্দোলনে নামে । সংশ্লিষ্ট গ্রামের  বাসিন্দাদের জোহরা বেওয়া , রতন দাস , সাহানুর মিয়া ,সামসুল হক প্রমুখরা সরকারী ঘর না পেয়ে  শুক্রবার দিনহাটা থানায় লিখিত অভিযোগ জানান গ্রাম পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান , পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভের বিরুদ্ধে । আন্দোলনকারীরা  বলেন তাদের সরকারি ঘর ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার জন্য পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান ও অন্যান্যরা  মিলে কয়েক হাজার করে টাকা  নেন । তাদের নামে সরকারি ঘর বরাদ্দ হলেও তাদের সেই ঘর আরো বেশী টাকার বিনিময়ে অন্যদের কে দেওয়া হয় বলে অভিযোগ । আন্দোলনকারী বেনিফিসিয়ারিরা  সরকারী ঘর দেওয়া থেকে শুরু করে পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েত করতিপক্ষ্যের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে ধরেন । সরকারী ঘর দেওয়া নিয়ে দুর্নীতির বিষয়টি বাসিন্দাদের পক্ষ থেকে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানারজী থেকে শুরু করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে  জানান হবে বলে তারা জানান ।  বিষয়টি নিয়ে  গ্রাম পঞ্চায়েতের প্রধান  সুরাইয়া বিবির সাথে যোগাযোগ করা হলে তিনি   বলেন বেনিফিসিয়ারিরা সরকারি ঘর ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ নিয়ে যে অভিযোগ তুলেছেন তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি তিনি বেনিফিসিয়ারিদের তোলা অভিযোগ কে ভিত্তিহীন বলে উল্লেখ করেন ।

Tuesday, 17 April 2018

তৃণমূলের গোষ্ঠী কোন্দল , গুরুতর আহত দুই


শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা:  তৃণমূল কংগ্রেসের  গোষ্ঠী কোন্দলের জেরে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠলো দিনহাটা ১ ব্লকে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার  বিকেলে দিনহাটা  ব্লকের ভেটাগুড়ি নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সিঙ্গিমারি ব্রহ্মানির  চৌকি এলাকায়  ব্যাপক বোমাবাজি হয় এই সংঘর্ষের জেরে  তৃণমূল যুব কংগ্রেসের কমপক্ষে ১০ জন কর্মী ও সমর্থক আহত হয় বলে জানা গিয়েছে । আহতদের মধ্যে  জন তৃণমূল যুব কর্মী গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা লেও বাকিদের হাসপাতালে আনা সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে এই সংঘর্ষের জেরে তৃনমূল যুব কংগ্রেসের কর্মীদের পাঁচটি বাড়ি    দশটি দোকা ভাঙচুর  করা হয়েছে  বলে অভিযোগ ।

 তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা নম্বর ব্লকের আহ্বায়ক নারায়ণ শর্মা বলেন, অতর্কীতে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকেদের উপর তৃনমূল কংগ্রসের স্থানীয় উপ প্রধান উত্তম রায় ও সভাপতি সুনীল রায় সরকারের নেতৃত্বে বহিরাগত দুষ্কৃতীরা সিঙ্গিমারি ব্রহ্মানির  চৌকি এলাকায় সন্ত্রাস চালায় । নারায়ন বাবু আরো বলেন ,  তৃণমূল কংগ্রেসের ওখানে কোন ভোট ব্যাঙ্ক নেই , সে কারনে তৃনমূল যুব কংগ্রেস কর্মীদের উপর সন্ত্রাস চালিয়ে ভোটের রাজনীতি করছে । আসন্ন নির্বাচনে মানুষ এর উত্তর দিবে বলে তিনি আশাবাদী ।এর জেরে মাদারের নেতাকর্মীদের উপর মানুষের ক্ষোভ আরও বাড়ছে এবং এই ঘটনাকে তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা নম্বর ব্লকের আহ্বায়ক নারায়ণ শর্মা নিন্দনীয় বলে দাবী করেন । যদিও তৃণমূল কংগ্রসের নেতৃত্ব ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ।


Friday, 13 April 2018

দিনহাটায় তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল

শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা:  তৃনমূল নেত্রী মমতা ব্যানারজি ও যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কে সামনে রেখে দলের দিনহাটার নেতাদের বিরুদ্ধে  যুব কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে ধিক্কার মিছিল করল তৃনমূল যুব কংগ্রেস শুক্রবার যুব সংগঠনের পক্ষ থেকে দিনহাটা শহরে ওই মিছিল হয়   ওই মিছিল থেকে দিনহাটার দুই বিধায়ক উদয়ন গুহ  , জগদীশ বসুনিয়া তৃনমূল কংগ্রেসের দিনহাটা নম্বর ব্লক সভাপতি নূর আলম হোসেনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শ্লোগান দেয় যুব কর্মীরা এদিন তৃনমূল যুব কংগ্রেসের দিনহাটা -১ ব্লক আহ্বায়ক নারায়ন শর্মা , যুব সংগঠনের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় ,  দিনহাটা -২ ব্লক সভাপতি আরিফ হোসেন , সিতাই ব্লক সভাপতি পরিমল রায় ,  রফিক হোসেন (লেবু) , বাবলু চৌধুরী , কবীর হোসেন , আমজাদ আলি  , সাত্তার মিয়া , মোস্তাফ মিয়া , আনন্দ বর্মণ প্রমূখের নেতৃতে কয়েক হাজার কর্মী সমর্থকের ধিক্কার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা কালে শহর কার্যত কিছুক্ষনের জন্য থমকে পড়ে  । তৃনমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের  এদিনের ধিক্কার মিছিল  কে ঘিরে গোটা সহরে পুলিসি নিরাপত্তা ছিল  চোখে পড়ার মত । এদিন সংহতি ময়দান থেকে তৃনমূল যুব কংগ্রেসের মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । যুব কর্মীদের এদিনের ধিক্কার মিছিল শহর পরিক্রমা কালে দিনহাটার  গীতালদহের ঘটনায় যুব কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সোচ্চার হয় । এদিন মিছিলের নেতৃত্বে থাকা তৃনমূল যুব কংগ্রেস দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায়  বলেন, “গীতলদহের পঞ্চায়েত সদস্য আবু মিয়াঁ খুনের ঘটনা দুঃখজনক । দলীয় কর্মী খুনের ঘটনা  নিয়ে যুব সংগঠনের  নেতৃত্ব কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাসানো হচ্ছে বলে  অভিযোগ   কার মৃত্যু দুঃখ জনক ঘটনা ঘটলেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃনমূল যুব কংগ্রেসের বিভিন্ন অঞ্চলের নেতা নেত্রিতের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের নামে এজাহার করা হচ্ছে । পাশাপাশি দিনহাটার আই সি কে বিধায়ক উদয়ন গুহ অপরদার  বলা নিয়ে এদিনের এই প্রতিবাদ মিছিল বলে যুব নেতৃত্ব উল্লেখ করেন । তৃনমূল যুব কংগ্রেসের এদিনের মিছিল কে ঘিরে ব্যপক আলোড়ন ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে  । তৃনমূল যুব সংগঠনের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন, “যুব নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে সংগঠনকে দুর্বল করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে এদিন  দিনহাটায় মিছিল  করে যুব কর্মীরা আগামীতে জেলার অন্যান্য স্থানেও  প্রতিবাদ মিছিলে সামিল হবে যুব কর্মীরা বলে যুব সংগঠনের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক দিনহাটা-১ ব্লক সভাপতি নিশীথ প্রামাণিক  উল্লেখ করেন । উল্লেখ্য বুধবার রাতে দিনহাটার গীতালদহে তৃনমূল কংগ্রেস  দলের যুব সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গ্রাম পঞ্চায়েত সদস্য আবু মিয়াঁ খুন হন ওই ঘটনার পর দুই  বিধায়ক সহ ব্লক তৃনমূল  নেতৃত্বে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখায়   পঞ্চায়েত খুনের ঘটনায় যুব সংগঠনের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিক সহ  জন যুব কর্মী সমর্থকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় যদিও এরমধ্যে জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ