দিনহাটা, ২৮মার্চঃ দিনহাটা কলেজের অধ্যক্ষ সাধন করের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটায় । বুধবার সন্ধ্যায় নিজের বাড়িরর ছাদ থেকে অধ্যক্ষের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । অধ্যক্ষ সাধন করের ৫৬ বছর বয়স হয়েছিল । এদিন এই প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর পেয়েই তার বাড়িতে ভিড় জমান কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে তার আত্মীয় স্বজন ও বন্ধুরা সকলেই ছুটে আসেন । অধ্যক্ষের বাড়িতে রয়েছে স্ত্রী ও এক কন্যা।এই ঘটনার খবর পেয়ে দিনহাটা থানা থেকে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিন এই খবর পেয়ে অধ্যক্ষের বাড়িতে ছুটে আসেন দিনহাটা থানার আইসি জহর জ্যোতি রায় , দিনহাটা শহর ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি বিশু ধর থেকে শুরু করে আরো অনেকে । পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় থানা পাড়া এলাকায় তার বাড়ির ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। কি কারনে ওই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। গলায় গামছা বাধার পাশাপাশি দড়ি দিয়েও গলায় ফাঁস দেন তিনি । এদিন দিনহাটা কলেজের অধ্যক্ষ সাধন করের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পরেছে গোটা দিনহাটা । তার মৃত্যুতে শোকঞ্জাপন করেন কোচবিহার লোকসভা কেন্দ্রে সাংসদ পার্থ প্রতিম রায় , দিনহাটার বিধায়ক উদয়ন গুহ থেকে শুরু করে আরো অনেকে ।
Wednesday, 28 March 2018
দিনহাটা কলেজের অধ্যক্ষ সাধন করের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দিনহাটা, ২৮মার্চঃ দিনহাটা কলেজের অধ্যক্ষ সাধন করের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটায় । বুধবার সন্ধ্যায় নিজের বাড়িরর ছাদ থেকে অধ্যক্ষের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । অধ্যক্ষ সাধন করের ৫৬ বছর বয়স হয়েছিল । এদিন এই প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর পেয়েই তার বাড়িতে ভিড় জমান কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে তার আত্মীয় স্বজন ও বন্ধুরা সকলেই ছুটে আসেন । অধ্যক্ষের বাড়িতে রয়েছে স্ত্রী ও এক কন্যা।এই ঘটনার খবর পেয়ে দিনহাটা থানা থেকে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিন এই খবর পেয়ে অধ্যক্ষের বাড়িতে ছুটে আসেন দিনহাটা থানার আইসি জহর জ্যোতি রায় , দিনহাটা শহর ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি বিশু ধর থেকে শুরু করে আরো অনেকে । পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় থানা পাড়া এলাকায় তার বাড়ির ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। কি কারনে ওই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। গলায় গামছা বাধার পাশাপাশি দড়ি দিয়েও গলায় ফাঁস দেন তিনি । এদিন দিনহাটা কলেজের অধ্যক্ষ সাধন করের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পরেছে গোটা দিনহাটা । তার মৃত্যুতে শোকঞ্জাপন করেন কোচবিহার লোকসভা কেন্দ্রে সাংসদ পার্থ প্রতিম রায় , দিনহাটার বিধায়ক উদয়ন গুহ থেকে শুরু করে আরো অনেকে ।
Tuesday, 27 March 2018
নিজের মাইনের টাকা তুলে দুর্ঘটনা গ্রস্থ এক ব্যাক্তির চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দিনহাটা-২ ব্লকের বিডিও অমর্ত্য দেবনাথ
সুমন মন্ডল দিনহাটা ঃ নিজের মাইনের টাকা তুলে দুর্ঘটনা গ্রস্থ এক ব্যাক্তির চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দিনহাটা-২ ব্লকের বিডিও অমত্য দেবনাথ । দুর্ঘটনা গ্রস্থ অসহায় ওই ব্যাক্তি আবুতালেব মিয়াকে তাঁর চিকিৎসার জন্য দিনহাটা-২ ব্লকের বিডিও অমত্য দেবনাথ সম্পূর্ণ ব্যাক্তিগত ভাবে নগদ কয়েক হাজার টাকা তুলে দেন । দিনহাটা-২ ব্লকের বিডিও অফিসে দাঁড়িয়ে দুর্ঘটনা গ্রস্থ অসহায় ওই ব্যাক্তি আবুতালেব মিয়ার স্ত্রী রহিমা বিবি বলেন ২০১৫ সালে এক পথ দুর্ঘটনায় তাঁর স্বামী গুরুতর আহত হয় । বিভিন্ন জায়গা থেকে সাহায়্য তুলে স্বামীর চিকিৎসা করান । দুই দুই বার অপারেশন করা হলেও শারীরিক অবস্থার কোন উন্নতি হয় না । দুরঘটনার পর অপারেশন হলেও তাঁর পর প্রায় আড়াই বছর এভাবে কেটে গেলেও কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তাঁর স্বামী । দুর্ঘটনা গ্রস্থ পেশায় রাজমিস্ত্রি আবুতালেব মিয়ার স্ত্রী রহিমা বিবি আরো জানান স্বামীর চিকিৎসার জন্য আরো অনেক টাকার প্রয়োজন । উপায়ন্ত না পেয়ে তিনি দিনহাটা-২ ব্লকের বিডিও অমত্য দেবনাথের সাথে মাস কয়েক আগে দেখা করে গোটা ঘটনা জানান । রহিমা বিবি জানান এরপরেই ব্লকের বিডিও তাকে ডেকে নিয়ে তাঁর স্বামীর অপারেশনের খরচ বাবদ চিকিৎসার জন্য নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা তাদের হাতে তুলে দেন । ব্লকের বিডিওর দেওয়া ওই টাকায় তিনি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে স্বামীর চিকিৎসা করান । দিনহাটা-২ ব্লকের নয়ারহাটের খামার বক্সি গ্রামে পেশায় রাজমিস্ত্রি আবুতালেব মিয়ার বাড়ি । বাড়িতে স্ত্রী রহিমা বিবি , মা ও বছর পাঁচের মেয়েকে নিয়ে সংসার । রাজমিস্ত্রির কাজ করে কোন রকমে দিন গুজরান করলেও এক দুর্ঘটনায় আবুতালেবের সব স্বপ্ন চুরমার । দিনহাটা-২ ব্লকের বিডিও অমত্য দেবনাথ দুর্ঘটনা গ্রস্থ পেশায় রাজমিস্ত্রি আবুতালেব মিয়াকে আর্থিক সাহায্য করায় নতুন করে জীবন ফিরে পান সে । বিষয়টি নিয়ে দিনহাটা-২ ব্লকের বিডিও অমত্য দেবনাথ এক দুর্ঘটনায় আবুতালেব মিয়া নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয় কয়েক বছর আগে । কোন রকমে সাহায্য তুলে তাঁর চিকিৎসার ব্যবস্থা হলেও সে সেভাবে সেরে না উঠার খবর জানতে পারেন তাঁর স্ত্রীর কাছে । বিডিও বলেন সরকারি ভাবে চিকিৎসার ব্যবস্থা করার ক্ষেত্রে কিছুটা সময় সাপেক্ষ হওয়ায় তিনি ওই ব্যাক্তির চিকি
ৎসার জন্য সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে সাহায়্যের হাত বাড়িয়ে দেন । পেশায় রাজমিস্ত্রি আবুতালেব মিয়ার চিকিৎসার জন্য দিনহাটা-২ ব্লকের বিডিও আর্থিক সাহায়্যে এগিয়ে আশায় অনেকেই ব্লক প্রশাসনের এই কর্তার এহেন কাজের প্রশংসা করেন ।
Thursday, 8 March 2018
ক্ষুধার্ত পরিবারের পাশে দাঁড়ালো তৃনমুল যুব কংগ্রেস
শিরোনাম ২৪ ডেস্ক ,দিনহাটা,
৮ মার্চঃ আনাহারে থাকা পরিবারের মুখে অন্য তুলে দিল কয়েক জন স্ব হৃদয় যুবক। খাদ্য
সমেত আর্থিক সাহায্য পেয়ে খুশি ক্ষুধার্ত পরিবার । দিনহাটার মিশন রোড এলাকার একটি
পরিবার টানা দুই দিন ধরে অভুক্ত অবস্থায় কাটাচ্ছিল । স্থানীয় তৃণমুল যুব কংগ্রেস
কর্মী নাজির হুসেনের কানে এ খবর যায় । তরিঘড়ি সংশ্লিষ্ট এলাকার তৃণমুল যুব কংগ্রেস
কর্মী নাজির হুসেন, রাণা সরকার, আকবর আলি, রাহুল হক, রিন্টু হক, রিপন হুসেন একটি চালের বস্তা ও বেশ কিছু টাকা আর্থিক
সাহায্য তুলে দেয় । শিশু সমেত ওই পরিবারের তিনজন সদস্যের কর্তা খাজিরান বেওয়া
জানান, টানা দুই দিন ধরে অনাহারে দিন কাটানোর পর অবশেষে তৃণমুল যুব কংগ্রেস
কর্মীদের সৌজন্যে খাবার জুটল ।খাজিরান বেওয়া আর জানান , ছেলে ও
ছেলের বৌ দিল্লিতে কাজ করতে গিয়ে দীর্ঘ দিন ধরে নিখোঁজ । বিভিন্ন মহলে জানিয়েও কন
লাভ হয়নি বলে তিনি জানান । পরিবারে ১২ বছর বয়সি নাতনি রবিনা খাতুন সমেত বছর
পঞ্চাশের অবিবাহিতা মেয়েকে নিয়েই খাজিরান বেওয়ার সংসার । বিষয়টি নিয়ে তৃনমুল যুব
কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন , তৃনমুল যুব
কংগ্রেস কর্মীরা মানবিক্তার পরিচয় দিয়েছে ।


