Monday, 29 January 2018

আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ও পোষ্ট মাস্টারকে গ্রেপ্তার ও সিবিআই তদন্তের দাবী এলাকার বাসিন্দাদের

দিনহাটা, ২৯ জানুয়ারিঃ আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ও পোষ্ট মাস্টারকে গ্রেফতারের দাবী সহ সি বি আই তদন্তের দাবী জানালো আটিয়াবাড়ি এলাকার বাসিন্দারা । একশ  দিনের কাজের বেনিফিসিয়ারিদের অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি  টাকা জব কার্ড থেকে হাতানোর অভিযোগ তুলে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেসন দিল  বড় আটিয়াবাড়ি -২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা । সোমবার স্থানীয় এলাকার বাসিন্দারা দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী ছারাও সাত দফা দাবিপত্র তুলে দেন । স্থানীয় বাসিন্দাদের মজনু মিয়া , আলেয়া বেওয়া , কুদ্দুস মিয়া , কালিচরন মন্ডল , লাইজু বিবি , আনারুল মিয়া , রামহরি বিশ্বাস প্রমূখ এই বেনিফিসিয়ারিরা দিনহাটার মহকুমা শাসকের কাছেও দিনহাটা-১ ব্লকের আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান  মহকুমা শাসকের কাছে তারা অভিযোগে উল্লেখ করে বলেন  আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০০ জন বাসিন্দার জবকার্ড থেকে  কয়েক কোটি টাকা তুলে নেওয়া হয়েছে    এনিয়ে গ্রাম পঞ্চায়েত করতিপক্ষের কাছে বার বার জানানো স্বত্বেও কোন সদুত্তর না পেয়ে প্রতারিত বেনিফিসিয়ারিরা বিষয়টি নিয়ে দিন কয়েক আগে কোচবিহার হেড পোস্ট অফিসে লিখিত অভিযোগ করেন   এমনকি পুলিশে লিখিত অভিযোগ জানানোর পরেও দুর্নীতিতে জড়িত  পোস্ট মাষ্টার ও গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান কে গ্রেপ্তার করা হয়নি । এলাকার বাসিন্দারা মহকুমা শাসকের কাছে গ্রামীন কর্মস্থান যোজনায় ২০১৪ সালের ১লা জানুয়ারি থেকে ২০১৭ সালের জুলাই মাস পর্যন্ত সমস্ত জব কার্ডের আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান । বাসিন্দারা ক্ষতিগ্রস্থ জব কার্ড ধারীদের ক্ষতি পুরনের দাবী জানান । পাশাপাশি গ্রামীন কর্মস্থান যোজনায় বিভিন্ন স্কিমের পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানান । রামহরি বিশ্বাস , মজনু মিয়া , আলেয়া বেওয়া , লাইজু বিবি , লতিফা বিবি , প্রমূখ এই বেনিফিসিয়ারিরা দিনহাটার মহকুমা শাসকের কাছেও এদিন দাবী জানিয়ে বলেন অবিলম্বেদুর্নীতিতে জড়িত  পোস্ট মাষ্টার ও গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান কে গ্রেপ্তার করা না হলে আগামীতে তারা আমরন অনসনে বসতে বাধ্য হবেন বলে জানান । বিষয়টি নিয়ে দিনহাটার মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ বলেন  বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চাতেয়ের বাসিন্দাদের  দাবীপত্র পেয়েছি । দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে । মহকুমা শাসক আর বলেন , জব কার্ড বা ব্যাংকের পাশ বই আত্যান্ত জরুরি ও ব্যাক্তিগত । সে কারনে সাধারন মানুষকে জব কার্ড ও ব্যাংকের পাশ বই দীর্ঘদিন কার কাছে না রাখার কথাও বলেন । 


Thursday, 25 January 2018

দুষ্কৃতকারিদের হাতে শহীদ হলো সীমান্ত সুরক্ষা বাহীনির এক জওয়ান

শিরোনাম ডেস্ক , কোচবিহার , ২৫ জানুয়ারীঃ রাত পোহালেই সাধারনতন্ত্র দিবস । ঠিক তারই প্রক্কালে দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে দুষ্কৃতকারিদের হাতে শহীদ হলো সীমান্ত সুরক্ষা বাহীনির এক জওয়ান । জানা গেছে , বুধবার রাত ১১টা নাগাদ দিনহাটা মহকুমার দূর্গা নগর বিওপি থেকে ঠিক ঢিল ছোড়া দূরত্বে সীমান্ত সুরক্ষা বাহীনির ওই জওয়ানের রাইফেল দিয়েই জওয়ান কে গুলি করে খুন করা হয়েছে । এই ঘটনায় রিতিমতো স্তব্ধ এলাকার বাসিন্দারা ।
  গতকাল  রাত ১১ টা নাগাদ  আচমকা গুলির শব্দে চমকে ওঠে  ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দূর্গা নগর এলাকার বাসিন্দারা । গুলির আওয়াজে বিওপি থেকে ছুটে আসে সীমান্ত সুরক্ষা বাহীনির জওয়ানরা । ততক্ষনে হাত ও পা শক্ত দড়ি দিয়ে বাধা অবস্থায়  গুলিবিদ্ধ হয়ে নিষ্প্রাণ হয়ে গেছে সীমান্ত সুরক্ষা বাহীনির ৪২ ব্যাটেলিয়ানের কনস্টেবল বছর পচিশের অরবিন্দ কুমার । জানা গেছে উত্তর প্রদেশের উন্নাও এলাকার বাসিন্দা ছেলেন নিহত জওয়ান ।জানা গিয়েছে , আগামী মাসেই তার বিয়ে । কিন্তু নিয়তির এমনই নিষ্ঠুর  পরিহাস দেশের নিরাপত্তার খাতিরে প্রাণ বিসর্জন দিতে হল এই জওয়ান কে ।   প্রায়  এক বছর আগে শেষ বার ৪২ দিনের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন তিনি ।  সামনে মাসেই তার ছুটি ছিল । এদিকে ৪২ ব্যাটেলিয়ান মুভ করছে জম্মু তে । ছুটি কাটিয়ে জম্মুতেই কাজে যোগদানের পরিকল্পনা করে রেখেছিলেন শহীদ এই জওয়ান । বিয়ের কারনে বেশ খুশিও ছিলেন তিনি । সমাজের সব শ্রেনীর মানুষই মেনে নিতে পারছে  মাত্র পচিশ বছরেই একটি প্রদীপ নিভে যাওয়ার ঘটনাকে । ঘটনার খবর জানা জানি হতেই শোকের ছায়া নেমে আসে দুর্গা নগর বিওপি তে ।  সীমান্ত সুরক্ষা বাহীনি সূত্রে জানা গিয়েছে , জওয়ান অরবিন্দ কুমারের মরদেহ কোচবিহার জেলা হাসপাতালে ময়না তদন্তের পর সীমান্ত সুরক্ষা বাহীনির কোচবিহার হেড কোয়ার্টারে সামরিক কায়দায় “গান স্যালুট” দেওয়া হবে । তার পর শহীদ এই জওয়ানের নিথর দেহ বাগডোগরা বিমান বন্দর থেকে নিয়ে যাওয়া হবে উত্তর প্রদেশের উন্নাও গ্রামের নিজ বাস ভবনে । শহীদের মরদেহ তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে ।
 এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে ছুটে আসে সীমান্ত সুরক্ষা বাহীনির  ডি আই জি  সি এল বেলওয়া , ৪২ ব্যটেলিয়ানের কমান্ডিং অফিসার সরোজ সিং ,
কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে , অতিরিক্ত পুলিশ সুপার ডি দিব্বা , দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জি , দিনহাটা ২ ব্লকের সমষ্ঠি উন্নয়ন আধিকারিক অমর্ত্য দেবনাথ ।
 
সীমান্ত সুরক্ষা বাহীনি সূত্রে জানা গিয়েছে , ফেন্সিং লাইন থেকে কিছুটা দূরে জওয়ানের মৃত দেহ উদ্ধারের সময় তার সার্ভিস রাইফেল ( ৭.৬২মিমি ইনসাস ) থেকে এক রাউন্ড কার্তুজ খোয়া গেছে । তবে জওয়ানের রাইফেল ও ওয়াকিটকি মৃত দেহের পাশেই পড়ে ছিল । ঘটনার স্থল থেকে একটি লোহার দা উদ্ধার করা হয়েছে । সাংবাদিক দের মুখোমুখি হয়ে  কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে জানান , দেশের সুরক্ষা কর্মী খুনের ঘটনায় যারা দোষী তাদের অবশ্যই খুজে বাড় করা হবে । পুলিশ সুপার আর জানান , ঘটনার স্থল থেকে কিছু জিনিস উদ্ধার করা হয়েছে । তা খতিয়ে দেখা হচ্ছে ।


Monday, 15 January 2018

অবৈধ গাঁজা চাষ বন্ধ করতে দিনহাটা মহিলা থানার কড়া পদক্ষেপ

অবৈধ গাঁজা ক্ষেত নির্মূল করছেন দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরী। নিজেস্ব চিত্র 
সুভাষ মণ্ডল , দিনহাটা , ১৫ জানুয়ারিঃ অবৈধ গাঁজা চাষ রুখতে কড়া পদক্ষেপ নিল দিনহাটা মহিলা থানা । দিনহাটার গোসানিমারিতে তিন তিনটে গাঁজা ক্ষেতকে নষ্ট কড়লো দিনহাটা মহিলা থানা্র পুলিশ । অবৈধ গাঁজা চাষ বন্ধ করতে পুলিশের এই অভিযান কে ঘিরে ব্যাপক অলোড়ন ছড়িয়ে পড়ল । 
 দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরীর নেতৃত্বে এই অভিযান চলে অবৈধ গাঁজা চাষ বন্ধে এই অভিযান চলে  ।  দিনহাটা  ১ ব্লকের প্রত্যান্ত গ্রাম  গোসানিমারি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার   চাকির পাড়ায় থাকা অবৈধ ভাবে চাষাবাদ চলতে থাকা  ৩টি গাঁজা ক্ষেত নষ্ট করলো দিনহাটা মহিলা থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে , দিনহাটা  থানার অর্ন্তগত গোসানিমারি ১ গ্রাম পঞ্চায়েতের  চাকির পাড়ায় এলাকায় তিনটি ক্ষেতে থাকা সমস্ত গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয় । নষ্ট করে দেওয়া এই গাজার পরিমান কয়েক লক্ষ টাকা বলে সূত্রের দাবী ।সাদা পোষাকে এদিন দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরীর নেতৃত্বে গাঁজা ধ্বংসের  এই অভিযানকে সাধুবাদ জানান অনেকেই । এই অভিযানে ওসি সোনম মাহেশ্বরী ছাড়াও উপস্থিত ছিলেন   অন্যান্যরা । অবৈধ গাঁজা চাষ বন্ধে করতে পুলিশের  এই অভিযান আগামীতেও চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । উল্লেক্ষ্য , দিন কয়েক আগে কোচবিহারের চান্দামারি এলাকা থেকে ১৬৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ । পাশাপাশি তিন জনকে গ্রেফতার করে কোচবিহার থানা ।

Friday, 12 January 2018

আর্ত দের পাশে দাড়িয়ে স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্ম জয়ন্তী পালন সিতাইয়ে



শিরোনাম ২৪ ডেস্ক , ১২ জানুয়ারি  দিনভর নানা অনুষ্টানের মধ্য দিয়ে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্ম দিবস সিতাই শুক্রবার  সিতাই  ভোলাচাত্রা জুনিয়ার হাইস্কুলের মাঠে  সিতাই বিবেকানন্দ পাঠ চক্রের উদ্যোগে  স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্ম দিবস পালিত হয় এদিন সকালে রামকৃষ্ণ পরমহংশদেব ,সারদা মা , সিস্টার নিবেদিতার স্ট্যাচু ট্যাবলো সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এরপর স্কুল প্রাঙ্গনে সাংস্কৃতিক মঞ্চে দিনভর নানা  অনুষ্টানের পাশাপাশি স্বামীজির জীবনী নিয়েও আলোচনা হয় এদিন স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে প্রদীপ প্রোজ্জ্বলনের মধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সুচনা করেন সিতাই রামকৃষ্ণ সেবাশ্রমে স্বামী  বিঞ্জানানন্দতীর্থ মহারাজ জী এছাড়াও উপস্থিত ছিলে সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র  বর্মা বসুনিয়া , স্বামীজির জন্ম দিবস আয়োজন কমিটির সম্পাদক স্বপন কুমার পাটোয়ারী, রাজীব দাস,বিপ্লব রায় প্রমুখ  এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল স্বামীজির জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি মাথাভাঙ্গা প্রগতি নাট্য সংস্থা দ্বারা অভিনীত নাটক নটী বিনোদিনী, দেহসৌস্টব প্রদর্শনী  হয়েছে বলে  বিবেকানন্দ পাঠ চক্রের পৃষ্ঠ পোষক স্বপন কুমার পাটোয়ারী জানান পাশাপাশি তিনি আরও বলেন , এই এলাকার দুঃস্থ পরিবার কে শীতের হাত থেকে বাঁচাতে তাদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হবে বলে তিনি জানান  ​